করের কাঁটা বিঁধবে এই ভয়ে প্রিয়জনের দেওয়া উপহার নিশ্চিন্তে নেওয়ার পরিবর্তে আপনাকে খাতা-কলম ও ক্যালকুলেটর নিয়ে হিসেবে বসতে হয়। তবে, কিছু কিছু...
করের কাঁটা বিঁধবে এই ভয়ে প্রিয়জনের দেওয়া উপহার নিশ্চিন্তে নেওয়ার পরিবর্তে আপনাকে খাতা-কলম ও ক্যালকুলেটর নিয়ে হিসেবে বসতে হয়।
(২) সরকার অথবা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে দান করা হলে তা করমুক্ত হবে।
তবে, কিছু কিছু দান করের আওতায় পড়ে না অর্থাৎ দানকর মুক্ত দান। নিম্নে আমি আপনাদের সুবিধার্থে দান করমুক্ত দানের ক্ষেত্রসমূহ আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What gifts are exempt from tax?
কোন কোন দান করমুক্ত?
দানকর আইন প্রথমে প্রবর্তিত হয় ১ জুলাই, ১৯৬৩ কিন্তু ১৯৮৫ সালে তা রহিত করা হয়। ১৯৯০ সালে পুনরায় নতুন ভাবে দানকর আইন চালু করা হয় যা এখনো প্রচলিত আছে। এটা প্রকারান্তরে ১৯৬৩ সালের আইনের অনুরুপ।
কোন একক ব্যক্তি, অংশীদারী প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গের সমষ্ঠি এবং যৌথ হিন্দু পরিবার কোন কিছু দান করলে আইন অনুসারে যে কর ধার্য করা হয় তাকে দানকর বলে। ১৯৯০ সালের দানকর আইনের ৪(১) ধারা অনুসারে নিম্নোক্ত দানের ক্ষেত্রে দানকর ধার্য করা হবে নাঃ
(১) বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন সম্পত্তি দান করা হলে তার উপর কর ধার্য করা হবে না।
(২) সরকার অথবা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে দান করা হলে তা করমুক্ত হবে।
(৩) দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কোন তহবিল বা প্রতিষ্ঠানকে যদি দান করা হয় তাহলে তা সেই দান করমুক্ত হবেঃ
- বাংলাদেশে প্রচলিত কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত বা পরিচালিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান;
- সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে সাহায্যপ্রাপ্ত কোন হাসপাতাল;
- সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত কোন বন্যা বিপর্যয় মোকাবিলা তহবিল;
- সাধারণ জনগণের কল্যাণার্থে পরিচালিত নয় এমন কোন ব্যক্তিগত ধর্ম প্রতিষ্ঠান ব্যতীত, ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত ও সরকার কর্তৃক অনুমোদিত বা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও প্রচলিত আইনে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানকে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কর বছরে নিরুপিত মোট আয়ের ২০% বা এক লক্ষ টাকা এই দুয়ের মধ্যে যেটি কম;
(৪) ভরণ-পোষণের জন্য তার উপর নির্ভরশীল কোন আত্মীয়ের বিবাহকালে সর্বোচ্চ ২০ হাজার টাকার মূল্য পর্যন্ত দান;
(৫) স্ত্রী ব্যতীত ভরণ-পোষণের জন্য নির্ভরশীল কোন আত্মীয়কে সর্বোচ্চ ২০ হাজার টাকা মূল্য পর্যন্ত বীমা বা বার্ষিক বৃত্তির পলিসি করা হলে;
(৬) উইল মূলে দান করা হলে;
(৭) মৃত্যূ-পীড়ায় কোন দান করা হলে;
(৮) পুত্র, কন্যা, পিতা, মাত, স্বামী, স্ত্রী, ভাই ও বোনকে প্রদত্ত দান।
COMMENTS