মানব জীবনে চুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানব সভ্যতার শুরুতেই থেকেই চুক্তির অস্তিত্ব বিদ্যমান। ফলে, যুগে যুগে চুক্তি আইন প্রণীত হয়েছে এবং ক...
মানব জীবনে চুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানব সভ্যতার শুরুতেই থেকেই চুক্তির অস্তিত্ব বিদ্যমান। ফলে, যুগে যুগে চুক্তি আইন প্রণীত হয়েছে এবং কালাবর্তে উহার পরিবর্তন ও পরিবর্ধন সাধিত হয়েছে। বাংলাদেশে প্রচলিত চুক্তি আইন ১৮৭২ সালে প্রণীত হয়।
সুতরাং বাংলাদেশের বিভিন্ন আইন মহাবিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয় গুলির আইন অনুষদে সাধারণত এলএল.বি পরীক্ষায় চুক্তি আইন থেকে সাধারণতঃ ১৪ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। যেমনঃ
- চুক্তি ও চুুক্তি আইন ও চুক্তির বৈশিষ্ট্য
- চুক্তি শ্রেণীবিভাগ
- চুক্তির উপাদান
- গ্রহন
- প্রতিদান
- চুক্তি করার যোগ্যতা
- স্বাধীন সম্মতি
- জনস্বার্থ বিরোধী চুক্তি
- চুক্তির পরিসমাপ্তি
- চুক্তি ভঙ্গের প্রতিকার
- জিম্মা চুক্তি
- অংশিদারিত্ব
- জামিনের চুক্তি ও ক্ষতিপূরণের চুক্তি
- ঘটনা নির্ভর চুক্তি
নিম্নে আমি এলএল.বি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিগত সাল গুলি যে সমস্ত প্রশ্ন চুক্তি আইন থেকে করা হয়েছিল তা তুলে ধরছি।
Contract Law Exam Questions
চুক্তি আইন পরীক্ষার প্রশ্নাবলী
চুক্তি ও চুুক্তি আইন ও চুক্তির বৈশিষ্ট্য
- চুক্তি আইনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
- চুক্তি কি? চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও।
চুক্তির শ্রেণীবিভাগ
- বাতিল, বাতিল যোগ্য, ও অবলবৎযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
চুক্তির উপাদান
- একটি বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদানগুলি আলোচনা কর।
প্রস্তাব
- প্রস্তাব কি? চালু প্রস্তাব ও পাল্টা প্রস্তাবের মধ্যে পার্থক্য দেখাও।
প্রতিদান
- প্রতিদানের সংজ্ঞা দাও। প্রতিদানের বিভিন্ন ধরণ কি কি?
- অতীত, বর্তমান, ও ভবিষ্যৎ প্রতিদানের মধ্যে পার্থক্য দেখাও।
চুক্তি করার যোগ্যতা
- চুক্তি করার যোগ্য ও অযোগ্য কারা?
স্বাধীন সম্মতি
- স্বাধীন সম্মতি বলতে কি বুঝ? কি কি কারণে স্বাধীন সম্মতি খর্ব হয়?
- মিথ্যা বর্ণনা কি? মিথ্যা বর্ণনা ও প্রতারণার মধ্যে পার্থক্য দেখাও।
জনস্বার্থ বিরোধী চুক্তি
- বাজি চুক্তি ও বীমা বলতে কি বুঝ?
চুক্তির পরিসমাপ্তি
- কি কি পন্থায় একটি চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে?
চুক্তি ভঙ্গের প্রতিকার
- চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ কিভাবে নির্ধারন করা হয়?
জিম্মা চুক্তি
- জিম্মাচুক্তি কি? বন্ধকের সংজ্ঞা দাও।
অংশীদারিত্ব
- অংশীদারের অপ্রকাশ্য ক্ষমতা বলতে কি বুঝ?
জামিনের চুক্তি ও ক্ষতিপূরণের চুক্তি
- জামিনের চুক্তি ও ক্ষতিপূরণের চুক্তির সংজ্ঞা দাও।
ঘটনা নির্ভর চুক্তি
- কোন চুক্তিকে ঘটনা নির্ভর চুক্তি বলা হয়?
আশা করি, উপরোক্ত প্রশ্নগুলি হতে আপনি চুক্তির আইনের প্রশ্ন সম্পর্কে ধারনা পেয়েছেন।
COMMENTS