টর্ট আইনে পরার্থ দায় (Vicarious liability) মতবাদ- অন্যের ব্যর্থতার জন্য এমন কাউকে দায়বদ্ধ করে যার সাথে সেই ব্যক্তির বিশেষ সম্পর্ক রয়েছে। য...
টর্ট আইনে পরার্থ দায় (Vicarious liability) মতবাদ- অন্যের ব্যর্থতার জন্য এমন কাউকে দায়বদ্ধ করে যার সাথে সেই ব্যক্তির বিশেষ সম্পর্ক রয়েছে। যেমন পিতামাতা ও শিশু, নিয়োগকর্তা এবং কর্মচারী, বা যানবাহন ও চালকের মালিক। পরার্থ দায়বদ্ধতার অর্থ হলো- আপনি অন্য ব্যক্তির অন্যায়ের জন্য আইনতঃ দায়ী হতে পারেন।
নিম্নে আমি পরার্থ দায় সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি আপনার দায়বদ্ধতা সম্পর্কে পরিস্কার ধারণা লাভ করতে পারবেন।
What is vicarious liability?
পরার্থ দায় কি?
সাধারণ আইন অনুসারে প্রত্যেক ব্যক্তি তার কৃত অপকর্মের জন্য দায়ী হয়, অন্যের অপকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। কিন্তু টর্ট আইনে এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে যেক্ষেত্রে একজনের অপকর্মের জন্য অন্য ব্যক্তিকে দায়ী করা হয় এবং একে পরার্থ দায় বলা হয়।
পরার্থ দায় তিন ভাবে হতে পারে। যথাঃ
- অপকর্মকারীর সাথে কোন সম্পর্কের ফলে (By relation);
- অপকর্মটি অনুমোদনের ফলে (By ratification); ও
- অন্যায় কাজে প্ররোচনা বা সহায়তা করলে (By abetment)।
যে সকল সম্পর্কের কারণে অন্যের অপকর্মের দায়িত্ব বহন করতে হয়
অন্যায়কারীর সাথে যে সকল সম্পর্কের জন্য অপকর্মের দায়িত্ব গ্রহণ করতে হয় তার মধ্যে নিম্নবর্ণিতগুলো অন্যতম। যথাঃ
- মনিব ভৃত্য সম্পর্ক (Master and servant);
- প্রধান ও প্রতিনিধি সম্পর্ক (Principal and agent);
- নিয়োগকর্তা ও প্রতিনিধি সম্পর্ক (Employer and Independent contractor)
- অভিভাবক ও প্রতিপাল্য (Gurdian and ward)।
উদাহরণ
‘ক’ একটি বেসরকারী হাসপাতালে কর্মরত সার্জন। রোগীর অপারেশনকালে মাত্রাতিরিক্ত ইনজেকশন প্রয়োগ করলে রোগীর মৃত্যূ ঘটে।
এ ক্ষেত্রে বিবাদী হচ্ছে কর্তব্যরত সার্জন এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে, কর্তব্যরত সার্জন অবহেলার দায়ে দায়ী হবে। অবহেলার জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ৩ টি। যথাঃ
- সাবধানতা অবলম্বনের দায়িত্ব;
- বিবাদী কর্তৃক সে দায়িত্ব লংঘন; ও
- পরিণতিতে বাদীর ক্ষতি।
এক্ষেত্রে, ৩ টি উপাদানই বর্তমান রয়েছে। তাই বাদী এ উপাদানগুলি প্রামাণ করতে পারলে কর্তব্যরত সার্জন দায়ী হবে।
এছাড়া বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ পরার্থ দায়ের ভিত্তিতে দায়ী হবে। কারণ, সার্জন ও বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে নিয়োগকর্তা এবং কর্মচারী সম্পর্ক বিদ্যমান।
COMMENTS