যদি কোন ব্যক্তি আপনার বৈধ সম্পত্তির উপর অন্যায়ভাবে কিংবা জোরপূর্বক ক্ষতি করার চেষ্টা করে, তবে Specific Relief Act (1877) বা সুনির্দিষ্ট প্রত...
যদি কোন ব্যক্তি আপনার বৈধ সম্পত্তির উপর অন্যায়ভাবে কিংবা জোরপূর্বক ক্ষতি করার চেষ্টা করে, তবে Specific Relief Act (1877) বা সুনির্দিষ্ট প্রতিকার আইন অধ্যাদেশ অনুসারে ইনজাংকশন বা নিষেধাজ্ঞার মামলায় প্রতিকার পেতে পারেন।
When can you sue for an injunction?
কখন আপনি নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারেন?
নিষেধাজ্ঞা কয়েক প্রকারের হতে পারে। যেমন-
- চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Permanent Injunction);
- অস্থায়ী নিষেধাজ্ঞা ( Temporary Injunction);
- অন্তবর্তীকালীন (Interim Injunction)।
চিরস্থায়ী নিষেধাজ্ঞা
১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা মতে, আবেদনকারীর পক্ষে বিদ্যমান কোন বাধ্যবাধকতা যা ব্যক্ত বা অব্যক্ত হতে পারে তা ভঙ্গ করা প্রতিরোধ করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা মন্জুর করা যেতে পারে। সাক্ষ্য প্রমাণাদি শুনানির পর মামলার গুণাগুণ বিচার করে ডিক্রির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা মতে বাদীর সম্পত্তির অধিকাররে অথবা ভোগ দখলে কেউ অনধিকার হস্তক্ষেপ করলে বা করার হুমকি প্রদর্শন করলে নিম্নোক্ত ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়ঃ-
- যেখানে বাদীর সম্পত্তি রক্ষাণাবেক্ষণের জন্য বিবাদী একজন ট্রাষ্টী হিসেবে গণ্য।
- যেখানে অধিকার লংঘনের ফলে উদ্ভূত ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরুপণের কোন মানদন্ড নাই।
- যেখানে অধিকার লংঘন এমন ধরণের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না।
- যেখানে এমন সম্ভাবনা থাকে যে, আর্থিক ক্ষতিপূরণ আদৌ পাওয়া যায় না।
- যেখানে বিচার কার্যক্রমের সংখ্যাধিক্য নিরোধের জন্য এরুপ নিষেধাজ্ঞার প্রয়োজন।
উদাহরণ- ১
‘ক’ নামক ব্যক্তি ডেইরি ফার্ম করার জন্য আপনার নিকট হতে ৫ একর জমি ইজারা নেয়। কিছুদিন পর ‘ক’ ঐ জমিতে হাঁস মুরগী পালনের জন্য সেখানে পুকুর খনন করতে উদ্যোগ নেয়। এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। এছাড়াও চুক্তির শর্ত যথাযথভাবে পালন করার জন্য চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দেওয়া যায়।
উদারহরণ- ২
‘ক’ নামক ব্যক্তি কোর্টের একজন উকিল এবং আপনি তার মক্কেল। কিন্তু ‘ক’ এর সাথে আপনার মনোমালিন্য হয়। ফলে, সে আপনার মামলা সংক্রান্ত গোপন তথ্য প্রকাশের জন্য আপনাকে হুমকি দেয়। এক্ষেত্রে আপনি আপনার উকিলের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা প্রতিকার পেতে পারেন।
উদাহরণ- ৩
‘ক’ একজন ডাক্তার এবং আপনি তার নিকট থেকে নিয়মিত চিকিৎসা গ্রহণ করে থাকেন। কিন্তু ‘ক’ নামক ডাক্তারের সাথে আপনার মনোমালিন্য হয়। ফলশ্রুতিতে, সে আপনার গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা প্রতিকার পেতে পারেন।
অস্থায়ী নিষেধাজ্ঞা
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারা মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি নিষেধাজ্ঞা যা সাময়িক কালের জন্য অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলার যে কোন পর্যায়ে ইহা মঞ্জুর করা যায় এবং দেওয়ানী কার্যবিধির ৩৯ অর্ডার ১ বিধি দ্বারা ইহা নিয়ন্ত্রিত হয়।
উদারহণ- ১
কোন এক এলাকায় আপনার আমের বাগান আছে। অপরদিকে, ‘ক’ নামের একজন ব্যক্তি আপনার আমের বাগানের পার্শ্বে ইটের ভাটা স্থাপন করলো। কিন্তু ‘ক’ ইট পুড়ানো শুরু করলে এর ধোয়ায় এবং আগুনের তাপে আপনার আম বাগানের সকল গাছের মুকুল নষ্ট হয়ে যাবে এরুপ আশাংকা করলে আপনি ‘খ’ এর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে পারেন।
অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা
অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটি নিষেধাজ্ঞা যা অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা শুনানী এবং তদ্বিষয়ে আদেশকাল পর্যন্ত কার্যকর থাকে। এই নিষেধাজ্ঞার জন্য পৃথক কোন আবেদন করার প্রয়োজন পড়ে না; বরং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন পেশ করার সাথে সাথে আদালত সুবিবেচনার দ্বারা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন।
মনে রাখবেন স্থায়ী বা অস্থায়ী উভয় ক্ষেত্রেই নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করা আদালতের ইচ্ছাধীন। তবে, ইচ্ছাধীন হলেও আদালত তার খেয়াল খুশিমত এ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। আশা করি উপরোক্ত আলোচনা দ্বারা আপনি উপকৃত হয়েছেন।
COMMENTS