মার্কিন যুক্তরাষ্ট্রের আইন পরিষদকে কংগ্রেস বলে। এটি দ্বি-কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম জন প্রতিনিধি সভা (House of...
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন পরিষদকে কংগ্রেস বলে। এটি দ্বি-কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম জন প্রতিনিধি সভা (House of Representative)। অঙ্গ-রাজ্যসমূহের সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে সিনেট গঠিত হয়ে। ৫০ টি রাজ্যের ২ জন করে ১০০ জন সিনেটর থাকেন। বর্তমানে সিনেট সদস্যগণ তাদের নিজ রাজ্যের জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে ৬ বছরের জন্য নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি সিনেট সভায় সভাপতিত্ব করেন। তবে, রাষ্ট্রপতি ইম্পিচমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি সভাপতিত্ব করেন।
জনপ্রতিনিধি সভা দুই বছরের জন্য নির্বাচিত হয়। পূর্ববর্তী আদম শুমারি অনুসারে প্রতি অঙ্গরাজ্য হতে সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪৫০ জন।
নিম্নে আমি মার্কিন কংগ্রেসে বিল পাসের উপায় সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is the way to pass a bill in US Congress?
মার্কিন কংগ্রেসে বিল পাসের পন্থা কী?
কংগ্রেস ফেডারেল সরকারের আইনসভা শাখা এবং জাতির জন্য আইন তৈরি করে। আলোচনার শুরুতেই উল্লেখ করা হয়েছে যে, কংগ্রেসের দুটি আইনসভা সংস্থা বা চেম্বার রয়েছে: মার্কিন সিনেট এবং মার্কিন প্রতিনিধি পরিষদ। যে কোনও সংস্থায় নির্বাচিত যে কেউ নতুন আইনের প্রস্তাব দিতে পারেন। একটি বিল একটি নতুন আইনের প্রস্তাব। তা নিম্নরুপঃ
(ক) বিল উত্থাপন
কংগ্রেসে বিল উত্থাপনের পদ্ধতি সহজ। রাজস্ব বিল ও বরাদ্দ বিল (Reveneue Bill and Appropriation Bill) একমাত্র জনপ্রতিনিধি সভায় উত্থাপিত হয়। অন্যান্য বিল জনপ্রতিনিধি সভায় উত্থাপিত হতে পারে। একমাত্র কংগ্রেসের সদস্যই বিল উত্থাপন করতে পারেন। তবে অনেক ক্ষেত্রেই সরকারের বিভিন্ন শাসন বিভাগ কোন সদস্যের মাধ্যমে বা স্থায়ী কমিটির মাধ্যমে কংগ্রেসে বিল উত্থাপিত হয়ে থাকে।
(খ) কমিটি পর্যায়
বিলটি বিচার বিবেচনার জন্য কোন স্থায়ী কমিটির নিকট দেয়া হয়। স্থায়ী কমিটির নিকট পাঠানোর পর বিলটি ছাপানো হয় এবং সদস্যদের কপি দেয়া হয়। কমিটিগুলি গুরুত্বপূর্ণ বিলগুলি বাছাই করে। বিভিন্ন সূত্র হতে তথ্যাদি সংগ্রহ করে বিলগুলি যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন স্বার্থগোষ্ঠীকে শুনানি দেয়া হয়।
বিচার বিবেচনার পর কমিটি সংশ্লিষ্ট বিল সম্পর্কে তিনটি পন্থার যে কোনটি অবলম্বন করতে পারে। যথাঃ
- কোনরুপ সংশোধন না করে তা অনুমোদন করা,
- সংশোধন করে সে সম্পর্কে রিপোর্ট দেয়া,
- সম্পূর্ণ পরিবর্তন করে নতুন করে প্রস্তুত করা।
COMMENTS