একজন করদাতার করদায় মূলতঃ নির্ভর করে তার আবাসিক স্ট্যাটাসের উপর। ফলে, আয়কর নিরুপণের পূর্বশর্ত তার আবাসিক মর্যদা নির্ধারন করা। এখানে আমি একজন...
একজন করদাতার করদায় মূলতঃ নির্ভর করে তার আবাসিক স্ট্যাটাসের উপর। ফলে, আয়কর নিরুপণের পূর্বশর্ত তার আবাসিক মর্যদা নির্ধারন করা।
এখানে আমি একজন করদাতার আবাস কীভাবে নির্ধারিত হয় সে সম্পর্কে আলোচনা করব। আশা করি প্রিয় পাঠক আপনি উপকৃত হবেন।
How is tax residency determined?
আয়কর আবাস কীভাবে নির্ধারিত হয়?
আয়কর অধ্যাদেশের ২(৫৫) ধারার বিধান অনুযায়ী একজন করদাতার আবাসিক মর্যাদার ভিত্তিতেই তার করদায় নির্ধারিত হয়। তািই কোন করদাতার মোট আয় নিরুপণ করতে হলে, প্রথমেই তার আবাসিক মর্যদা নিরুপণ করতে হবে। তার বাসস্থানের পরিবর্তন হলে অর্থাৎ আবাসিক মর্যদা পরিবর্তিত হলেই তার করদায়ও পরিবর্তিত হয়। এছাড়াও করের হার, বিশ্ব আয় নিরুপণ ও কর সংগ্রহ পদ্ধতি একজন করদাতার আবাসিক মর্যদা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
সংশ্লিষ্ট আয় বছরে একজন করদাতা বাংলাদেশে আবাসিক ছিল না অনাবাসিক ছিল তা বিবেচনা করতে হবে। তাই কর নির্ধারণের পূর্বে তার আবাসিক মর্যদা নির্ধারণ করতে হবে। সেজন্য বলা হয় যে, একজনের করদায় তার আবাসিক মর্যদার উপর নির্ভর করে।
আবাসিক মর্যাদা নির্ধারণ
করদাতাগণ সংশ্লিষ্ট আয় বছরে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন তার উপর ভিত্তি করে করদাতাগণকে দু’ভাগে বিভক্ত করা হয়েছে। যথাঃ
- আবাসিক (Person resident);
- অনাবাসিক (Person non-resident).
আবাসিক
- সংশ্লিষ্ট আয় বছরে কমপক্ষে ১৮২ দিন বাস করলে,
- সংশ্লিষ্ট আয় বছরের অব্যবহিত পূর্বের চার বছরের মধ্যে করদাতা কমপক্ষে ৩৬৫ দিন অবস্থান করলে তন্মধ্যে উক্ত আয় বছরে অন্ততঃ ৯০ দিন বাংলাদেশে বাস করে থাকলে।
উদাহরণঃ
‘ক’ বাংলাদেশী বহুজাতিক কোম্পানীতে মাসিক ২০,০০০ টাকা বেতনে কর্মরত। কোম্পানীর প্রয়োজনে তাকে লন্ডনে পাঠানো হলে সেখানে ১লা অক্টোবর; ২০১৯ হতে ৩০ জুন- ২০২০ তিনি সেখানে থাকলেন। লন্ডনে তিনি বিনাভাড়ায় বাসস্থানসহ মাসে ৪০,০০০ হাজার টাকা বেতন পান। বাংলাদেশে তার স্ত্রীর নিকট ২ লক্ষ টাকা প্রেরণ করেন এবং সঙ্গে ৫০, ০০০ টাকার দ্রব্য সামগ্রী নিয়ে আসেন।
এমতাবস্থায় যদিও তিনি উক্ত আয় বছরে দেশের বাইরে ছিলেন, পূর্ববর্তী ৪ বছরে ছিলেন বলে আশা করলে তাকে আবাসিক বলে গণ্য করা হবে। এমতাবস্থায় তার আয় হবে নিম্নরুপঃ
বাংলাদেশে আয় ৩ মাস X ২০,০০০ = ৬০,০০০/-
বিদেশে আয় ৯ মাস X ৪০,০০০ = ৩,৬০,০০০/-
বিনা ভাড়ায় বাসস্থান (মূল বেতনের ২০%) = ৭২,০০০/-
_________________________________
মোট আয়ঃ ৪,৯৭,০০০/-
এ আয়গুলি বাংলাদেশে উৎপন্ন বলে বা প্রাপ্য বলে বিবেচিত হবে।
COMMENTS