সাধারণ মানুষের ভাষায় চিন্তার সাথে একমত হওয়ার ধাপকে সম্মতি বলা যেতে পারে। তবে, চুক্তির বৈধতার জন্য কেবল সম্মতিই যথেষ্ট নয়; বরং প্রয়োজন একটি...
সাধারণ মানুষের ভাষায় চিন্তার সাথে একমত হওয়ার ধাপকে সম্মতি বলা যেতে পারে। তবে, চুক্তির বৈধতার জন্য কেবল সম্মতিই যথেষ্ট নয়; বরং প্রয়োজন একটি স্বাধীন সম্মতি। কারণ স্বাধীন সম্মতির অবর্তমানে একটি চুক্তি বাতিলযোগ্য বলে বিবেচিত হতে পারে।
সুতরাং আমি এখানে চুক্তি আইনে স্বাধীন চুক্তি বলতে কি বুঝায় সে সম্পর্কে আলোকপাত করব। আশা করি, আপনি উপকৃত হবেন।
What is free consent in the law of contract?
চুক্তি আইনে স্বাধীন সম্মতি কি?
সম্মতি অর্থ কোনও কিছুর সাথে একমত হওয়া। চুক্তি আইনের ১৩ ধারায় বলা হয়েছে যে, যখন দুই বা ততোধিক ব্যক্তি একই অর্থে মতৈক্যে পৌছে তখন তারা সম্মতি দিয়েছে বলা যায়।
উদাহরণঃ
(১) ‘ক’ তার টয়োটা এক্স কোরোল্লা ১৯৯৯ মডেলের গাড়ি ‘খ’ এর নিকট ১০ লক্ষ টাকায় বিক্রি করতে সম্মত হয় এবং ‘খ’কিনতে সম্মত হয়। এ ক্ষেত্রে ‘ক’ ও ‘খ’ এর সাথে সম্মতির কারনে একটি বৈধ চুক্তি হয়েছে।
(২) ‘ক’ তার বাড়ি ‘খ’এর কাছে বিক্রি করতে রাজি হয়। ‘ক’ এর তিনটি বাড়ি রয়েছে এবং সে তার রাজশাহীর বাড়িটি বিক্রি করতে চায়। ‘খ’ ভেবেছিল যে তিনি ‘ক’ এর ঢাকার বাড়িটি কিনছেন। এখানে ‘ক’ এবং ‘খ’ একই অর্থে একই বিষয়ে একমত হয়নি। অতএব, কোন সম্মতি ও চুক্তি হয়নি। আর স্বাধীন সম্মতি বলতে কোন প্রকার বল প্রয়োগ, হুমকি বা জবরদস্তি ছাড়াই সম্মত হওয়াকে বুঝায়। ফলে, যদি নিম্নোক্ত ৫টি উপাদানঃ
- বল প্রয়োগ (Coercion);
- অবাঞ্চিত প্রভাব (Undue influence);
- ভ্রান্তি (Mistake);
- প্রতারণা (Fraud); ও
- মিথ্যা বর্ণনা (Misrepresentation)।
দ্বারা কোন পক্ষের সম্মতি আদায় করা হয়, তবে সে সম্মতিকে স্বাধীন ও স্বেচ্ছামূলক বলা যাবে না এবং এরুপ সম্মতির ভিত্তিতে গঠিত চুক্তি বৈধ হবে না।
উদাহরণঃ
‘ক’ আত্মহত্যা করার হুমকি দিয়ে তার স্ত্রী ও পুত্রকে নির্দিষ্ট সম্পত্তির ক্ষেত্রে তার পক্ষে একটি আদেশ কার্যকর করার জন্য প্ররোচিত করে এবং তারা তা কার্যকর করে। এক্ষেত্রে ‘ক’ জোর করেই স্ত্রী ও ছেলের সম্মতি পেয়েছে বলে মনে করা হবে।
তবে ক্ষেত্র বিশেষে এ সকল চুক্তি বৈধ, বাতিল বা বাতিলযোগ্য হতে পারে। তবে নির্দোষ পক্ষের ইচ্ছানুযায়ী বাতিলযোগ্য হতে পারে, অর্থাৎ সে ইচ্ছা করলে তা বৈধ রাখতে পারে অথবা বাতিল করতে পারে। দোষী পক্ষ কখনো তার ইচ্ছা প্রয়োগ করে বাতিল করতে পারে না।
যে সকল কারণে স্বাধীন সম্মতি খর্ব হয়
উপরোক্ত ৫টি উপাদান তথা বল প্রয়োগ, অবাঞ্চিত প্রভাব, প্রতারণা, মিথ্যা বর্ণনা ও ভ্রান্তি এই পাঁচটি উপাদানের যে কোন একটি উপাদান বর্তমান থাকলে স্বাধীন সম্মতি খর্ব হতে পারে।
উদাহরণঃ
যেমন, ‘ক’, ‘খ’ কে বলে যে তার ঘোড়াটি আরব জাতীয় এবং এটা ৫,০০০/- টাকায় ‘খ’ এর নিকট বিক্রি করার প্রস্তাব দেয়। এই উক্তিতে বিশ্বাস করে ‘খ’ সে ঘোড়াটি উক্ত দামে কিনে। পরে দেখা যায় যে, ঘোড়াটি বিশুদ্ধ আরব জাতীয় নয়। এক্ষেত্রে ‘ক’ যদি নিজে বিশ্বাস করে যে ঘোড়াটি আরব জাতীয় তবে উক্তিটি হবে নির্দোষ মিথ্যা বর্ণনা। কিন্তু সে নিজে যদি তা সত্য বলে বিশ্বাস না করে থাকে তাহলে তার উক্তিটি প্রতারণামূলক হবে।
COMMENTS