চুক্তি হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে আইনত প্রয়োগযোগ্য সম্মতি। আমাদের প্রাত্যহিক জীবনের অনেক অংশে চুক্তি জড়িত। যেমন, সম্পত্তি কেনা, গাড়ি ঋ...
চুক্তি হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে আইনত প্রয়োগযোগ্য সম্মতি। আমাদের প্রাত্যহিক জীবনের অনেক অংশে চুক্তি জড়িত। যেমন, সম্পত্তি কেনা, গাড়ি ঋণের জন্য আবেদন করা, কর্মসংস্থান সম্পর্কিত কাগজপত্র সই করা এবং পণ্য ও পরিষেবা কেনা বা কম্পিউটার সফ্টওয়্যার ব্যবহার করার সময় শর্তাবলী মেনে নেওয়া ইত্যাদি।
নিম্নে আমি চুক্তি কি সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is contract law?
চুক্তি আইন কাকে বলে?
বাংলাদেশে প্রযোজ্য ১৮৭২ সালের চুক্তি আইনের ২(জ) ধারায় বলা হয়েছে যে, আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি।
দুই বা ততোধিক ব্যক্তি যখন কোন বিষয়ে ঐক্যমত পোষণ করে অর্থাৎ এক ব্যক্তির প্রস্তাব অন্য ব্যক্তি গ্রহণ করে এবং সমর্থনে কোন প্রতিদান থাকে, তবে তাদের মধ্যে এক অঙ্গীকারের সৃষ্টি হয়। এ অঙ্গীকার বা একরারের সমর্থনে যদি ১০ ধারায় বর্ণিত উপাদানগুলি বর্তমান থাকে তবে তাদের মধ্যে একটি চুক্তি গঠিত হয় এবং পারস্পারিক বাধ্যবাধকতার সৃষ্টি করে।
উদাহরণ
‘ক’ তার গাভীটি ‘খ’ এর নিকট পাঁচ হাজার টাকায় বিক্রয় করার প্রস্তাব দেয়। ‘খ’ তাতে সম্মত হয়। এই সম্মতি জ্ঞাপনের সাথে সাথেই তাদের মধ্যে এক অঙ্গীকার বা একরারের সৃষ্টি হয়, কিন্তু আইনগত বাধ্যবাধকতাকতার সৃষ্টি করে না। নিম্নোক্ত উপাদানগুলি বর্তমান থাকলে বাধ্যবাধকতার সৃষ্টি করেঃ
- ‘ক’ ও ‘খ’ উভয়ের যদি চুক্তি করার যোগ্যতা থাকে অর্থাৎ তারা যদি নাবালক না হয় কিংবা অসুস্থ মনের অধিকারী বা অপ্রকৃতিস্থ না হয় কিংবা কোন আইনে তাদের যোগ্যতা খর্ব না করা হয়ে থাকে;
- উভয় পক্ষই স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করে থাকে অর্থাৎ কোন প্রকার চাপ, ভীতি প্রদর্শন, প্রতারণা, ভ্রান্তি ও মিথ্যা বিবরণ জড়িত না থাকে;
- চুক্তির প্রতিদান বৈধ হয়ে থাকে। এ ক্ষেত্রে গাভীটি অর্পণ ও এর মূল্য প্রদান পারস্পারিক প্রতিদান যা নিঃসন্দেহে বৈধ। চুক্তি আইনের ২৩ ধারা অনুযায়ী যে প্রতিদান আইনে নিষিদ্ধ নয়, কিংবা প্রচলিত আইনের কোন বিধানের পরিপন্থী নয়, কিংবা অন্যের শরীর বা সম্পত্তির ক্ষতিকারক নয়, কিংবা নৈতিকতা বা জননীতির পরিপন্থী নয় তা বৈধ।
- এরুপ বিক্রয়ের উদ্দেশ্য অবৈধ না হয়ে থাকে;
- প্রচলিত কোন আইনে এ বিক্রয় নিষিদ্ধ না হয়ে থাকে।
বৃটিশ কমন ল’য়েও অনুরুপ সংজ্ঞা দেখা যায়। স্যামন্ডের (Salmond) মতে, সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে দায়-দায়িত্ব সৃষ্টি করে ও নির্ণয় করে এমন সম্মতিকে (Agreement) বলে। স্যার ফ্রেডারিক পোলকের (Pollock) মতে সংজ্ঞানুসারে আইনে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা যেতে পারে।
এ্যানসন (Anson) তার চুক্তি আইন গ্রন্থে এই মর্মে বর্ণনা করেনঃ “চুক্তি হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত এমন এক অঙ্গীকার যা আইনের দ্বারা বলবৎ করা যায় এবং যার ফলে এক বা একাধিক ব্যক্তি, অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক কোন কাজ করা বা করা হতে বিরত রাখার অধিকার অর্জন করে।”
COMMENTS