ট্রাস্টি হলো একটি সত্তা বা ব্যক্তি যা ট্রাস্টের শর্তাবলী মেনে তার সুবিধাভোগীদের সুবিধার জন্য কোনও ট্রাস্টের সম্পদ পরিচালনা করার জন্য আনুষ্ঠা...
ট্রাস্টি হলো একটি সত্তা বা ব্যক্তি যা ট্রাস্টের শর্তাবলী মেনে তার সুবিধাভোগীদের সুবিধার জন্য কোনও ট্রাস্টের সম্পদ পরিচালনা করার জন্য আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হন। একজন ট্রাস্টি সুবিধাভোগীদের প্রতি বিশ্বস্ত দায়িত্ব পালন করেন। এই দায়িত্বগুলি সাধারণত ট্রাস্ট দলিলের মধ্যে সংযোজিত হয় কিংবা সংবিধি দ্বারা সরবরাহ করা হয়।
নিম্নে আমি একজন ট্রাস্টির দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What are the duties of a Trustee?
একজন ট্রাস্টির কর্তব্যসমূহ কি?
ট্রাস্টির কর্তব্যসমূহ দু’ভাবে ভাগ করা যায়, যথা, হাঁ সূচক ও না-সূচক। হাঁ সূচক বলতে যে কাজগুলি করতে হবে এবং না সূচক বলতে যেগুলি করতে নিষেধ করা হয়েছে।
১৮৮২ সালের ট্রাস্ট আইনে নিম্নোক্ত কর্তব্যগুলি একজন ট্রাস্টিকে অবশ্যই পালন করতে হবে-
দাতার নির্দেশ মান্য করা
একজন ট্রাস্টির প্রধান কর্তব্য হলো দাতার নির্দেশাবলী যথাযথভাবে পালন করা। এজন্য লাভভোগীর স্বার্থ রক্ষার প্রতি সবিশেষ যত্নবান হতে হবে।
ট্রাস্টের উদ্দেশ্যে পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ট্রাস্টির কর্তব্য।
ট্রাস্ট সম্পত্তি অবহিত হওয়া
ট্রাস্টকৃত সম্পত্তির প্রকৃতি ও অবস্থা সম্পর্কে যতশীঘ্র সম্ভব খোঁজ খবর নিতে হবে, প্রয়োজন হলে ট্রাস্ট সম্পত্তির হস্তান্তর নিজে গ্রহণ করতে এবং ট্রাস্টের দলিলের বিধানানুযায়ী অপর্যাপ্ত বা অনিশ্চিত জামানতের ওপর বিনিয়োগকৃত ট্রাস্টের অর্থ প্রাপ্ত হতে ট্রাস্টি বাধ্য।
ট্রাস্ট সম্পত্তির স্বত্ব রক্ষা
ট্রাস্টকৃত সম্পত্তির স্বত্ব সংরক্ষণে ট্রাস্টি সকল মামলা দায়ের করতে এবং দায়েরকৃত মামলার জবাব দিয়ে তা প্রতিরোধ করতে বাধ্য থাকবে।
ট্রাস্ট সম্পত্তির রক্ষণাবেক্ষণ
ট্রাস্ট দলিলের শর্ত মোতাবেক এবং ট্রাস্ট আইনের বিধান সাপেক্ষে ট্রাস্টির উপর অর্পিত দায়িত্ব পালনে যেরুপ হস্তক্ষেপ প্রয়োজন ট্রাস্টি সেরুপ ব্যবস্থা গ্রহণ করবেন।
পচনশীল সম্পত্তি রক্ষা করা
যেক্ষেত্রে পর্যায়ক্রমে সম্পত্তি একাধিক ব্যক্তির উপকারার্থে ট্রাস্ট সৃষ্টি করা হয় এবং যেক্ষেত্রে ক্ষয়শীল ট্রাস্টকৃত সম্পত্তিকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করে তাকে একটি লাভজনক ও স্থায়ী ট্রাস্টে পরিণত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থায় গ্রহণ করতে ট্রাস্টি বাধ্য থাকবে।
সম্পত্তি রক্ষায় যে কোন ক্ষতি প্রতিহত করণ
ট্রাস্ট সম্পত্তির জন্য ক্ষতিকর যে কোন কাজকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ট্রাস্টি বাধ্য থাকে।
যথাযথ হিসাব ও তথ্য সংরক্ষণ
ট্রাস্টিকে ট্রাস্টকৃত সম্পত্তির স্পষ্ট ও যথাযথ হিসাব রাখতে হবে এবং লাভভোগীর অনুরোধক্রমে যুক্তিযুক্ত সময়ের অর্থের পরিমাণ এবং ট্রাস্ট সম্পত্তি যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
মুনাফা অর্জনে ট্রাস্টের অর্থ-বিনিয়োগ
মুনাফা লাভ ভোগীদের প্রদান
ট্রাস্ট এ্যাক্টের ৫৫ ও ৫৬ ধারার বিধান অনুযায়ী ট্রাস্ট সম্পত্তির মুনাফা যথাযথ সময়ে সংশ্লিষ্ট লাভ ভোগীদেরকে প্রদান করতে হবে।
প্রকাশ থাকে যে, যদি একাধিক ট্রাস্টি থাকে তবে তারা তাদের নিজস্ব ক্রিয়াকলাপ, নিষ্ক্রিয়তা এবং সিদ্ধান্তের পাশাপাশি তাদের সহ-ট্রাস্টিদের দ্বৈত জবাবদিহিতা বহন করে।
COMMENTS