সমন (Summons) হলো একটি মামলা-মোকদ্দমার সরকারী নোটিশ। ইংল্যান্ড এবং ওয়েলসে সমনকে Claim form বলা হয়। যে কোনও ধরণের আইনী প্রক্রিয়া চলাকালীন বা...
সমন (Summons) হলো একটি মামলা-মোকদ্দমার সরকারী নোটিশ। ইংল্যান্ড এবং ওয়েলসে সমনকে Claim form বলা হয়। যে কোনও ধরণের আইনী প্রক্রিয়া চলাকালীন বাদীকে অবশ্যই বিবাদী বা আসামীকে অবহিত করতে হবে যে, তিনি ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেই ব্যক্তিকে সমন দেওয়া হয় অর্থাৎ আপনি যখন কারো প্রতি সমন জারি করেন তখন আপনি তাকে আনুষ্ঠানিকভাবে জানান যে, আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করছেন। এছাড়াও যদি আপনি কোন মামলার সাক্ষী হয়ে থাকেন তবে আপনার নিকট সমন আসতে পারে।
সুতরাং সমন জারি সম্পর্কে প্রত্যেকটি সচেতন নাগরিকের সম্যক ধারণা থাকা বাঞ্চনীয়। নিম্নে আমি সমন জারির নিয়ম-পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What are the rules for issuing summons?
সমন জারি করার নিয়ম কি?
সমন মূলতঃ দুই ধরনের হয়ে থাকে। যেমন-
- আসামীর প্রতি সমন (Summons to Accused); ও
- সাক্ষীর প্রতি সমন (Summons to Witness)।
আসামীর প্রতি সমন
বাংলাদেশে প্রচলিত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ সালের ৬৮ ধারা অনুযায়ী লিখিতভাবে এই সমন জারি করা হয়। তবে, সমনটি আসামীর প্রতি নাকি স্বাক্ষীর প্রতি তা ফরমের উপরে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। এই ধরনের সমন স্থানীয় থানা পুলিশের মাধ্যমে জারি করা হয়ে থাকে।
সাক্ষীর প্রতি সমন
ফৌজদারী ও দেওয়ানী উভয় মামলার ক্ষেত্রে স্বাক্ষীর প্রতি সমন জারির বিধান রয়েছে। এক্ষেত্রে, যথাক্রমে বাংলাদেশে প্রচলিত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ সালের ৬৮ ধারা অনুসারে এবং দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ সালের ৩১ ধারা মোতাবেক সাক্ষীদের প্রতি সমন জারি করা হয়ে থাকে।
সমন জারি করার পদ্ধতি
সাধারণতঃ একজন ব্যক্তির প্রতি যেভাবে সমন জারি করা হতে পারে তা নিম্নরুপঃ
- ফৌজদারী কার্যবিধি ৬৯(১) ধারাতে উল্লেখ করা হয়েছে যে, সমনের একটি অনুলিপি আসামীকে দিতে হবে এবং অপরটিতে যার উপর সমন জারি করা হলো তার প্রাপ্তী স্বীকার স্বাক্ষর নিতে হবে।
- সমন সাধারণতঃ ব্যক্তিগতভাবে জারি করা হয়ে থাকে। তবে সম্ভব না হলে ফৌজদারী কার্যবিধির ৭০ ধারা মোতাবেক পরিবারের বয়স্ক পুরুষ ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়ে থাকে।
- আরোও উল্লেখ্য যে, যদি আসামীর প্রতি সমন জারি হয়, তবে তিনি ব্যক্তিগতভাবে কিংবা আইনজীবি মারফৎ হাজির হবেন। ফৌজদারী কার্যবিধির ৬৯(২) ধারাতে বলা হয়েছে যে, যদি একাধিক ব্যক্তিকে সমন জারি করতে হয়, তবে প্রতিটি ব্যক্তির স্বাক্ষর অবশ্যই অফিসের অনুলিপিতে নিতে হবে।
- অন্যদিকে, ফৌজদারী কার্যবিধি ৬৯ (৩) ধারানুযায়ী যদি কোন কোম্পানী বা কোন সংস্থার প্রতি সমন জারি করা প্রয়োজন হয়, তবে সমনগুলির একটি অনুলিপি সেই সংস্থার মালিক বা পরিচালকের কাছে দিতে হবে এবং দ্বিতীয় অনুলিপিতে প্রাপ্তি স্বীকার নিতে হবে।
- এতদ্ভিন্ন, ফৌজদারী কার্যবিধির ৭১ ধারাতে বলা হয়েয়েছে যে, যদি উপরোক্ত পদ্ধতি মোতাবেক সমন জারি করা সম্ভব না হয়, তবে দুই বা ততোধিক ব্যক্তির স্বাক্ষী স্বরুপ উপস্থিতিতে (যারা তার প্রতিবেশী) সমনটি তার বাড়ীর প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দিতে হবে।
- এছাড়াও ফৌজদারী কার্যবিধির ৭২ ধারাতে উল্লেখ করা হয়েছে যে, সমন জারিকৃত ব্যক্তি যদি সরকারী কর্মচারী হয়, তবে তার কর্মকর্তার নিকট সমনের দুইটি অনুলিপি প্রেরণ করতে হবে। একটি অনুলিপি তাকে দিতে হবে হবে যার উপর সমন জারি করা হয়েছ এবং অন্যটিতে প্রাপ্তী স্বীকার গ্রহণ করে আদালতে পাঠাতে হবে।
কোন ব্যক্তি সাক্ষী হিসেবে সমন পেলে অবশ্যই তাকে আদালতে উপস্থিত হয়ে ঘটনার বিবৃতি প্রদান করে সাক্ষ্য দেওয়া উচিত। প্রায়শঃ দেখা যায় যে, সমন হস্তাগত হলে আদালতে কিভাবে হাজিরা দিতে হয় তা অধিকাংশ সাক্ষীই জানেন না। আবার অনেকে আদালতে হাজির হতে ভয় পান। প্রকৃতপক্ষে, সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে কোন ভয়ের কারণ নাই। কেণনা, একজন সাক্ষী আইন ও আদালতের দৃষ্টিতে সম্মানিত ব্যক্তি।
সুতরাং যদি সাক্ষীর প্রতি সমন জারি করা হয়, তবে সাক্ষীকে সমনসহ সংশ্লিষ্ট আদালতের কোর্ট সাব-ইন্সপেক্টরের সহিত দেখা করতে হবে। কোর্ট সাব-ইন্সপেক্টর সাক্ষীর সাক্ষ্য দেওয়ার যাবতীয় ব্যবস্থা করবেন।
পক্ষান্তরে, দেওয়ানী মামলার ক্ষেত্রে সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য কিংবা আদালতের সামনে কোন দলিল-প্রমাণ উত্থাপনের জন্য তলব করা হতে পারে। আদালতের সমন পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক। ফলে, যদি কোন সাক্ষী আদালতের নির্দেশ অমান্য করেন, তবে আদালত উক্ত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তথা গ্রেপ্তারী পরোয়ানা জারি করতে পারেন। অধিকন্তু, আদালত তার সম্পত্তি ক্রোক ও বিক্রি, অনধিক পাঁচশত (৫০০/-) টাকা জরিমানা, জামানত দাখিল কিংবা দেওয়ানী কারাগারে অবরুদ্ধ রেখে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিতি নিশ্চিত করতে পারেন।
এছাড়াও আসামী ও সাক্ষীর প্রতি যে সব ধরনের সমন জারি হতে পারে। তা নিম্নরুপঃ
দেওয়ানী সমনঃ দেওয়ানি সমন হলো এক ব্যক্তি বা সত্তা কর্তৃক অন্য ব্যক্তি বা সত্তাকে আদালতে উপস্থিত হয়ে আদালতে দায়ের করা আবেদনের জবাব দেওয়ার জন্য দেওয়া বিচারিক সমন। এই ধরণের সমন আসামীকে জানিয়ে দেয় যে এর বিরুদ্ধে নাগরিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগের জবাব দিতে তাদের অবশ্যই আদালতে হাজির হতে হবে।
দেওয়ানী মামলার কয়েকটি উদাহরণঃ
- চুক্তি লঙ্ঘন মামলা (Breach of contract lawsuits);
- নিষেধাজ্ঞা (Injunction);
- বকেয়া অর্থের দাবি (Claim for money owed); ও
- বৌদ্ধিক সম্পত্তি লঙ্ঘন (Intellectual property infringement) ইত্যাদি।
ফৌজদারী সমনঃ ফৌজদারী সমন হলো এক প্রকার বিচারিক সমন যা কাউকে ফৌজদারি আদালতে হাজির হওয়ার জন্য অবহিত করে। আপনাকে দেওয়া ফৌজদারি সমন আপনাকে এবং আপনার বিরুদ্ধে ফৌজদারি আদালতে অভিযোগের প্রকৃতির রূপরেখা প্রকাশ করবে। ফৌজদারী সমন যেমন-
- অনধিকার প্রবেশ (Trespassing);
- সশস্ত্র ডাকাতি (Armed robbery);
- আক্রমন (Assault);
- খুন (Murder) ইত্যাদি।
প্রশাসনিক সমনঃ প্রশাসনিক সমন হলো একটি নির্দিষ্ট ধরণের তদন্ত বা আইনী বিষয় পরিচালনার জন্য আইন অনুযায়ী অনুমোদিত প্রশাসনিক সংস্থা কর্তৃক জারি করা এক ধরনের বিচারিক সমন। প্রশাসনিক সমন বিভিন্ন ধরণের প্রশাসনিক আদালত দ্বারা জারি করা হতে পারে। যেমন,
- কর আদালত (Tax court);
- ইমিগ্রেশন আদালত (Immigration court); ও
- শ্রম আদালত (Labour courts) ইত্যাদি।
COMMENTS