যখন আধুনিক বিশ্বের আর্থ-সামাজিক অবস্থা দ্রুততার সাথে পরিবর্তন হচ্ছে, তখন পৃথিবীর বিভিন্ন দেশের আইন ব্যবস্থাকেও যুগোপযোগী করার প্রয়াস চলছে। এ...
যখন আধুনিক বিশ্বের আর্থ-সামাজিক অবস্থা দ্রুততার সাথে পরিবর্তন হচ্ছে, তখন পৃথিবীর বিভিন্ন দেশের আইন ব্যবস্থাকেও যুগোপযোগী করার প্রয়াস চলছে। এ ক্ষেত্রে হিন্দু বিবাহ-বিচ্ছেদ প্রথা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ভারত ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু বিবাহ আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
ফলে, এখানে আমরা বাংলাদেশে হিন্দু বিবাহ-বিচ্ছেদ ব্যবস্থা চালু আছে কিনা সে ব্যাপারে জানার চেষ্টা করব।
Is Hindu divorce system in vogue in Bangladesh?
বাংলাদেশে কি হিন্দু বিবাহ-বিচ্ছেদ প্রথা প্রচলিত আছে?
হিন্দু বিয়ে একটি ধর্মীয় সংস্কার (Sacrament) বিধায় ইহা একটি অবিচ্ছেদ্য বন্ধন যা ইহলোক ও পরলোকেও স্থায়ী। মুসলিম বিয়ে একটি দেওয়ানী চুক্তি। কাজেই আইন মোতাবেক যেমন এরুপ চুক্তি করা যায়, তেমনি এর পরিসমাপ্তিও ঘটানোও যায়। হিন্দু বিয়ে এরুপ পর্যায়ভূক্ত নয়।
তাই শাস্ত্রীয় বিধান মতে কোন পক্ষই তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে না। তবে পরবর্তীকালে বিধিবদ্ধ আইন দ্বার এর কিছু ব্যতিক্রম করা হয়েছে। ১৮৮৬ সালে ধর্মান্তরের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ আইন প্রবর্তিত হয়।
এই আইনে বলা হয়েছে যে, যদি কোন নারী বা পুরুষ ধর্ম ত্যাগ করে, খৃষ্টান ধর্ম গ্রহণ করে, তবে আদালত তাদের পূর্ব অুনষ্ঠিত বিয়ের বন্ধন ছিন্ন হয়েছে ঘোষণা প্রদান করতে পারেন। কলকাতা হাইকোর্ট গবর্ধন বনাম জাসোদমনি মামলায় এই মর্মে রায় প্রদান করেন যে,যদি কোন হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার উপর আর হিন্দু আইনের কোন অধিকার থাকে না। ধর্মান্তরিত হওয়ার কারণে তার বিয়ের বন্ধন সঙ্গে সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯৫৫ সালে ভারতের হিন্দুদের জন্য আদালতের মাধ্যমে বিয়ে বিচ্ছেদের আইন প্রবর্তন করা হয়েছে। কিন্তু তা বাংলাদেশের হিন্দুদের জন্য প্রযোজ্য নয়। যে কোনও রূপ, বিবাহবিচ্ছেদ বা অন্য কোনওভাবে হিন্দু বিবাহের বিচ্ছেদ বাংলাদেশে অনুমোদিত নয়।
ধারণাটি হল স্বামী এবং স্ত্রী চিরকাল একসাথে থাকবে এবং একসাথে সমস্ত ধর্মীয় এবং পার্থিব কার্য সম্পাদন করবে। বিয়ের পর তারা একটি নিখুঁত সংযোগে পরিণত হয়, দেহ ও আত্মায় উভয়ই মিলিত হয়, যা বিচ্ছিন্ন উচিত নয়।
পরিশেষে, বলা যায় যে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেক মহিলা নারী নির্যাতনসহ নানাবিধ অত্যাচারের শিকার হয়। কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য বিবাহ বিচ্ছেদের কোন বিধিবদ্ধ ও সুনির্দিষ্ট আইন না থাকায় তারা মুখ বুজে অত্যাচার সহ্য করে থাকে। এছাড়া, মুসলিম পারিবারিক আইনের অধীনে মহিলাদের আইনী অবস্থান বাংলাদেশে বিদ্যমান হিন্দু আইনের চেয়ে ভাল বলে মনে হয়।
COMMENTS