প্রস্তাব (Offer) চুক্তি গঠনের প্রথম পদক্ষেপ, এটি পক্ষগুলির মধ্যে চুক্তিগত বাধ্যবাধকতার সূচনা করে। চুক্তি আইনে বিভিন্ন ধরণের প্রস্তাব সুনির্দ...
প্রস্তাব (Offer) চুক্তি গঠনের প্রথম পদক্ষেপ, এটি পক্ষগুলির মধ্যে চুক্তিগত বাধ্যবাধকতার সূচনা করে। চুক্তি আইনে বিভিন্ন ধরণের প্রস্তাব সুনির্দিষ্ট করে উল্লেখ করা না হলেও প্রস্তাবকারী কী ধরণের প্রস্তাব দিয়েছিলেন তা আলাদা করার জন্য প্রস্তাবের শ্রেণী বিন্যাস করা হয়েছে। কারণ প্রস্তাবের ধরণ অনুযায়ী বিভিন্ন ধরণের আইনী নিয়ম প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়াও অযাচিত লেনদেন এড়াতে প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণের পার্থক্য করাও জরুরি।
সুতরাং আমি এখানে চালু প্রস্তাব ও পাল্টা প্রস্তাব কাকে বলে সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What are standing offer and counter offer?
চালু প্রস্তাব ও পাল্টা প্রস্তাব কি?
প্রস্তাব হলো- চুক্তিভুক্ত চুক্তিতে প্রবেশের জন্য একটি আমন্ত্রণকে বোঝায়। প্রস্তাব গ্রহীতা যখন প্রস্তাবটি গ্রহণ করে, তখন আইনতগতভাবে চুক্তি তৈরি হয়। কোন চুক্তির জন্য একটি পক্ষ বা উভয় পক্ষই প্রস্তাব দিতে পারে অথবা পাল্টা প্রস্তাব দিতে পারে। তবে, অবস্থার পরিপ্রেক্ষিতে প্রস্তাবের ধরণ বিভিন্ন রকম হতে হতে পারে। তন্মধ্যে চালু প্রস্তাব ও পাল্টা প্রস্তাব উল্লেখযোগ্য।
চালু প্রস্তাব (Standing offer)
Standing offer বা চালু প্রস্তাব হলো এমন প্রস্তাব যা একটি সুনির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত থাকে এবং মেয়াদোত্তীর্ণের পূর্বে যে কোন সময় তা গ্রহণ করা যেতে পারে।
উদাহরণঃ কোন প্রতিষ্ঠানে সারা বছর বিভিন্ন মালামাল সরবরাহের প্রয়োজন হতে পারে। এগুলি সরবরাহের জন্য বার বার টেন্ডার বা দরপত্র আহবান না করে বছরের প্রারম্ভে একবার শুধু দর স্থির করার জন্য দরপত্র আহবান করা হয়। এতে উল্লেখ থাকে যে, বছরের বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে সে প্রতিষ্ঠান মালামাল সরবরাহের জন্য নির্দেশ দিবে। এতে সাড়া দিয়ে প্রদত্ত দরপত্রকে প্রস্তাব এবং গৃহীত দরপত্রকে গ্রহণ বলা যাবে না। এই ক্ষেত্রে গ্রহণে দ্বারা এই ইঙ্গিত বহন করে যে, গৃহীত দরে মালামাল সরবরাহের জন্য নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তাবটি উন্মুক্ত থাকবে। বিভিন্ন সময়ে প্রস্তাবটি যে পরিমাণ মালামাল সরবরাহের নির্দেশ দিবে সে পরিমাণ মত প্রস্তাবের গ্রহণ সম্পূর্ণ হলো বলে ধরা হবে। ফলে, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন চুক্তির সৃষ্টি হবে। গৃহীত দরে মালামালের অর্ডার দিতে সে প্রতিষ্ঠান বাধ্য থাকে না, কেণনা অর্ডার দেয়া অর্থাৎ চালু প্রস্তাব গ্রহণ করা তার স্বেচ্ছাধীন ব্যপার।
এভাবে দর সাব্যস্ত করার জন্য টেন্ডার বা দরপত্র গ্রহণের ফলে নির্দিষ্ট সময়ের জন্য যে প্রস্তাবটি উন্মুক্ত থাকে তাকে চালু প্রস্তাব বা মুক্ত প্রস্তাব বলে।
পাল্টা প্রস্তাব (Counter offer)
প্রস্তাব দাতার প্রস্তাব সম্পূর্ণরুপে গ্রহণ না করে প্রস্তাব গ্রহীতা যদি কোন কিছু প্রস্তাব করে তবে তাকে পাল্টা প্রস্তাব বলে।
সর্বোপরি, পাল্টা প্রস্তাব (Counter offer) মূল প্রস্তাবকারীকে তিনটি বিকল্প দেয়; এটি গ্রহণ করুন, তা প্রত্যাখ্যান করুন বা অন্য কোনও প্রস্তাব করুন এবং আলোচনা চালিয়ে যান।
উদাহরণঃ ‘ক’ তার বাড়িটি ১০ লক্ষ টাকায় বিক্রয়ের জন্য ‘খ’ এর নিকট প্রস্তাব দেয়। ‘খ’ উক্ত বাড়িটি ৮ লক্ষ টাকায় কিনতে সম্মত আছে বলে জানায়। এ ক্ষেত্রে ‘খ’ এর উক্তি হচ্ছে একটা পাল্টা প্রস্তাব। এই পাল্টা প্রস্তাবের ফলে ‘ক’ এর আদী প্রস্তাব নাকচ হয়ে যাবে এবং ‘খ’ এর পাল্টা প্রস্তাবই উন্মুক্ত থাকবে। ‘ক’ তা গ্রহণ করতে পারে নাও পারে। গ্রহণ না করলে ‘খ’ পুনরায় ১০ লক্ষ টাকার ‘ক’ এর আদি বিক্রয় প্রস্তাবটি আর গ্রহণ করতে পারে না, কেণনা তা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এখন ১০ লক্ষ টাকায় ক্রয় করতে চাইলে তা হবে ‘খ’ এর ক্রয় প্রস্তাব যা গ্রহণ করা যায় কিনা তা ‘ক’ এর বিবেচ্য বিয়ষ।
পাল্টা প্রস্তাব মূলতঃ বিভিন্ন ধরণের ব্যবসায়িক আলোচনা, লেনদেন, দুটি ব্যক্তি বা দুটি সত্তার মধ্যে ব্যক্তিগত এবং পাবলিক ডিলগুলিতে ব্যবহৃত হয়ে থাকে।
COMMENTS