দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয়। আইনের মাধ্যমে জনগণের নিকট হতে যে অর্থ আদায় করা হয় তাকেই সাধারণতঃ (Tax) বা কর...
দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয়। আইনের মাধ্যমে জনগণের নিকট হতে যে অর্থ আদায় করা হয় তাকেই সাধারণতঃ (Tax) বা কর বলা হয়।
আইনের ছাত্র/ছাত্রীদের জন্য ট্যাক্স সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। ফলে, এখানে আমি করদাতা ও আয়কর হার সম্পর্কে আলোচনা তুলে ধরছি। আশা করি আপনারা উপকৃত হবেন।
করদাতা কারা এবং কীভাবে আয়কর মূল্যায়ন হয়?
বাংলাদেশের Income Tax Ordinance (আয়কর অধ্যাদেশ ১৯৮৪) এর ২ ধারাতে বলা হয়েছে যে, যে ব্যক্তি আয়কর অধ্যাদেশ অনুযায়ী কোন কর বা অন্য কোন অর্থ প্রদান করতে বাধ্য থাকে তাকে করদাতা বলে। উক্ত আইন মোতাবেক আইনগত স্টাট্যাস এর ভিত্তিতে ৭ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন-
আইনগত মর্যদার ভিত্তিতে করদাতাদের শ্রেণী |
An Individual (একক ব্যক্তি) |
A Hindu Undivided Family (অবিভক্ত হিন্দু পরিবার) |
A Company (কোম্পানী) |
An Partnership Firm (অংশীদারী কারবার) |
An Association Persons (ব্যক্তিবর্গের সমিতি) |
A Local Self-Government (স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান) |
An Artificial Juridical Person (আইনগ্রাহ্য কৃত্রিম ব্যক্তি) |
প্রতি বছর বাংলাদেশের আয়কর হার অর্থ আইন দ্বারা নির্ণিত হয়। নিম্নে ২০২০-২০২১ সালের আয়কর হার প্রদত্ত হলো।
২০২০-২০২১ সালের আয়ের উপর আয়কর হার
Finance Act (2020) এর তফসিল - ২ অনুযায়ী আয়কর হার নিম্নরুপ হবেঃ
ক্রমিক নং |
মোট আয় |
আয়কর হার |
(ক) |
প্রথম ৩,০০০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
শূন্য |
(খ) |
পরবর্তী ১,০০০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
৫% |
(গ) |
পরবর্তী ৩,০০০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
১০% |
(ঘ) |
পরবর্তী ৪,০০০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
১৫% |
(ঙ) |
পরবর্তী ৫,০০০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
২০% |
(চ) |
অবশিষ্ট মোট আয়ের উপর - |
২৫% |
তবে, মহিলা করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্বে বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৩,৫০০০০/- টাকা। অন্যদিকে, প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৪,৫০০০০/- টাকা এবং গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৪,৭৫০০০/- টাকা।
ন্যূনতম করের হার -
অতঃএব, ট্যাক্স জরিমানাও নয় আবার বিনিময়ে যে কিছু পাওয়া যাবে সেটাও নয়; বরং আইনের আওতায় বাধ্যতামূলকভাবে জনগণ রাষ্ট্রকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
COMMENTS