যখন একটি বিবাহ অকাট্যভাবে ভেঙ্গে যায় এবং বিবাহ বিচ্ছেদে রুপান্তরিত হয়। তখন সংশ্লিষ্ট শিশুর হিজানাত বা হেফাজতের বিষয় নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি...
যখন একটি বিবাহ অকাট্যভাবে ভেঙ্গে যায় এবং বিবাহ বিচ্ছেদে রুপান্তরিত হয়। তখন সংশ্লিষ্ট শিশুর হিজানাত বা হেফাজতের বিষয় নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। ১৮৭৫ সালের সাবালকত্ব আইন ([The Majority Act, (1875)] অনুসারে সাবালকত্ব অর্জন না করা পর্যন্ত একজন পিতা হলেন শিশুদের আইনী ও প্রকৃত অভিভাবক। এছাড়া, পুরুষ সন্তানের ক্ষেত্রে সাত বছর বয়স পর্যন্ত এবং মহিলা সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত মাতার হেফাজতে থাকার বিধান রয়েছে। তবে, মাতা তার নাবালক সন্তানের এই হেফাজত অধিকার কারণ বশতঃ হারাতেন পারেন।
সুতরাং আমি এখানে কী কী কারণে একজন মাতা তার সন্তানের ‘হিজানাত’ বা হেফাজত হারাতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। আশা করি প্রিয় পাঠক উপকৃত হবেন।
When does mother lose her right of custody?
মাতা কখন অভিভাকত্বের অধিকার হতে বঞ্চিত হয়?
মুসলিম আইন মতে নাবালক বলতে পুরুষের ক্ষেত্রে ৭ বছরের কম বালককে এবং নারীর ক্ষেত্রে ঋতুবতী হয় নাই এমন বালিকাকে বুঝায়। এমন শিশুর হেফাজত করার প্রথম অধিকার হচ্ছে মাতার। এমনকি বিয়ে বিচ্ছেদের পরও মায়ের অধিকার বহাল থাকে।
যে সকল কারণে মা বা অপর মহিলাগণ নাবালকের হিজানাতের অধিকার হারান তা নিম্নরুপঃ
- নাবালকের মুহরিম নয় এমন পুরুষ যদি মা বা অপর মহিলা বিয়ে করে। তবে মৃত্যূ বা তালাক দ্বারা উক্ত বিয়ে বিচ্ছেদ হলে সে অধিকার আবার সৃষ্টি হয়।
- মা অথবা অপর ইচ্ছুক মহিলা যদি নাবালকের পিতার বাসস্থান হতে দূরে বসবাস করতে থাকে।
- মা অথবা অপর মহিলা ইচ্ছুক মহিলা যদি নৈতিকতা বিরোধী জীবন-যাপন করে কিংবা বেশ্যাবৃত্তি করে।
- মা অথবা অপর ইচ্ছুক মহিলা যদি নাবালকের যথাযথ যত্ন নিতে অবহেলা করে।
কোন মহিলা যদি এমন কোন পুরষকে বিয়ে করে যার সহিত শিশুর ঘনিষ্ট সম্পর্ক নাই, তবে শিশু সদয় ব্যবহার হতে বঞ্চিত হতে পারে। পক্ষান্তরে, শিশুর মাতা যদি শিশুর চাচাকে বিয়ে করে কিংবা মাতামহী শিশুর পিতামহকে বিয়ে করে, তবে ঐ ব্যক্তিরা শিশুর প্রতি সদয় আচরণ করবে বলে প্রত্যাশা করা যায়। মোটের উপর শিশুর স্বার্থের কথা বিবেচনা করে ক্ষেত্র বিশেষ মায়ের হিজানাতের অধিকার লুপ্ত করা হয়েছে।
COMMENTS