কোন ব্যক্তির অধিকার লংঘিত হলে আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় এবং এ মোকদ্দমা দায়ের করার জন্য নির্ধারিত সময়-সীমা রয়েছ। বাংলাদেশে ১৯০৮ সালের তাম...
কোন ব্যক্তির অধিকার লংঘিত হলে আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় এবং এ মোকদ্দমা দায়ের করার জন্য নির্ধারিত সময়-সীমা রয়েছ। বাংলাদেশে ১৯০৮ সালের তামাদি আইন (The Limitation Act, 1908) দ্বারা ইহা নিয়ন্ত্রিত হয়। ফলে, উক্ত সময়ের মধ্যে মামলা দায়ের না করলে তামাদি হয়ে যাবে। অনুরুপভাবে, একজন উত্তরাধিকারীকে তার সহ-উত্তরাধিকারগণ অংশ হতে বঞ্চিত করলে উত্তরাধিকার অংশ উদ্ধারের জন্য সুনির্দিষ্ট সময়-সীমা আছে। ফলে, এ মামলা দায়ের করার পূর্বে এর তামাদি কাল সম্পর্কে জানতে হবে।
What is the limitation to get property of succession?
উত্তরাধিকার অংশ উদ্ধার মামলার তামাদিকাল কত?
একজন উত্তরাধিকার কর্তৃক তার অংশ উদ্ধারে মামলা দায়েরের সময়-সীমা সম্পর্কে ১৯৫৫ সালে লাহোর হাইকোর্ট এই মর্মে রায় প্রদান করেন যে, মৃতের সম্পত্তির অংশ চেয়ে একজন উত্তরাধিকারী অপর সহ-উত্তরাধিকারীর বিরুদ্ধে মামলা করলে তা তামাদি আইনের ১২০ অনুচ্ছেদের আওতায় পড়বে। [১৯৫৫ পি. এল. আর. লাহোর, ৯৩৪]
উক্ত অনুচ্ছেদে বলা হয়েছে-
Suit for which no period of limitation is provided elsewhere in this schedule, the term of the case is 6 years from the date of creation of the right.
অর্থাৎ যে মামলার তামাদি মেয়াদ সম্পর্কে অত্র তফসীলের অন্য কোথাও বিধান নেই সেই মামলার মেয়াদ অধিকার সৃষ্টি হবার সময় হতে ৬ বছর।
অতএব, মালিকের মৃত্যূর পর হতে ৬ বছরের মধ্যে একজন উত্তরাধিকারীকে তার অংশ উদ্ধারের জন্য মামলা করতে হবে।
COMMENTS