‘বাটোয়ারা’ হিন্দু আইনের অধীনে একটি ধারণা এবং ইহা প্রধানত দুটি মতবাদ দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ মিতাক্ষরা এবং দায়ভাগ। নিম্নে আমি আপনাদের স...
‘বাটোয়ারা’ হিন্দু আইনের অধীনে একটি ধারণা এবং ইহা প্রধানত দুটি মতবাদ দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ মিতাক্ষরা এবং দায়ভাগ।
নিম্নে আমি আপনাদের সুবিধার্থে হিন্দু আইন অনুসারে বাটোয়ারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is a partition in Hindu law?
হিন্দু আইনে ‘বাটোয়ারা’ কী?
দায় ভাগ আইনে পিতার মৃত্যূর পর পুত্রগণ যৌথ পরিবারের অংশীদার হতে পারে। পিতার জীবদ্দশায় কোন সদস্যই সম্পত্তির কিছু দাবি করতে পারে না। যৌথ পরিবারের দখলে সম্পত্তি থাকলেও অবিভক্ত পরিবারের সদস্যদের প্রত্যেকের নির্ধারিত অংশ ধার্য থাকে। দায়ভাগ আইনে বন্টনের অর্থ হচ্ছে প্রত্যেক সদস্যের নির্ধারিত অংশ ধার্য করে বিতরণ করে দেয়া যার উপর সে অংশীদারের মালিকানাস্বত্ব অর্জিত হয়।
যেভাবে বণ্টন সম্পন্ন হয়ঃ
যৌথ পরিবারের সদস্যগণ প্রথমে বণ্টনের ইচ্ছা প্রকাশ করবেন এবং সে মোতাবেক নিজেদের মধ্যে একটা চুক্তি সম্পাদন করবেন। সে চুক্তি মোতাবেক সহ-উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তির অংশগুলো চিহ্নিত করে তাদের দখলে সেগুলি অর্পণ করতে হবে। তাই যৌথ পরিবারের সদস্যদের পৃথক হবার ইচ্ছাই হচ্ছে বণ্টনের প্রকৃত নির্ণায়ক এবং পৃথক মালিক হিসেবে নির্ধারিত অংশে যৌথ সম্পত্তির ভাগ ও ভোগ করার বহিঃপ্রকাশ ঘটে এ চুক্তির মাধ্যমে।
বণ্টনের সময় এজমালী সম্পত্তির জন্য সহ-অংশীদারদের দেয় ঋণ, পরিবারে বিয়ের যোগ্য অবিবাহিতা কন্যাদের বিয়ে বাবদ খরচ, পরিবারের উত্তরাধিকার হতে বঞ্চিত পুরুষ সদস্য থাকলে তার ও তার পৌষ্যদের ভরণ-পোষণের ব্যবস্থা, সহ-অংশীদারদের বৃদ্ধা মাতা মাতামহী থাকলে তাদের ভরণপোষণ ও মৃত্যূর পর অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধের জন্য খরচের ব্যবস্থা রেখে অবশিষ্টাংশ সহ-অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে।
COMMENTS