ইসলামী শরীআতে তালাক প্রদান করা সমস্ত হালাল কাজের মধ্যে একটি জঘন্য হালাল কাজ। তবে, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে কোন কারনে ৩ তালাক প্রদান করে,...
সুতরাং আইনের ছাত্র/ছাত্রী, আইজ্ঞ, এবং প্রত্যেক সাধারণ মুসলিম নর-নারীর এই বিবাহ সম্পর্কে জ্ঞান থাকা উচিত। ফলে, আমি এখানে হিল্লা বা অন্তর্বর্তী বিবাহ সম্পর্কে আলোচনা উপস্থাপন করছি।
What is an intervening marriage?
অন্তর্বর্তী বিবাহ কি?
কুরআন মাজিদের ২নং সূরার ২৩০ নং আয়াতে বলা হয়েছে যে, কোন স্বামী তার স্ত্রীকে ৩ তালাক দিলে সেই মহিলাকে পুনরায় বিয়ে করতে হলে আগে হালালা করতে হবে। অর্থাৎ অপর কোন পুরুষের সাথে সেই মহিলার বিয়ে দিয়ে এবং দাম্পত্য মিলনের পর সেই স্বামী তাকে তালাক দিলে বা উক্ত স্বামীর মৃত্যূ হলে ইদ্দত পালনের পর পূর্বের স্বামীকে পুনরায় বিয়ে করতে পারবে।
তবে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর দুইবার হিল্লা বিবাহ ছাড়া বিয়ে করতে পারবে। তৃতীয় বার তালাক দিলে হালালা ছাড়া তালাক কৃত স্বীকে বিয়ে করতে পারবে না।
তবে, বাংলাদেশের কোন কোন অঞ্চলে প্রচলিত হিলা বিবাহ ব্যভিচার তুল্য। কারণ, এই সমস্ত বিয়ে কেবল স্বার্থসিদ্ধ করার জন্য করা হয়। কারণ, রাসূল ছাল্লাল্লাহু আ’লায়হি ওয়া সাল্লাম যে, হালালা বিয়ের কথা বলেছেন তাতে কোনরুপ শর্ত থাকবে না। ফলে, আমাদের দেশের হিল্লা বিবাহ কেবল চতুরতা বৈ কিছু নয়।
আশা করি, উপরোক্ত আলোচনা হতে আপনি মোটামুটিভাবে অন্তর্বর্তী বিয়ে সম্পর্কে জানতে পেরেছেন।
good writing
ReplyDelete