হিন্দুরা বৈদিক যুগ থেকেই ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি উত্সর্গ করার জন্য পরিচিত ছিল। হিন্দু আইন অনুসারে, হিন্দু ধর্মীয় বা দাতব্য উদ্দ...
হিন্দুরা বৈদিক যুগ থেকেই ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি উত্সর্গ করার জন্য পরিচিত ছিল। হিন্দু আইন অনুসারে, হিন্দু ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত যে কোনও সম্পত্তিকে দেবোত্তর সম্পত্তি বলে। আর যে ব্যক্তি দেবোত্তর সম্পত্তি পরিচালনা করেন তিনি সেবায়েত নামে পরিচিত।
নিম্নে আমি দেবোত্তর সম্পত্তি বিক্রি বা (Alienation) হস্তান্তর করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
Can a Debuttar property be alienated?
দেবোত্তর সম্পত্তি কি হস্তান্তর করা যায়?
শাস্ত্রীয় আইনের বিধান মতে, দেবোত্তর সম্পত্তি হস্তান্তর করা যায় না। আদালতের ডিক্রীমূলেও ইহা হস্তান্তর করা যায় না। তা জননীতির পরিপন্থী। দেব সেবাকার্য হস্তান্তরের অযোগ্য। গোবিন্দ বনাম রামচন্দ্র দাস [(১৯২৫) ৫২ কলকাতা ৭১৮] মামলার সিদ্ধান্তে বলা হয় যে, দেবোত্তর সম্পত্তি বন্টনের অযোগ্য।
তবে, ধর্মীয় অর্চণা অব্যহত রাখার উদ্দেশ্যে এবং দেবোত্তর সম্পত্তিটি রক্ষা করার উদ্দেশ্যে কিংবা সম্পত্তিটির উন্নয়নের জন্য সেবায়েত দেবোত্তর সম্পতির অংশ বিশেষ বিক্রি করতে পারেন। একজন নাবালকের অভিভাবক যেমন আইনগত প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করতে পারেন। অনুরুপভাবে সেবায়েত আইনগত প্রয়োজনে দেবোত্তর সম্পত্তি হস্তান্তর করতে পারেন।
হনুমান প্রসাদ বনাম মুসাম্মাত বাবুই মনুরাজ মামলায় আদালত এই মর্মে রায় দেন যে, আইনগত প্রয়োজন ছাড়া অন্য কোন কারণে সেবায়েত দেবোত্তর সম্পত্তি হস্তান্তর করতে পারে না, এমনকি স্থায়ীভাবে ইজারা দিতে পারে না, কেননা তিনি সম্পত্তির মালিক নন দেবতার পক্ষে দখল করেন মাত্র।
COMMENTS