বাংলাদেশ সংবিধান, (১৯৭২) এর বিধান দ্বারা বাংলাদেশে সুপ্রীম কোর্ট নির্মিত হয়েছিল। এটি দেশের শীর্ষ আদালত এবং অন্যান্য আদালত ও ট্রাইব্যুনাল এট...
বাংলাদেশ সংবিধান, (১৯৭২) এর বিধান দ্বারা বাংলাদেশে সুপ্রীম কোর্ট নির্মিত হয়েছিল। এটি দেশের শীর্ষ আদালত এবং অন্যান্য আদালত ও ট্রাইব্যুনাল এটির অধীনস্থ। বাংলাদেশের সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশ সংবিধানের রক্ষক ও অভিভাবক।
নিম্নে আমি বাংলাদেশ সুপ্রীম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is the power and function of the Supreme Court of Bangladesh?
সুপ্রীম কোর্টের ক্ষমতা ও কাজ কি?
সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এই দুই বিভাগের সমন্বয়ে বাংলাদেশে সুপ্রীম কোর্ট গঠিত। সুপ্রীম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করতে হলে হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগের ক্ষমতা ও কার্যাবলী এবং সুপ্রীম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা আলোচনা করা প্রয়োজন।
হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কার্যাবলী
সংবিধানিক ও বিধিবদ্ধ আইনের দ্বারা প্রদত্ত সকল আদী ও আপীল সংক্রান্ত ক্ষমতা (Original and Appellate jurisdiction) এবং অন্যান্য বিবিধ ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে। এছাড়া সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ বলবৎ করার দায়িত্ব ও ক্ষমতা হাইকোর্ট বিভাগের উপর ন্যাস্ত করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদে বলা হয়েছে যে, কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য এবং প্রজাতন্ত্র বা স্থানীয় কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কার্য সম্পাদন করা হতে বিরত রাখার জন্য কিংবা আইনের দ্বারা তাঁর করণীয় কার্য সম্পাদনের জন্য হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশ বা আদেশ প্রদান করতে পারবেন।
(খ) কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্ট বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে, প্রজাতন্ত্র কোন স্থানীয় কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট কোন দায়িত্ব পালনরত ব্যক্তির কৃত কোন কার্য আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে। তা হলে তার কোন আইনগত কার্যকারিতা নাই বলে হাইকোর্ট ঘোষণা করতে পারেন।
(গ) যে কোন ব্যক্তির আদেশক্রমে আইন সঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে বা বেআইনীভাবে কোন ব্যক্তিকে প্রহরায় আটক রাখা হয় নাই বলে যাতে সন্তোষজনকভাবে প্রতীয়মান হতে পারে। সেজন্য প্রহরায় আটক ব্যক্তিকে হাইকোর্ট বিভাগের সম্মুখে আইন বা হাজির করার নির্দেশ দিতে পারেন। এছাড়া সরকারী পদে আসীন বা আসীন বলে বিবেচিত কোন ব্যক্তিকে কোন কর্তৃত্ব বলে অনুরুপ পদমর্যদায় অনুষ্ঠানের দাবি করেছেন তা প্রদর্শনের নির্দেশ দিতে পারেন।
(ঘ) হাইকোর্ট বিভাগের অধীনস্থ সকল আদালত ও প্রশাসনিক ট্রাইবুনালের উপর হাইকোর্টে তার নিয়ন্ত্রণ বলবৎ করবেন।
(ঙ) অধীনস্থ কোন আদালতের কোন মামলায় যদি শাসনতান্ত্রিক ব্যাখ্যা জনিত আইনের কোন জটিল প্রশ্ন বা গুরুত্বপূর্ণ জনস্বার্থ সম্পর্কিত প্রশ্ন জড়িত বলে হাইকোর্টের নিকট প্রতীয়মান হয় তাহলে এই বিভাগ মামলাটি স্বহস্তে গ্রহণ করতে পারবেন।
COMMENTS