সম্পত্তিতে একজনের নিজস্ব অধিকার পরিত্যাগ করে অন্যের অধিকার সৃষ্টি করাই হলো দান। দানটি অন্যের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন হয়। নিম্নে আমি...
সম্পত্তিতে একজনের নিজস্ব অধিকার পরিত্যাগ করে অন্যের অধিকার সৃষ্টি করাই হলো দান। দানটি অন্যের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন হয়।
নিম্নে আমি হিন্দু আইন অনুসারে বৈধ দানের অপরিহার্য উপাদানগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What are the essentials of a valid gift under Hindu law?
হিন্দু আইনে বৈধ দানের উপাদানগুলি কি কি?
দান হচ্ছে সম্পত্তি হস্তান্তরের একটি পদ্ধতি। হিন্দু আইনের বিধান মতে, কোন ব্যক্তি যদি বিনামূল্যে বা কোনরুপ প্রতিদান ব্যতিরেকে নিজ সম্পত্তি অন্যের অনুকূলে হস্তান্তর করে এবং সে ব্যক্তি তা গ্রহণ করে তবে এরুপ হস্তান্তরকে দান বলা হয়।
বৈধ দানের জন্য নিম্নোক্ত উপাদানগুলি অপরিহার্যঃ
দাতা (Donor)
যিনি সম্পত্তি দান করেন তাকে অবশ্যই সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। নাবালক ও পাগল সম্পত্তি দান করতে পারে না, কেননা তাদের চুক্তি করার যোগ্যতা নাই।
গ্রহীতা (Donee)
যার অনুকূলে দান হিসেবে সম্পত্তি হস্তান্তর করা তাকে সেই সম্পত্তি দান হিসেবে গ্রহণ করতে হবে। গ্রহীতা সাবালক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া বাঞ্চনীয়। কিন্তু নাবালক বা পাগল হলে তা বাতিল হয়ে যাবে না। তার পক্ষ হতে তার অভিভাবক গ্রহণ করতে পারে। দান গ্রহণের পূর্বে দাতার মৃত্যূ হলে দানটি বাতিল হিসেবে গণ্য হবে।
প্রতিদানহীন (Unpaid)
দাতা যে সম্পত্তি দান হিসেবে হস্তান্তর করেন তা বিনিময়ে কোন মূল্য বা অন্য কোন সম্পত্তি গ্রহণ করতে পারবেন না।
স্বেচ্ছাপ্রণোদিত (Voluntarily)
দান অবশ্যই স্বেচ্ছায় হতে হবে। অন্যায় প্রভাব, প্রতারণা কিংবা ভয়-ভীতির মাধ্যমে দান পত্র সম্পাদন করলে তা বাতিলযোগ্য হবে।
সম্পত্তি (Existing property)
স্থাবর বা অস্থাবর যে কোন সম্পত্তি দান করা যায়। তবে দানের সময় সে সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে এবং দাতাকে ঐ সম্পত্তির মালিক হতে হবে। মালিক হবার সম্ভবনা আছে এই কারণেই সম্পত্তি হস্তান্তর করা যায় না।
পদ্ধতি (Procedure)
দান করার জন্য কোন পদ্ধতি নির্ধারিত থাকলে তা অনুসরণ করতে হবে। রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক স্থাবর সম্পত্তির ক্ষেত্রে লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এরুপ বাধ্যবাধকতা নাই, তবে দখল অর্পণ অপরিহার্য।
জননীতি বা আইনের পরিপন্থী না হওয়া (Conformity with statutory law)
কোন দানকার্য জননীতি বা দেশের কোন আইনের পরিপন্থী হলে তা বৈধ হবে না। তাই কাউকে অবৈধভাবে বঞ্চিত করার উদ্দেশ্যে কিংবা প্রতারিত করার উদ্দেশ্যে কিংবা পাওনাদারকে ঠকানোর উদ্দেশ্যে কোন দান করা হলে তা বাতিলযোগ্য হবে। এছাড়া প্রচলিত কোন আইনের পরিপন্থী হলে তা বাতিল বলে গণ্য হবে।
COMMENTS