দার্শনিক অর্থে ব্যক্তিত্ব বলতে একটি মানুষের যৌক্তিক স্তরকে বোঝায়। তবে, আইন অনুসারে, এর অর্থ হলো স্বত্ত্ব এবং দায়িত্ব বহনকারী একক। নিম্নে ...
দার্শনিক অর্থে ব্যক্তিত্ব বলতে একটি মানুষের যৌক্তিক স্তরকে বোঝায়। তবে, আইন অনুসারে, এর অর্থ হলো স্বত্ত্ব এবং দায়িত্ব বহনকারী একক।
নিম্নে আমি আইনগত ব্যক্তি কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is a legal person?
আইনগত ব্যক্তি কী?
ব্যক্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে (Person) যা ল্যাটিন শব্দ (Personare) থেকে হয়েছে। সাধারণতঃ যে বিবেক-বুদ্ধি প্রয়োগ করতে সক্ষম তাকে ব্যক্তি বলা হয়। আইন বিজ্ঞানে আইনগত ব্যক্তি বলতে এমন সব কাল্পনিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝায় যেগুলি অধিকার ধারণ, সংরক্ষণ ও কর্তব্য পালনে সক্ষম এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আইনগত সম্পর্ক স্থাপনে সক্ষম।
উদাহরণ স্বরুপ, কর্পোরেশন বা কোন সংস্থা, হিন্দুদের দেব-দেবীর মূর্তি, কোন মনুষ্য সংগঠন যেমন শ্রমিক সমিতি, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি আইনানুগ ব্যক্তি।
স্যামন্ড বলেন যে, “আইন কোন বিষয় বা বস্তুর উপর ব্যক্তির আরোপ করলেই তা আইনানুগ ব্যক্তি বলে পরিগণিত।” স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণকারী স্বাভাবিক ব্যক্তি। তাই মানুষ হচ্ছে স্বাভাবিক ব্যক্তি, কিন্তু মনুষ্য সংগঠন হচ্ছে আইনানুগ ব্যক্তি।
ইহা ছাড়াও আইনসম্মতভাবে নিবন্ধনযুক্ত সংস্থাকেও ‘আইনানুগ ব্যক্তি বলে। কিন্তু নিবন্ধনবিহীন কোন সংস্থা বা কারবারী প্রতিষ্ঠানকে ‘আইনানুগ ব্যক্তি’ বলা যায় না। কারণ এই ধরণের সংস্থাগুলির কোন আইনসম্মত স্বত্ত্ব নাই। কেণনা, আইনী ব্যক্তি এমন একটি মানবিক বা মানবেতর সত্তাকে বোঝায় যা সীমিত আইনী উদ্দেশ্যে ব্যক্তি হিসাবে বিবেচিত হয়। সাধারণত, আইনী ব্যক্তিরা মামলা করতে পারেন এবং মামলায় অভিযুক্ত হতে পারেন, সম্পত্তির মালিক হতে পারেন, এবং চুক্তিতে প্রবেশ করতে পারেন।
আইনগত ব্যক্তির পরিসমাপ্তি
ব্যক্তি দু’ভাগে বিভক্ত করা হয়- (১) প্রাকৃতিক ব্যক্তি; (২) কৃত্রিম ব্যক্তি। যে সকল জীবিত মানুষ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার ভোগ ও কর্তব্য পালন করে থাকে তারা প্রাকৃতিক বা স্বাভাবিক ব্যক্তি মানুষ। এ সকল ব্যক্তি স্বাভাবিকভাবে জন্ম গ্রহণ করে এবং মৃত্যূর সাথে তাদের পরিসমাপ্তি ঘটে।
পক্ষান্তরে, কৃত্রিম ব্যক্তি বলতে বিশেষ সংস্থা বা প্রতিষ্ঠানকে বুঝায়- যারা আইনের দৃষ্টিতে ব্যক্তিত্বের মর্যদা লাভ করে। এ সকল ব্যক্তি আইনগত অধিকার ভোগ করে থাকে এবং আইনগত কর্তব্য পালন করে থাকে।
এছাড়া তাদের বিরুদ্ধে মামলা করা যায় এবং তারা নিজ নামে মামলা করতে পারে। আইনের মাধ্যমে এ সকল ব্যক্তির সৃষ্টি হয় বিধায় আইনের মাধ্যমেই এদের মৃত্যূ বা অবসান ঘটে। স্বাভাবিকভাবে এ সকল আইনগত ব্যক্তি মরে না।
COMMENTS