কোন ব্যক্তি তার সম্পত্তির অধিকার অপর কোন ব্যক্তিকে কোন প্রতিদান গ্রহণ ছাড়া হস্তান্তর করলে তাকে হেবা বা দান বলা হয়। এছাড়া, ১৮৮২ সালের সম্পত্ত...
কোন ব্যক্তি তার সম্পত্তির অধিকার অপর কোন ব্যক্তিকে কোন প্রতিদান গ্রহণ ছাড়া হস্তান্তর করলে তাকে হেবা বা দান বলা হয়। এছাড়া, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ১২২ ধারাতে হেবা বা দানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তবে এই হেবা বা দানের বৈধতার কতগুলি শর্ত বা উপাদান রয়েছে।
নিম্নে আমি একটি বৈধ হেবা বা দানের অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে আলোচনা করবো। আশা করি, আপনি উপকৃত হবেন।
What are the essential conditions of a valid Hiba?
বৈধ হেবার প্রয়োজনীয় শর্তগুলি কী কী?
মুসলিম আইনের অধীনে বৈধ উপহার বা হেবার জন্য তিনটি শর্ত অপরিহার্য। শর্তগুলি হলো নিম্নরুপঃ
- দাতা কর্তৃক দানের ঘোষণা (Declaration);
- গ্রহিতা কর্তৃক তা গ্রহণ (Acceptance); ও
- দাতা কর্তৃক গ্রহীতাকে হেবাকৃত বস্তুর দখল প্রদান (Delivery of possession)।
দান ঘোষণা (ইজাব) Declaration of Gift
দানকারীকে তার দানের ঘোষণা করতে হবে। এরুপ ঘোষণার জন্য কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। দানকারী নিজেকে স্বত্বচ্যূত করে, কোন মূল্য না নিয়ে সম্পত্তিটি দান গ্রহীতাকে প্রদান করতে চায় তা সুস্পষ্টভাবে বুঝতে পারলেই যথেষ্ট। এরুপ দান উদ্দেশ্যমূলক হলে চলবে না। দান ঘোষণা দু’ভাবে হতে পারে। যেমনঃ
- Oral বা মৌখিক; ও
- Written বা লিখিত।
তবে, মুসলিম আইনে অনুসারে হেবা লিখিত বা রেজিষ্ট্রিকৃত হবার প্রয়োজন নাই। মৌখিক সাক্ষ্য দ্বারা যদি প্রমাণিত হয় যে দানটি মুসলিম আইনের বিধান মতে সম্পূর্ণ হয়েছে তাহলে রেজিষ্ট্রেশন আইনের বিধান মতে তা রেজিষ্ট্রি না করা হলেও দানটি অবৈধ হবে না। [নাসিব আলী বনাম ওয়াজেদ আলী (১৯২৬) ৪৪ কলিকাতা ল’ জার্নাল ৪৯০]
দান গ্রহণ (কবুল)
দান ঘোষণার পর দান গ্রহীতার এতে সম্মতির প্রয়োজন। ইহা প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে। গ্রহীতা নিজে বা তার পক্ষে কোন ব্যক্তি উহা গ্রহণ করতে পারে। নাবালকের অনুকূলে হেবা করা হলে বয়োঃপ্রাপ্তির পর সে তা অনুমোদন করতে পারে অথবা প্রত্যাখান করতে পারে।
এছাড়া অজাত শিশুর অনুকূলে দান তখনই বৈধ হবে যদি অজাত শিশু দান করার ৬ মাসের মধ্যে জীবন্ত ভূমিষ্ট হয়।
দখল হস্তান্তর
হেবাকৃত সম্পত্তির দখল হস্তান্তর প্রদান হেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। দখল হস্তান্তর দুই ধরনের হতে পারে। যেমনঃ
- Actual বা প্রকৃত; ও
- Constructive বা গঠনমূলক;
দানের বিষয়বস্তু বস্তুভিত্তিক দখল প্রদানযোগ্য না হলে গঠনমূলক দখল দেয়া যেতে পারে। তবে দানরে পরিপূর্ণতার জন্য দাতা অবশ্যই এর দখল সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন। গঠনমূলক দখল একটি তথ্যগত প্রশ্ন এবং এ ব্যপারে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আদালতের নিজস্ব। যেখানে কোন দাতা মূল বস্তুটি হেবা করে সম্পত্তিটি নিজের দখলে রাখে, কিন্তু উক্ত তারিখ হতে দান গ্রহীতা কর্তৃক সরকারী রাজস্ব প্রদান করা হয় সেখানে উক্ত দান গ্রহীতার পক্ষে ঐ সম্পত্তির গঠনমূলক দখল গ্রহণ ধরা হবে এবং হেবাটি সম্পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবে। [মোহাম্মদ বনাম ফকির জাহান (১৯২২) ৪৯, আই. এ. ১৯৫. ২১০]
COMMENTS