সংবাদ পত্রে মানহানিকর সংবাদ প্রকাশের জন্য ক্ষতিপূরণ দাবি করে আদালতে মানহানির মোকদ্দমা দায়েরের আর্জি। মানহানির জন্য ৩ টি উপাদান বেশ গুরুত্বপূ...
সংবাদ পত্রে মানহানিকর সংবাদ প্রকাশের জন্য ক্ষতিপূরণ দাবি করে আদালতে মানহানির মোকদ্দমা দায়েরের আর্জি। মানহানির জন্য ৩ টি উপাদান বেশ গুরুত্বপূর্ণ। এগুলি হচ্ছেঃ - মানহানিকর উক্তি;
- বাদী সম্পর্কিত সে উক্তি; এবং
- উক্তিটির প্রকাশনা।
আর্জিতে এগুলি সন্নিবেশিত থাকা প্রয়োজন।
Petition to file defamation suit in the court
আদালতে মানহানির মোকদ্দমা দায়েরের আর্জি
জেলা ঢাকা সদর সহকারী জজ আদালত মোকাদ্দামা নং ২৫/২০২০ অঃপ্রঃ
নাম- ‘ক’ পিতা ‘খ’ আজিমপুর, থানা- লালবাগ,
জেলা- ঢাকা, পেশা- শিক্ষকতা, জাতি- মুসলমান------
বাদী
বনাম
(১) জনাব মনসুর আলী, পিতা সাবেক আলী
সম্পাদক, দেশের কথা, ঢাকা।
(২) জনাব শাহাদত মন্ডল, পিতা আরোজ আলী মন্ডল
প্রকাশক, দেশের কথা, ঢাকা।
(৩) জনাব আব্দুল বাসেত, পিতা সাহেব আলী,
সংবাদ পরিবেশক, দেশের কথা, ঢাকা।
-----বিবাদী
কুৎসা
প্রচারের
জন্য ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা।
মোকদ্দমা
বাবদ তায়েদাদ ৫০ হাজার টাকা
বাদী
নিম্নরুপ
বর্ণনা করেছেনঃ
(১) বাদী
আজ প্রায় ২০ বছর যাবৎ ঢাকা শহরের আজিমপুরে বসবাস করে আসছেন। তার এলাকায় এবং অন্যান্য পরিচিত মহলে তিনি একজন সৎ, চরিত্রবান, ও দেশপ্রেমিক হিসেবে পরিচিত।
(২) বাদী
তার বাসার সন্নিকটে ওয়েষ্ট এন্ড হাই স্কুলে শিক্ষকতা করেন। তার শিক্ষাগত যোগ্যতা এম. এ. বি. এড.। তিনি বেশ দক্ষতা ও সুনামের সাথে ২০ বৎসর যাবত অত্র স্কুলের শিক্ষতা করে আসছেন। ছাত্রদের নিকট এবং প্রতিবেশীদের নিকট তিনি বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব।
(৩) ১ ও ২ নম্বর বিবাদীগণ ঢাকা শহরের লালবাগ হতে. ‘দেশের কথা’ নামে একটি জাতীয় দৈনিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশনা করে থাকে।
(৪) গত ৩ মে ২০২০ তারিখে ৪১৫ তম সংখ্যায় বাদী সম্পর্কে একটি সংবাদ প্রকাশ ও প্রচার করেন। সংবাদটি নিম্নরুপঃ
“আজিমপুরের ওয়েষ্ট এন্ড হাই স্কুলের টেস্ট পরীক্ষায় অধিকাংশ ছাত্র অকৃতকার্য হয়েছে। ফলে, উক্ত স্কুলের খুব কম ছাত্র এ বছর এস. এস. সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। শোনা যায় যে, উক্ত স্কুলের সহকারী শিক্ষক জনাব ‘ক’ উৎকোচের বিনিময়ে ছাত্রদের বেশি নম্বর দিয়ে পরীক্ষায় কৃতকার্য দেখান। এ বছরও অনেকের নিকট হতে উৎকোচ দাবি করেছিলেন এবং তারা এরুপ অবৈধ প্রস্তাবে সাড়া দেয়নি। ফলে, তারা অকৃতকার্য হয়েছে।”
(৫) সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও বিদ্বেষমূলক। স্কুলে ও প্রতিবেশীদের নিকট বাদীর যে সুনাম রয়েছে এ সংবাদ প্রচারের ফলে তা ক্ষুন্ন হয়েছে এবং আমার সম্পর্কে পরিচিত ব্যক্তিদের বিরুপ ধারণা হয়েছে। এরুপ সংবাদ প্রচারণা আমাকে হেয় প্রতিপন্ন করেছে।
(৬) বিবাদীরা এরুপ প্রচারণার দ্বারা বাদীর সুনামে যে আঘাত করেছে তার প্রতিকারের জন্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে আইনজীবী এ্যাডভোকেট সাহাবউদ্দীন সাহেবের মাধ্যমে গত ৭ই মে, ২০২০ এক মাসের সময় দিয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়।
(৭) মোকদ্দমার কারণ গত ৩ মে, ২০২০ তারিখে প্রথম প্রকাশিত ও প্রচারিত হবার পর এবং ৭ মে, ২০২০ তারিখের লিগ্যাল নোটিশ দেয়া যা ৭ জুন, ২০২০ তারিখে অতিক্রান্তু হবার তারিখে মোকাদ্দমার কারণ উদ্ভব হয়ে অদ্যতক তা বিদ্যমান আছে।
(৮) মোকদ্দমার তায়েদাদ ৫০ হাজার ধরা হয়েছে এবং সে মোতাবেক এ মোকাদ্দমা বিচার এখতিয়ার অত্র আদালতের রয়েছে। কোর্ট ফী আইনের বিধান মতে এ্যাডভ্যালোরেম কোর্ট ফী প্রদান করে অত্র মোকাদ্দমা আনয়ন করা হলো। তামাদি আইনের বিধান মতে, ইহা মামলা করার সময়-সীমা বারিত হয়নি।
(৯) অতএব, বাদী প্রার্থনা করেন যে,
(ক) বিদাগণ কর্তৃক মানহানিকর সংবাদ প্রকাশ ও প্রচারণার ফলে বাদীর সুনাম ক্ষুন্ন ও সামাজিক মর্যদাহানির জন্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকার ডিক্রি দিতে মর্জি হয়; এবং
(খ) আইন ও ইকুইটি মূলে বাদী আর যে প্রতিকার পেতে হকদার তারও বিহিত ডিক্রি দিতে মর্জি হয়।
সত্যপাঠ
[বিঃদ্রঃ নাম, ধাম, ঘটনা সবই কাল্পনিক]
COMMENTS