যাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ। মহানবী ছাল্লাল্লাহু আ’লায়হি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে যাকাত ফরজ হ...
যাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ। মহানবী ছাল্লাল্লাহু আ’লায়হি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে যাকাত ফরজ হয়।পক্ষান্তরে, বর্তমান আধুনিক বিশ্বের অনেক দেশে রাষ্ট্রীয় উপার্জনের মাধ্যম হিসেবে ‘আয়কর’ ব্যবস্থা চালু করা হয়, যা দেশের নাগরিকদের সুবিধার জন্য ব্যবহৃত হয়। অধিকন্তু, মসজিদ তৈরী ও দরিদ্রদের সাহায্য করার মতো কাজে এই অর্থের কিছু অংশ ব্যবহার করে থাকে।
ফলশ্রুতিতে, প্রশ্ন উঠে যে, আয়কর প্রদান করলেও কি শতকরা ২.৫% যাকাত প্রদান করতে হবে? কিংবা সরকার কর্তৃক নির্ধারিত ‘আয়কর’ অবদানের অংশটি যাকাত হিসেবে বিবেচ্য কিনা?
এ সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করাই এ লেখনীর মুখ্য উদ্দেশ্য। আশা করি আপনি উপকৃত হবেন।
Can Income Tax be considered as Zakat?
আয়করকে যাকাত হিসাবে গণ্য করা যায়?
আয়কর এবং যাকাত তাদের সংস্থান বা সংগ্রহের ভিত্তিতে দুটি পৃথক পরিভাষা। প্রকৃতিগতভাবে মিল থাকলেও উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে তহবিল সংগ্রহ করার জন্য শাসক বৈধভাবে ট্যাক্স আরোপ করতে পারেন। পক্ষান্তরে, যাকাত একটি ধর্মীয় আইন এবং আল্লাহ প্রদত্ত ইবাদাত। অধিকন্তু, যাকাতের বৈধতা ও গুরুত্ব সম্পর্কে কুরআন মাজিদের বহু আয়াত ও মহানবী ছাল্লাল্লাহু আ’লায়হি ওয়া সাল্লাম এর অসংখ্য হাদিছ রয়েছে। যেমন, কুরআন মাজিদে বলা হয়েছে-
“নামায আদায় কর, যাকাত প্রদান কর এবং জামাতের সহিত নামায আদায় কর।” (সুরাঃ বাকারা, ৪৩)।
অপর স্থানে বলা হয়েছে-
“আর তাদের ধন-সম্পদে ভিক্ষুক ও অসহায়দের জন্য নির্দিষ্ট অধিকার রয়েছে।” (সুরাঃ মা'রিজ, ২৪-২৫)।
এছাড়া, মহানবী ছাল্লাল্লাহু আ’লায়হি ওয়া সাল্লাম ইসলামের পাঁচটি ভিত্তি সম্পর্কে বলেছেন-
- শাহাদাহ: আন্তরিকভাবে বিশ্বাসের সাথে সাক্ষ্য দেওয়া যে, আ্ল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই এবং মুহাম্মদ ছাল্লাল্লাহু আ’লায়হি ওয়া সাল্লাম তাঁর প্রেরীত রাসূল;
- নামাজ: প্রতিদিন পাঁচ ওয়াক্ত যথাযথভাবে নামাজ আদায় করা;
- যাকাত: দরিদ্র ও মিসকীনদের উপকারের জন্য যাকাত প্রদান করা;
- ছওম: রমজান মাসে রোজা রাখা; ও
- হজ: মক্কায় হজ্জ পালন করা। (বোখারী শরীফ)
আর যাকাত হলো- নিছাব পরিমাণ সম্পদের অধিকারী প্রত্যেক স্বাধীন, সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক নর-নারীর উপর যাকাত আদায় প্রদান করা ফরজ ইবাদত। ইসলামে যাকাতের নিজস্ব বৈশিষ্ট্য এবং বিশেষ বিধিবিধান রয়েছে।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে- যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ, সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রৌপ্য, পণ্যদ্রব্য বা নগদ নির্দিষ্ট সময়ের জন্য কারও মালিকানাধীন থাকে অর্থাৎ পুরো বছর তাহলে তার উপর যাকাত আরোপ করা হয়। এক্ষেত্রে যাকাতের হার সঞ্চিত সম্পদের ১/৪০ বা ২.৫ শতাংশ।
ইসলামে যাকাত প্রদানের সুনির্দিষ্ট আটটি ক্ষেত্র রয়েছে। যেমন, কুরআন মাজিদে সূরাঃ তৌবার ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে-
- দরিদ্র;
- নিঃস্ব;
- যাকাতের (দাতব্য) কাজে নিযুক্ত ব্যক্তিগণ;
- যাদের অন্তর ইমানের প্রতি আকৃষ্ট;
- দাস/দাসী মুক্তির কাজে;
- ঋণগ্রস্থদের সাহায্যের কাজে;
- আল্লাহর পথে; ও
- মুসাফিরের উপকারে। (সূরাঃ তৌবা, আয়াত-৬০)।
উল্লিখিত আট শ্রেণীর সুবিধাভোগীর চাহিদা মেটাতে যাকাত আদায় করা হয়।
আয়কর (Income Tax)
আয়কর অর্থ - আয় থেকে কর। কোন ব্যক্তি বা সত্তার উপর সরকার কর্তৃক আরোপিত একটি কর, যা আয় বা লভ্যাংশের পরিমাণ অনুসারে পরিবর্তিত হয়। বিভিন্ন মামলার সিদ্ধান্তসমূহ থেকে বলা যায় যে, আয়কর করদাতার আয়ের সমষ্টির উপর নির্ধারিত একক একটি কর।
মোটকথা, রাষ্ট্রের সমস্ত মানুষের স্বার্থে রাষ্ট্রের ব্যয় মেটাতে সরকারকে প্রদেয় বাধ্যতামূলক পরিমাণ।
সর্বোপরি, উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, যাকাত, সরকারকে প্রদেয় আয়করের চেয়ে আলাদা। ফলে, আয়কর যাকাতকে প্রতিস্থাপন করে না। তাই আয়করকে যাকাত হিসেবে গণ্য করা যায় না।
COMMENTS