মানুষ জীবন ও মরণ এ দু’য়ের সমন্বয়ে গঠিত। ফলে, আমাদের জ্ঞানের সম্পৃক্ততাও এতদ্ভয়ের সহিত সম্পৃক্ত। আমাদের মৃত্যূর পর যে জ্ঞানটি শুরু হয় তা হলো-...
মানুষ জীবন ও মরণ এ দু’য়ের সমন্বয়ে গঠিত। ফলে, আমাদের জ্ঞানের সম্পৃক্ততাও এতদ্ভয়ের সহিত সম্পৃক্ত। আমাদের মৃত্যূর পর যে জ্ঞানটি শুরু হয় তা হলো- উত্তরাধিকার সংক্রান্ত জ্ঞান। আর এই কারণেই বলা হয়েছে যে, উত্তরাধিকার সংশ্লিষ্ট জ্ঞান সমস্ত জ্ঞানের অর্ধেক। উত্তরাধিকার আইন অনুসারে কোন ব্যক্তির মৃত্যূর পর তার সম্পত্তিতে ওয়ারিছগণের উত্তরাধিকার সৃষ্টি হয়।
তবে, ওয়ারিছের ভিত্তিতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে বিভিন্ন ধরনের বন্টন নীতি প্রয়োগ করা হয়। আর ‘রাদ্দ’ ও ‘আউল’ হানাফী উত্তরাধিকার আইনের দু’টি বন্টন নীতি।
নিম্নে আমি উক্ত বন্টন নীতিদ্বয় সম্পর্কে উদাহরণসহ আলোচনা উপস্থাপন করছি।
What are Radd and Awl in Hanafi inheritance law?
হানাফী উত্তরাধিকার আইনে ‘রাদ্দ’ ও ‘আউল’ কী?
উত্তরাধিকারের নিয়ম অনুসারে অংশীদার ও অবশিষ্টভোগীদের মধ্যে সম্পত্তি বন্টনের পর যদি কিছু উদ্বৃত্ত থাকে তবে তা আনুপাতিক হারে আবার অংশীদারদের মধ্যেই ফেরত আসে। উদ্বৃত্ত সম্পত্তি এভাবে অংশীদারদের মধ্যে বন্টনকে “রাদ্দ” বলা হয়।
উদাহরণঃ
এক ব্যক্তি তার মা, এক কন্যা ও এক পুত্রের কন্যা রেখে মারা যান। কোন অবশিষ্টভোগী না থাকায় তাদের অংশ হবে নিম্নরুপঃ“আউল” নীতি
কুরআনিক শেয়ারের বা প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের জন্য নির্দিষ্ট হারে অংশ প্রদানের পর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে, তাদের অংশের যোগফল সম্পত্তির চাইতে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে অংশীদারদের অংশ আনুপাতিক হারে কমিয়ে আনা হয়। একে আউল নীতি বলে। বৃদ্ধি হয়ে যায় তদহেতু অংশীদারদের অংশ হ্রাস করা হয়। ভগ্নাংশের হরকে বৃদ্ধি করে এভাবে অংশ কমানো হয়।
উদাহরণঃ
নির্দিষ্ট অংশ-
এক্ষেত্রে, আউল নীতি প্রয়োগ করে হরের ২৪ এর স্থলে ২৭ করা হয়। ফলে, তাদের অংশ হ্রাস পেয়ে হয়-
দ্বিতীয় খলিফা হযরত উ’মর (রাঃ) এর আমলে এক বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই নীতির উদ্ভব হয়েছিল। হযরত উ’মর (রাঃ) মসজিদের মিম্বারে খুতবা পড়ছিলেন এমতাবস্থায় তাঁর নিকট ফারায়েজ সংক্রান্ত একটি প্রশ্ন উপস্থাপন করা হয়। পিতা, মাতা, ২ কন্যা ও স্ত্রীকে রেখে জনৈক ব্যক্তি মৃত্যূবরণ করেছেন এমতাবস্থায় তাদের নির্ধারিত অংশ প্রদান করলে-
কিন্তু এতেও যোগফল ১ বা ষোল আনা হয় না, পরে সিদ্ধান্ত নেয়া হয় যে, আনুপাতিক হারে সকলের অংশ কমানো হবে। এই ঘটনা মিম্বোরিয়া নামে পরিচিত। এই নিয়মে-
যোগফল = ১ ধরা হয়।
COMMENTS