ইসলামকে বলা হয়ে থাকে যে, ইসলাম কেবল মাত্র একটি ধর্ম নয়; বরং ইসলাম আইনের ধর্ম। ফলে, ইসলামী দেশগুলিতে আইনকে চিরন্তন এবং অপরিবর্তনশীল হিসাবে বি...
ইসলামকে বলা হয়ে থাকে যে, ইসলাম কেবল মাত্র একটি ধর্ম নয়; বরং ইসলাম আইনের ধর্ম। ফলে, ইসলামী দেশগুলিতে আইনকে চিরন্তন এবং অপরিবর্তনশীল হিসাবে বিবেচনা করা হয়, যেখানে বিধিবদ্ধ আইনগুলি অনেক বেশি নমনীয়, এবং সময় সাপেক্ষে সংশোধন ও পরিবর্তনযোগ্য।
নিম্নে আমি ইসলামী আইন ও বিধিবদ্ধ আইনের মধ্যে যে সমস্ত পার্থক্য আছে তা তুলে ধরব। আশা করি আপনি উপকৃত হবেন।
How does Islamic law differ from positive law?
ইসলামী আইন ও বিধিবদ্ধ আইনের মধ্যে পার্থক্য কি?
ইসলামী আইনবিজ্ঞান এবং আধুনিক আইন বিজ্ঞানের মধ্যে নিম্নোক্ত পার্থক্য বিদ্যমানঃ
প্রথমতঃ ইসলামী আইন মূলতঃ ঐশ্বরিক। আল্লাহর নির্দেশ ও রাসূল (সাঃ) এর উপদেশ ছাড়া মানুষের তৈরী আইনের মধ্যে কোন স্বীকৃতি এতে নাই। কিন্তু আধুনিক আইন ধর্ম নিরপেক্ষ। মানব সমাজে প্রচলিত সকল আইনই এর বিষয়বস্তু। কাজেই এখানে আইন হচ্ছে মানব সৃষ্ট।
দ্বিতীয়তঃ ইসলামী আইনে নৈতিক বিধান ও আইনগত বিধানের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় না। কেননা ইহা আল্লাহর আদেশ তথা ধর্ম ও ন্যায়নীতির উপর ভিত্তিশীল।
অপর পক্ষে, আধুনিক আইনতত্ত্বে নৈতিক বিধান ও আইনগত বিধানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। এখানে শুধু আইনগত বিধানই গ্রহনযোগ্য। তাই আধুনিক আইন বিজ্ঞান পার্থিব আইন ও দর্শন ভিত্তিক।
তৃতীয়তঃ ইসলামী আইন বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানুষের ইহলৌকিক ও পরলৌলিক সুখ-শান্তি বিধান করা। পক্ষান্তরে, আধুনিক আইনতত্ত্বের উদ্দেশ্য হচ্ছে সামাজিক শৃঙ্খলার বিধান যা সম্পূর্ণরুপে জাগতিক ও পরলোকের সম্পর্কহীন।
চতুর্থতঃ ইসলামী আইনতত্ত্ব অনুযায়ী আইন হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ কর্তৃক রাসূলের মাধ্যমে প্রেরিত আদেশ ও নিষেধ।
পক্ষান্তরে, আধুনিক আইনশাস্ত্র অনুসারে আইন হলো একটি সামাজিক জীব হিসাবে মানুষের আচরণের কোড যা রাষ্ট্র দ্বারা প্রয়োগ করা হয়।
পঞ্চমতঃ ইসলামী আইন সামাজিক মূল্যবোধের উপর নির্ভরশীল নয়। তাই এই আইনের পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিল করণ সম্ভব নয়। কিন্তু ইসলামী আইন বিশারদগণ ইহার ব্যাখ্যা দিতে পারেন।
অন্যদিকে, আধুনিক আইন পরিবর্তনশীল এবং এটি সামাজিক মূল্যবোধের উপর নির্ভর করে সংশোধন ও বাতিল হতে পারে।
ষষ্টতঃ আধুনিক আইনের বিধান ভঙ্গ করলে আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। কিন্তু ইসলামী আইনের বিধান ভঙ্গ করলে পরলৌকিক শাস্তির ভয় থাকে। অবশ্য যে সকল রাষ্ট্রে ইসলামী আইন চালু রয়েছে সে সকল দেশে এই আইন লংঘনের প্রতিকারও স্বীকৃত আছে।
সপ্তমতঃ ইসলামী আইন রাষ্ট্রীয় গন্ডীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, সমগ্র মানব সমাজের জন্য ইহা প্রযোজ্য। কিন্তু আধুনিক আইন নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে।
পরিশেষে বলা যেতে পারে যে, ইসলামী আইন তাদের ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে বিভিন্ন ব্যক্তিকে পৃথকভাবে আরোপ করা যেতে পারে যদিও আধুনিক আইন ব্যবস্থা তাদের ধর্মীয় পছন্দ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য সমান। ইসলামী আইনে অপরাধের শাস্তি আধুনিক আইনের চেয়ে অনেক বেশি কঠোর।
COMMENTS