সাইপ্রেস মতবাদ একটি আইনী ধারণা যা আদালতগুলিকে একটি উইল, উপহার বা দাতব্য ট্রাস্টের শর্তাবলী ব্যাখ্যা করার ক্ষমতা দেয়। নিম্নে আমি আইন অনুসার...
সাইপ্রেস মতবাদ একটি আইনী ধারণা যা আদালতগুলিকে একটি উইল, উপহার বা দাতব্য ট্রাস্টের শর্তাবলী ব্যাখ্যা করার ক্ষমতা দেয়।
নিম্নে আমি আইন অনুসারে সাইপ্রেস মতবাদ কাকে বলে এবং কোথায় এই নীতিটি প্রয়োগ করা হয় সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is the doctrine of Cypress in law?
আইনে সাইপ্রেস মতবাদ কি?
সাইপ্রেস ফরাসি ফ্রেজ বা শব্দবদ্ধ এবং Cy ও Press দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। সাইপ্রেস শব্দের অর্থ যতদুর সম্ভব (as close as possible) এবং এই মতবাদটি শুধুমাত্র দাতব্য ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য হয়। দাতব্য ট্রাস্টের ক্ষেত্রে যখন ট্রাস্ট সৃষ্টিকারীর উদ্দেশ্যে আক্ষরিক অর্থে বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়ে, তখন সাইপ্রেস মতবাদ প্রয়োগ করে যতদূর সম্ভব দাতার ইচ্ছা বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। দাতার ইচ্ছার যথাসম্ভব বাস্তবায়নই এই মতবাদের উদ্দেশ্য।
প্রয়োজনীয় অর্থের অভাবে দাতার ইচ্ছানুযায়ী দাতব্য কাজটি সুনির্দিষ্টভাবে করা সম্ভব না হলেও ট্রাস্টটি ব্যর্থ হতে পারে। তার ইচ্ছার প্রতি গুরুত্ব রেখে ট্রাস্টকৃত সম্পত্তি দ্বারা দাতব্য কাজটি যথাসম্ভব সম্পন্ন করতে হবে।
উদাহরণঃ
কেউ যদি একটি কলেজ প্রতিষ্ঠা কল্পে ট্রাস্ট সৃষ্টি করেন এবং পরবর্তীকালে ঐ সম্পত্তি দ্বারা একটি কলেজ প্রতিষ্ঠা যদি সম্ভব না হয় তবে ট্রাস্টটি পতন হবে না। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করাই দাতার উদ্দেশ্য ছিল এবং যেহেতু তার ইচ্ছানুযায়ী কলেজ নির্মাণ করা সম্ভব হচ্ছে না, সেহেতু তার ইচ্ছার প্রতি গুরুত্ব রেখে অন্ততঃ একটি বিদ্যালয় নির্মাণ করা যেতে পারে। কিন্তু একটি হাসপাতাল বা অন্য কিছু নির্মাণ করলে তা দাতার ইচ্ছার কাছাকাছি হয় না। তাই সাইপ্রেস মতবাদ প্রয়োগ করে স্কুল নির্মাণ করার জন্য আদালত নির্দেশ দিবেন।
তবে, এই মতবাদটি প্রয়োগ করতে হলে দু’টি শর্তের অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। যেমনঃ
- ট্রাস্টকর্তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব পর নয়; এবং
- জনকল্যাণমূলক কোন মহৎ ও বৈধ উদ্দেশ্যে ট্রাস্ট সৃষ্টি হয়েছে।
COMMENTS