চুক্তির জন্য প্রতিদান একটি অপরিহার্য উপাদান। প্রকৃতপক্ষে, (Consideration) বা প্রতিদানই হচ্ছে চুক্তির মধ্যমণি। তাই প্রতিশ্রুতি যতই মূল্যবান হ...
চুক্তির জন্য প্রতিদান একটি অপরিহার্য উপাদান। প্রকৃতপক্ষে, (Consideration) বা প্রতিদানই হচ্ছে চুক্তির মধ্যমণি। তাই প্রতিশ্রুতি যতই মূল্যবান হোক না কেন, প্রতিদান ব্যতীত তা মূল্যহীন এবং অন্য সকল উপাদান বর্তমান থাকলেও তা আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করতে পারে না।
ফলে, আমি নিম্নে প্রতিদানের সংজ্ঞা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আশা করি পাঠক উপকৃত হবেন।
What is a consideration in contract law?
চুক্তি আইনে প্রতিদান কী?
বাংলাদেশ চুক্তি আইনের ২(ঘ) ধারায় প্রতিদানের সংজ্ঞা দেওয়া হয়েছে নিম্নোক্তভাবেঃ প্রতিশ্রুতিদাতার ইচ্ছানুযায়ী যখন প্রতিশ্রুতিগ্রহীতা বা অন্য কেউ কোন কাজ করে থাকে কিংবা কাজ করা থেকে বিরত থেকে থাকে, অথবা কোন কাজ করার জন্য কিংবা কাজ করা হতে বিরত থাকার জন্য প্রতিশ্রুতি দেয়, তখন সে কাজ বা নিবৃত্তি অথবা প্রতিশ্রুতিকে প্রতিদান বলা হয়।
অতএব, কোন করা বা করা হতে বিরত থাকা কিংবা কাজ করার বা বিরত থাকার প্রতিশ্রুত হচ্ছে প্রতিদান।
বৃটিশ আইনে মিসা বনাম কারি মামলায় নিম্নোক্তভাবে প্রতিদানের সংজ্ঞা প্রদান করা হয়েছেঃ
এক পক্ষেরে কিছু অধিকার, স্বার্থ, লাভ বা মুনাফা অর্জনেরর মাধ্যমে অথবা অপর পক্ষ কর্তৃক কিছু সংযম, ক্ষতি, ত্যাগ, দায়িত্ব গ্রহণ, স্বীকার বা ভোগ করার মাধ্যমে একটি মূল্যবান প্রতিদান গঠিত হতে পারে। । অতএব, কাজ, নিবৃত্তি, কাজের প্রতিশ্রুতি কিংবা নিবৃত্তির প্রতিশ্রুতি বৃটিশ আইন অনুযাায়ী চুক্তির প্রতিদান হতে পারে।
উদাহরণঃ
‘খ’ যদি ‘ক’ এর ইচ্ছানুযায়ী ঢাকা যায় তবে ‘ক’ ‘খ’ কে ৫০০ টাকা প্রদানের অঙ্গীকার করে। এক্ষেত্রে ‘খ’ এর ঢাকা গমন ‘ক’ এর অঙ্গীকারের প্রতিদান।
চুক্তি আইনে প্রতিদানের প্রকার ভেদ
- অতীত প্রতিদান (Past consideration);
- বর্তমান বা সম্পাদিত প্রতিদান (Present or executed consideration);
- ভবিষ্যত বা সম্পাদিতব্য প্রতিদান (Future or executory consideration)।
COMMENTS