ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরতা বা পক্ষপাতহীনতা (Fairness)। ইংল্যান্ডের আদী আইন ছিল কমন ল’ যা সাধারণ প্রথা ও রীতি-নীতির ভিত্তিতে গড়ে উঠেছ...
ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরতা বা পক্ষপাতহীনতা (Fairness)। ইংল্যান্ডের আদী আইন ছিল কমন ল’ যা সাধারণ প্রথা ও রীতি-নীতির ভিত্তিতে গড়ে উঠেছিল এবং কমন ল’ কোর্ট দ্বারা এগুলি বিকাশ লাভ করেছিল। কিন্তু স্বাভাবিক ন্যায় বিচারের যে অংশ ইংল্যান্ডের কমন ল’ কোর্ট প্রয়োগ করে নাই তা প্রতিকারার্থে ইকুইটি কোর্টকে এগিয়ে আসতে হয়েছিল।
ইকুইটি আইনের কিছু প্রণালীবদ্ধ নীতিমালা রয়েছে যা প্রবাদ বাক্যের ন্যায় প্রচলিত। নিম্নে আমি ইকুইটি প্রবাদ ও বিকাশ সম্পর্কে আলোচনা করব।
The maxim of equity and their development
ইকুইটি প্রবাদ ও তাদের বিকাশ
ইকুইটি বা ন্যায়পরতা বলতে ন্যায়নীতি বা নিরপেক্ষতাকে বুঝানো হয়। কমন ল’ বা সাধারণ আইনের পাশাপাশি ইংল্যান্ডে েএকটি স্বতন্ত্র আইনের উদ্ভব হয় যা বিবেক-প্রসূত সুবিবেচনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং চ্যান্সেরী আদালত কর্তৃক প্রয়োগ করা হয়। সাধারণ আইনের ভূলসমূহ ও দুর্বলতা হেতু বিচার প্রার্থীরা যথার্থ প্রতিকার না পেলে চ্যান্সেরী আদালতের দ্বারস্থ হতো এবং রাজার অনুমোদনে এসব আদলত নিজস্ব ধ্যান ধারণা ও বিবেক বিবেচনার দ্বারা ঐ সকল নিরাশ জনগণের বিচার করতেন। এসব বিচার-কার্য সম্পন্ন করার জন্য ইকুইটি আদালত সময়ে সময়ে বিভিন্ন নীতি বা সূত্র প্রতিষ্ঠিত করেন।
আধুনিক ইকুইটির জনক লর্ড নটিংহাম (Lord Nottingham) ১৬৭৩ খ্রীষ্টাব্দে চ্যান্সেলর হিসেবে অধিষ্টিত হবার পর ঐ সকল নীতিমালাকে শৃংখলাবদ্ধ ও পদ্ধতিগত নিয়মে প্রতিষ্ঠিত করেন।
ইকুইটির এরুপ নীতির সংখ্যা ১২টি যেগুলিকে ইকুইটির নীতিমালা বলে।
ইকুইটি প্রবাদ সমূহ
স্নেল এর ‘ইকুইটি’ পুস্তকে নিন্মোক্তভাবে প্রবাদগুলি লিপিবদ্ধ করা হয়েছে। যেমন-
প্রবাদগুলির বঙ্গানুবাদ
(১) ইকুইটি কোন অন্যায়কে প্রতিকার বিহীনভাবে যেতে দিবে না।
(২) ন্যায়পরতা আইনকে অনুসরণ করে।
(৩) সমতুল্য ইকুইটির ক্ষেত্রে আইন টিকবে।
(৪) সময়ের দিক দিয়ে অগ্রগামীকে অগ্রাধিকার দেয়া হবে।
(৫) যিনি বিচার প্রত্যাশা করেন; তাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে।
(৬) ন্যায়পরতা প্রার্থীকে অবশ্যই পরিছন্ন হাতে আসতে হবে।
(৭) বিলম্ব ইকুইটিকে ব্যর্থ করে।
(৮) সমতাই ন্যায়পরতা।
(৯) ইকুইটি বাহ্যিক আকৃতি অপেক্ষা উদ্দেশ্যকে গুরুত্ব দেয়।
(১০) যা করা উচিত ছিল তা করা হয়েছে বলে ইকুইটি ধরে নেয়।
(১১) ইকুইটি ব্যক্তি কেন্দ্রীক কাজ করে।
(১২) দায়িত্ব গ্রহণকারীর দায়িত্ব পালনের অভিপ্রায় আছে বলে ইকুইটি ধরে নেয়।
(২) ন্যায়পরতা আইনকে অনুসরণ করে।
(৩) সমতুল্য ইকুইটির ক্ষেত্রে আইন টিকবে।
(৪) সময়ের দিক দিয়ে অগ্রগামীকে অগ্রাধিকার দেয়া হবে।
(৫) যিনি বিচার প্রত্যাশা করেন; তাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে।
(৬) ন্যায়পরতা প্রার্থীকে অবশ্যই পরিছন্ন হাতে আসতে হবে।
(৭) বিলম্ব ইকুইটিকে ব্যর্থ করে।
(৮) সমতাই ন্যায়পরতা।
(৯) ইকুইটি বাহ্যিক আকৃতি অপেক্ষা উদ্দেশ্যকে গুরুত্ব দেয়।
(১০) যা করা উচিত ছিল তা করা হয়েছে বলে ইকুইটি ধরে নেয়।
(১১) ইকুইটি ব্যক্তি কেন্দ্রীক কাজ করে।
(১২) দায়িত্ব গ্রহণকারীর দায়িত্ব পালনের অভিপ্রায় আছে বলে ইকুইটি ধরে নেয়।
ন্যায়পরতার প্রয়োগ এ সকল ম্যাক্সিমগুলির মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং এইগুলি আর সম্প্রসারণের সুযোগ নাই। তাই বলা যায় যে, এ সকল ম্যাক্সিম ন্যায়পরতাকে সীমাবদ্ধ করে।
COMMENTS