সম্পত্তির উপর বা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অধিকার হলো মালিকানার অধিকার এবং দখল অধিকার। মালিকানার ধারণাটি সকল আইন ব্যবস্থার মধ্যে প্রচলিত ম...
সম্পত্তির উপর বা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অধিকার হলো মালিকানার অধিকার এবং দখল অধিকার। মালিকানার ধারণাটি সকল আইন ব্যবস্থার মধ্যে প্রচলিত মৌলিক ন্যায়বিচারমূলক ধারণাগুলির মধ্যে একটি। সমাজ যাযাবর থেকে কৃষিতে পরিবর্তিত হলে মালিকানার ধারণাটি বাস্তবে রূপ নিয়েছে বলে মনে হয়।
নিম্নে মালিকানা ও উহার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো।
What is ownership in law?
আইনে মালিকানা কি?
আইন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে মালিকানার সংজ্ঞা দিয়েছেন। মালিকানা, কোনও ব্যক্তি (পৃথক, গোষ্ঠী, কর্পোরেশন বা সরকার) এবং কোনও বস্তুর মধ্যে আইনি সম্পর্ক। অবজেক্টটি কর্পোরাল হতে পারে, যেমন আসবাব, বা সম্পূর্ণ আইনের সৃজন যেমন পেটেন্ট, কপিরাইট, বা বার্ষিকী; এটি স্থাবর হতে পারে, যেমন কোনও প্রাণী বা স্থাবর, যেমন জমি।
মোট কথা, মালিকানা বলতে কোন ব্যক্তি এবং তার মালিকানাধীন বস্তু হিসেবে গণ্য এরুপ কোন বস্তুর মধ্যকার সম্পর্ককে বুঝায়। কতগুলি মিশ্র অধিকারকে নিয়েই মালিকানা গঠিত হয় এবং সকল অধিকার কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় এবং সমগ্র ব্যক্তির বিরুদ্ধেই বলবৎ করা যায়।
মালিকানার বৈশিষ্ট্যসমূহ
- মালিক তার মালিকানাধীন বস্তু হতে অন্য ব্যক্তিদের বহির্ভূত রাখার অধিকারী এবং ঐ বস্তু নিজ দখলে রাখার অধিকার রাখে। বস্তু তার দখলে নাও থাকতে পারে। কারণ অন্যায়ভাবে তাকে ঐ বস্তু হতে বঞ্চিত রাখা হতে পারে কিংবা অন্য কোন কারণে তিনি দখলচ্যুত হতে পারেন।
- মালিক তার মালিকানাধীন বস্তু ইচ্ছামত হস্তান্তর করা বা পরিত্যাগ করা কিংবা ধ্বংস করার অধিকারী বটে।
- মালিকানার স্থায়িত্বের কোন সময়-সীমা নাই। তার দাবী ও স্বার্থ চিরস্থায়ী হতে পারে।
- যদি মালিক তার মালিকানাধীন বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র অধিকার অন্যদেরকে প্রদান করে তখন অবশিষ্ট অধিকারগুলি তার হাতেই ন্যস্ত থাকে, প্রদত্ত অধিকারগুলির মেয়াদ শেষ হলেই মালিকই ঐ অধিকারগুলিসহ মূল অধিকার লাভ করে।
- কোন কোন ক্ষেত্রে মালিকের অধিকার অন্য ব্যক্তির প্রতিকূল অধিকার বা দখলকারের অধিকার দ্বারা সীমিত হতে পারে। গ্রামীণ বা নগর পরিকল্পনা আইন দ্বারা কিংবা বিশেষ বিধান দ্বারা মালিকানার অধিকার সীমিত হতে পারে।
COMMENTS