আপনি হয়তবা জানেন না যে, আপনার ছোট্ট একটি ভূল বা অপরাধ আইনের দৃষ্টিতে একাধিক দায়বদ্ধতা সৃষ্টি করতে পারে অর্থাৎ একসাথে ফৌজদারী ও দেওয়ানী হতে ...
আপনি হয়তবা জানেন না যে, আপনার ছোট্ট একটি ভূল বা অপরাধ আইনের দৃষ্টিতে একাধিক দায়বদ্ধতা সৃষ্টি করতে পারে অর্থাৎ একসাথে ফৌজদারী ও দেওয়ানী হতে পারে। সুতরাং এ সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা বাঞ্চনীয়।
ফলে, আমি এখানে তুলে ধরব যে, কীভাবে একই ভূল একাধিক দায়বদ্ধতা সৃষ্টি করে।
How may the same wrong constitute multiple liabilities?
কীভাবে একই ভূল একাধিক দায়বদ্ধতা গঠন করতে পারে?
আপনাদের সুবিধার্থে আমি একাধিক দায়বদ্ধতার বিষয়গুলি নিম্নে সাবলিল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরছি।
একই অন্যায় টর্ট ও চুক্তি ভঙ্গের আওতাভূক্ত
কতিপয় ক্ষেত্রে চুক্তিভঙ্গ একই সাথে টর্ট হিসেবে গণ্য হতে পারে। উদাহরণ স্বরুপ, মনে করুন আপনার ছোট্ট বাচ্চার একটি দুধের দাঁত নড়েছে। ফলে, আপনি আপনার বাচ্চার নড়া দাঁতটি উঠিয়ে ফেলার জন্য বাচ্চাকে সাথে নিয়ে একজন রেজিস্টার্ড ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের নিকট গেলেন। নড়া দাঁতটি উঠানোর জন্য আপনি তার নির্দিষ্ট ভিজিট পে করেন। কিন্তু দাঁতের ডাক্তার বাচ্চার নড়া দাঁতটি না উঠিয়ে তার পার্শ্বের দাঁতটি তুলে ফেলে। এক্ষেত্রে ডাক্তার দুই ধরনের অন্যায় করেছে। যেমন-
- অসাবধানতার জন্য চুক্তি ভঙ্গ;
- অবহেলার জন্য টর্ট।
ফলে, আপনি ডাক্তারের বিরুদ্ধে উভয় প্রকার মোকাদ্দমা দায়ের করতে পারেন।
একই অন্যায় টর্ট, ফৌজদারী, ও চুক্তি ভঙ্গের আওতাভূক্ত
কিছু কিছু ক্ষেত্রে একই অন্যায় টর্ট, ফৌজদারী, ও চুক্তি ভঙ্গের দায়বদ্ধতার সৃষ্টি করে। দৃষ্টান্ত স্বরুপ, ধরুন আপনি রাজশাহী শহরে শপিং করার জন্য গেলেন। সেখানে কেনা-কাটা সেরে শপিং ব্যাগটি আপনার বাসা/বাড়ীতে পৌছে দেওয়ার জন্য একজন কুলির নিকট দিলেন। কিন্তু কুলি দ্রব্যগুলি গন্তব্য স্থলে অর্থাৎ আপনার বাসা/বাড়ীতে না পৌছায়ে আত্মসাৎ করে। তবে, এক্ষেত্রে কুলি তিন ধরণের দায়ের সম্মুখীন হবে। যেমন-
- চুক্তিমত শপিং ব্যাগটি বাসা/বাড়ীতে পৌছাতে ব্যর্থ হবার জন্য চুক্তি ভঙ্গ হয়েছে;
- এরূপ অসৎভাবে আত্মসাৎ করার জন্য ফৌজদারী অপরাধ করেছে;
- অন্যের দ্রব্য আত্মসাৎ করায় টর্ট আইনে (Conversion) সংঘটিত হয়েছে।
অতঃএব, আপনি চাইলে উক্ত কুলির বিরুদ্ধে উপরোক্ত অপরাধের দায়ে মামলা করতে পারেন। এছাড়াও আরোও অনেক অন্যায় আছে যা একসাথে অনেকগুলি অপরাধের দায়বদ্ধতার সৃষ্টি করে। যেমন-
- Assault (আক্রমন);
- Battery (আঘাত);
- Defamation (মানহানি);
- Trespass (অনধিকার হস্তক্ষেপ);
- Malicious Prosecution (বিদ্বেষ-প্রসূত মামলা);
- False Imprisonment (কৃত্রিম বন্দী)।
এ সকল ক্ষেত্রে, দেওয়ানী অথবা ফৌজদারী উভয় আদালতে একই সাথে প্রতিকার পাওয়া যেতে পারে।
আশা করি, আমার উপরোক্ত আলোচনা দ্বারা আপনি উপকৃত হয়েছেন।
COMMENTS