বর্তমানে হিন্দু সমাজে দুইট মতবাদ চালু আছে; একটি দায়ভাগ ও অপরটি মিতক্ষরা। আর হিন্দু আইন যেহেতু ব্যক্তিগত আইন, সেহেতু একেক অঞ্চলে হিন্দুদের এ...
“ফ্যাক্টাম ভ্যালেট” এর গুরুত্ব দায়ভাগ আইনে থাকলেও মিতক্ষরা পন্থীরাও ইহার গুরুত্ব অস্বীকার করে না। ফলে, অনেকের মতে ফ্যাক্টাম ভ্যালেট হিন্দু আইনের উৎস। কারো মতে, ঠিক উৎস নয়; বরং দায়ভাগ আইনের একটি নীতি।
প্রকৃতপক্ষে, ফ্যাকটাম ভ্যালেট কি তা নিয়ে আমি নিম্নে আলোচনা করব।
What is Factum Valet in Hindu Law?
হিন্দু আইনে ফ্যাক্টম ভ্যালেট কী?
যে কাজ করা উচিত নয় অথবা করা হয়েছে এমন কাজ বৈধ হিসেবে গণ্য করাকে ফ্যাকটাম ভ্যালেট বলে। আইনে দুই প্রকারের বিধান রয়েছে।
- সুপারিশ মূলক
- বাধ্যতা মূলক।
সুপারিশ মূলক নির্দেশের পরিপন্থী কাজ করা অনুচিত হলেও তা বে-আইনী নয়। পক্ষান্তরে, বাধ্যতা মূলক নির্দেশ ভঙ্গ করা বে-আইনী বা আইনের পরিপন্থী।
সুপারিশমূলক নির্দেশের পরিপন্থী কাজকে “ফ্যাক্টাম ভ্যালেট” নীতি অনুযায়ী বৈধ করা যায়। কিন্তু আইনী কাজকে “ফ্যাক্টাম ভ্যালেট” নীতি দ্বারা বৈধ করা যায় না।
হিন্দু শাস্ত্র মতে, অভিভাবকের অনুমনি বা সম্মতি ছাড়া ছেলে ও মেয়ে বিবাহ করতে পারে না, অথবা বিবাহ হতে পারে না। কিন্তু যদি কোন ছেলে-মেয়ে পিতা-মাতা বা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করেই ফেলে তবে তা (Factum Valet) নীতি বলে গণ্য করা হয়।
এতদ্ভিন্ন, যদি একমাত্র সন্তানকে দত্তক দেওয়া যায় না। কিন্তু যদি কেউ বিধি উপেক্ষা করে একমাত্র সন্তানকে দত্তক দিয়ে ফেলে, তবে অবৈধ বলে গণ্য হবে না। ফলে, এই আইন অনুযায়ী শ্রীবাবলুসু বনাম শ্রীবাবলুসু মামলায় একমাত্র পুত্রকে দত্তক গ্রহন করা বৈধ বলে গণ্য করা হয়।
COMMENTS