অবৈধ কয়েদকরণ বা কৃত্রিম অবরুদ্ধকরণ টর্ট আইনে একটি গুরুতর অপরাধ। কারণ, কৃত্রিম কয়েদকরণের মাধ্যমে একজন স্বাধীন ব্যক্তির স্বাধীনতা ক্ষুন্ন হয়। ...
অবৈধ কয়েদকরণ বা কৃত্রিম অবরুদ্ধকরণ টর্ট আইনে একটি গুরুতর অপরাধ। কারণ, কৃত্রিম কয়েদকরণের মাধ্যমে একজন স্বাধীন ব্যক্তির স্বাধীনতা ক্ষুন্ন হয়। মিথ্যা কারাবাস সাধারণত সহিংসতা ও আঘাত, সংবেদনশীল উদ্বেগ এবং অবহেলার ইচ্ছাকৃত প্ররোচনাসহ অসংখ্য টর্ট সম্পর্কিত অভিযোগের সাথে জড়িত।
নিম্নে আমি কৃত্রিম বা অবৈধ কয়েদকরণ সম্পর্কে আলোকপাত করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is false imprisonment?
অবৈধ কয়েদকরণ কী?
প্রত্যেক ব্যক্তির চলাফেরার স্বাধীনতা আছে। বৈধ কারণ ব্যতীত এই স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এবং স্বল্প সময়ের জন্যও কাউকে আটক করলে তাকে কৃত্রিম অবরুদ্ধকরণ বলা হয়। চলাফেরার স্বাধীনতা রোধ হয়েছে এটা সে সময়ে বাদী না জানলেও চলবে, যেমন ঘুমন্ত অবস্থায় ঘর বন্ধ করা এবং জেগে উঠার আগেই তা খুলে দেয়া।
অবশ্য এ বিষয়ে মত বিরোধ লক্ষ্য করা যায়। এ অপকার সংঘটনে বাদীর চলাফেরা সম্পূর্ণরুপে রোধ করা হয়েছিল তা প্রমাণ করতে হবে, আংশিক রোধ যথেষ্ট নয়। তাই কোন এক বিশেষ দিকে যেতে বাধা দিলে এই অপকারের আওতায় পড়ে না। কাউকে জোরপূর্বক কোথাও বসিয়ে রাখা, কোথাও যেতে বাধ্য করা মেয়াদ অন্তে কয়েদীকে জেলে রাখা, ইত্যাদি কৃত্রিম অবরুদ্ধকরণ বা অবৈধ কয়েদকরণ।
বিবাদীর বিদ্বেষ যদিও অপ্রাসঙ্গিক কিন্তু অপকারটি বিবাদীর ইচ্ছাকৃত তা প্রমাণ করতে হবে। অবহেলাক্রমে বন্দী করলেও বিবাদী দায়ী।
উদাহরণ
(১) হাসপাতাল বা ক্লিনিকের নার্স যদি কোনও রোগীকে প্রিয়জনের সাথে দেখা করতে বাধা দেয় এবং হুমকি দেয় যে রোগী যদি তার বিধিনিষেধ মেনে না চলেন তবে তিনি খাবার বা ওষুধ দেবেন না, তাহলে এই অবস্থাটি কৃত্রিম অবরুদ্ধকরণের সামিল।
(২) যদি কোনও ব্যক্তি অন্যায়ভাবে অন্য ব্যক্তিকে ঘর বা যানবাহন ছাড়তে বাধা দেয় যখন সেই ব্যক্তি চলে যেতে চায়।
উপাদান
অবৈধ কয়েদকরণের উপাদানগুলি নিম্নরুপঃ
- কয়েদকরণঃ কয়েদকরণ বা কারারুদ্ধকরণ বলতে চলাফেরার স্বাধীনতা খর্ব করা বুঝায়।
- বিবাদীকর্তৃক এ কয়েদকরণঃ বিবাদী নিজে বা তার কর্মচারী কর্তৃক কার্যকালীন অবস্থায় এ কয়েদকরণ করে থাকবে।
- মিথ্যা কয়েদকরণঃ মিথ্যা বলতে এক্ষেত্রে অবৈধ বা যথার্থ কারণ ব্যতিরেকে কয়েদকরণ বুঝায় বিবাদী যদি যথার্থ কারণ প্রমাণ করতে ব্যর্থ হয় তবে তা বাদীর অনুকূলে যাবে। তাকে আর প্রমাণ করতে হবে না যে, যথার্থ কারণ ব্যতিরেকেই তাকে কয়েদ করা হয়েছিল।
COMMENTS