মেনস রিয়া বা ‘দোষী মন’ মতবাদটি অপরাধ বিজ্ঞানে বেশ আলোচিত বিষয়। এই মতবাদটি যেমন সকল ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করা যায় না। তেমন এর প্রয়োজনীয়তাও স...
মেনস রিয়া বা ‘দোষী মন’ মতবাদটি অপরাধ বিজ্ঞানে বেশ আলোচিত বিষয়। এই মতবাদটি যেমন সকল ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করা যায় না। তেমন এর প্রয়োজনীয়তাও সকল ক্ষেত্রে অস্বীকার করা যায় না।
তাই আমি এখানে টর্ট আইনে ‘দোষী মন’ আসলে কি সে সম্পর্কে আলোচনা করব।
What is Mens Rea in Tort law?
টর্ট আইনে দোষী মন কি?
কোন অন্যায় বা নিশিদ্ধ কাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে সংঘটন করে কিংবা অবহেলা ক্রমে করে থাকে তবে তাকে সে কাজের জন্য দায়ী হতে হয়। ইচ্ছাকৃত কাজের ক্ষেত্রে ধরে নেয়া হয় যে, অন্যায়কারীর একটি অসৎ অভিপ্রায় বা দোষী মন ছিল। Negligence বা অবহেলার ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে, সংঘটনকারী সাবধানতা অবলম্বনে আইনগত কর্তব্য ভঙ্গ করেছে। কাজেই ‘মেনস রিয়া’ হচ্ছে একটি মানসিক উপাদান যা একটি অপরাধ সংঘটনের জন্য আবশ্যকীয় বলে ব্রিটিশ কমন ল’য়ে সর্বদা বিবেচিত হয়েছে।
তবে কোন বিধিবদ্ধ আইনে এর প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে। কেননা, এ সকল ক্ষেত্রে বলা হয় যে, কাজটি যদি বেআইনী হয় তবে তার সংঘটনের জন্য দায়ী হতে হবে। এতে সংঘটনকারীর মানসিক উপাদান যাই থাকুক না কেন তা বিবেচ্য বিষয় নয়।
‘কোন কার্যকেই অপরাধ মনে করা হয় না, যদি না তার মধ্যে অপরাধজনক মন লুকায়ে থাকে’- (Actus non facit reum nisi mens sit rea).
দন্ডমূলক দায় আরোপ করতে হলে দু’টি শর্ত অপরিহার্য। যথাঃ
- যে অন্যায় কাজের জন্য শাস্তি প্রদান করা হবে সে কাজটি সংশ্লিষ্ট ব্যক্তি দ্বারাই সংঘটিত হয়েছে। তা নিশ্চিত করতে হবে।
- ঐ কাজটি সংঘটনের সহিত তার দুষ্ট মন (Mens Rea) জড়িত ছিল তা প্রমাণ করতে হবে। দুষ্ট মন জড়িত না থাকলে অপরাধীকে শাস্তি দেয়া যায় না।
উদাহরণ
(১) ‘ক’ একজন ড্রাইভার পুরোপুরি ভাল করেই জানেন যে, বাসের ব্রেক নাই। তথাপিও সে বাস চালাতে জোর করে। ফলস্বরূপ বাসটি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এবং দুর্ঘটনায় ‘খ‘ আহত হয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে সংঘবদ্ধ একটি কাজ এবং তাই চালক শাস্তির জন্য দায়বদ্ধ। পক্ষান্তরে, যদি বাসটি ভাল অবস্থায় থাকত অর্থাৎ উহার ব্রেক ঠিক থাকত। তারপরেও যদি দুর্ঘটনা ঘটত তবে সেটি অনিবার্য দুর্ঘটনা হিসেবে বিবেচিত হতো। যা দুর্ঘটনাবশতঃ ব্রেক অকৃতকার্য হয়েছে বলা ধরে নেওয়া হতো।
(২) পিতা অন্ধকার একটি কক্ষে ঘুমন্ত ছিল। আর সেই কক্ষে গুলি ভর্তি একটি বন্দুক রাখা ছিল। তার ছেলে সেই ঘরে প্রবেশ করে এবং বন্দুকটির ট্রিগারটি চেপে ধরে, সে ভেবেছিল এটি একটি স্যুইচ। সুতরাং বন্দুকের গুলি ছোঁড়ার ফলে বাবার মৃত্যু হয়। তবে ছেলের, তার বাবাকে হত্যার কোনও ইচ্ছা ছিল না। এটি একটি অনিবার্য দুর্ঘটনা; খুন নয়।
- ইচ্ছাকৃতভাবে;
- সজ্ঞানে;
- স্বেচ্ছায়;
- অসদুপায়ে;
- বেপরোয়াভাবে;
- অবহেলাক্রমে;
- প্রতারণামূলকভাবে, ইত্যাদি।
এগুলি ‘মেনস রিয়ার’ বিভিন্ন রুপ। তাই বাংলাদেশ দন্ডবিধিতে ‘মেনস রিয়া’ মতবাদটির সাধারণভাবে প্রয়োগ না থাকলেও প্রকারান্তরে তা বিভিন্ন নামে প্রয়োগ করা হয়।
COMMENTS