Paternity law বা পিতৃত্ব আইন সাধারণত সন্তানের জৈবিক পিতার আইনী স্বীকৃতির সহিত জড়িত। যখন কোন সন্তানের পিতৃত্ব প্রশ্নবিদ্ধ হয় বা বাবার দ্বারা...
Paternity law বা পিতৃত্ব আইন সাধারণত সন্তানের জৈবিক পিতার আইনী স্বীকৃতির সহিত জড়িত। যখন কোন সন্তানের পিতৃত্ব প্রশ্নবিদ্ধ হয় বা বাবার দ্বারা অস্বীকার করা হয়, তখন মা সন্তানের সমর্থন পাওয়ার জন্য অভিযুক্ত বাবার বিরুদ্ধে পিতৃত্বের মামলা দায়ের করতে পারেন।
এখানে আমি পিতৃত্ব কিভাবে নির্ধারিত হয় তা আলোচনা করব। আশা করি নিম্নলিখিত আলোচনা আপনাকে পিতৃত্ব আইন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।
How is paternity determined?
পিতৃত্ব কিভাবে নির্ধারিত হয়?
পিতা ও সন্তানের মধ্যকার বৈধ সম্পর্ক হলো পিতৃত্ব এবং মা ও সন্তানের মধ্যকার বৈধ সম্পর্ক হলো মাতৃত্ব। কোন সন্তানের পিতৃত্ব প্রতিষ্ঠার জন্য তার পিতা-মাতার মধ্যে অবশ্যই বিয়ে হয়েছে তা দেখাতে হবে। এই বিয়ে অবশ্যই ছহি (বৈধ) বা ফাসিদ (অনিয়মিত) হতে হবে। কিন্তু বাতিল (অবৈধ) হলে চলবে না।
প্রত্যক্ষ প্রমাণ দ্বারা এই বিয়ে প্রতিষ্ঠিত হবে। প্রত্যক্ষ প্রমাণের অভাবে পরোক্ষ প্রমাণ দ্বারা এই বিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যক্ষ প্রমাণের অভাবে পরোক্ষ প্রমাণও গ্রহণযোগ্য।
অন্যান্য অবস্থাসহ দীর্ঘকাল সহবাস হতে অথবা জন্মগ্রহণকারী সন্তানকে স্বীকৃতিদানের মাধ্যমে বিয়ের অস্তিত্ব প্রমাণিত হতে পারে। দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রী হিসেবে বসবাস কেবল বিয়ের অনুমানের সৃষ্টি করে মাত্র। তাই যে ক্ষেত্রে বিয়ে প্রমাণিত হয় নাই বা অপ্রমাণিত হয়েছে সে ক্ষেত্রে শুধু স্বীকৃতি দ্বারা সন্তানকে বৈধ করা যায় না।
তাই পিতৃত্ব প্রতিষ্ঠার মূল বিষয় হচ্ছে সে ব্যক্তির মাতা ও কথিত পিতার মধ্যে বিয়ে। হাবিবুর রহমান বনাম আলতাফ আলীর প্রখ্যাত মামলায় প্রিভি কাউন্সিল বলেন যে, বৈধ সন্তান হতে হলে তাকে কোন ব্যক্তি বা তার স্ত্রীর সন্তান হতে হবে। আর স্ত্রী শব্দটি বিয়ের কথা স্মরণ করিয়ে দেয়।
জন্মের বৈধতার অনুমানের বিধিসমূহ
- বিয়ের পর ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান বৈধ হবে না।
- কথিত পিতা সন্তানটিকে লি’আন দ্বারা অস্বীকার না করলে বিয়ের তারিখ হতে ৬ মাস পরে ভূমিষ্ট সন্তানকে বৈধ বলে অনুমান করা হয়।
- বিয়ে-বিচ্ছেদের দু’বছরের মধ্যে কোন সন্তানের জন্ম হলে হানাফী মতে বৈধ হবে যদি লি’আন দ্বার পিতৃত্বের দাবী পরিত্যাগ না করা হয়।
- মাতা ও কথিত পিতার মধ্যে বিবাহিত জীবন-যাপনকালে অথবা তাদের বিয়ে বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে (যদি মা এ সময়ে অনত্র বিয়ে না করে থাকেন) কোন শিশুর জন্ম হলে উক্ত সন্তান বৈধ বলে গণ্য হবে যদি ঐ শিশুর সম্ভাব্য গর্ভস্থ হবার সময় তারা মাতা ও কথিত পিতার মিলন ঘটেনি বলে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। এটা সাক্ষ্য আইনের বিধান (১১২ ধারা)।
- হানাফী আইনের বিধান অনুসারে বিয়ে বিচ্ছেদের দু’বছরের মধ্যে কোন সন্তানের জন্ম হলে এবং পিতৃত্ব অস্বাীকার না করা হলে সে সন্তান বৈধ। শাফেয়ী ও মালেকী মাযহাবের আইনে এ সময়-সীমা ৪ বছর। শিয়া আইনে এ সময়-সীমা মাত্র ১০ মাস।
COMMENTS