প্রথাকে এমন একটি সাংস্কৃতিক ধারণা হিসাবে বর্ণনা করা যেতে পারে যা নিয়মিত আচরণের ধরণকে সংজ্ঞায়িত করে, যা একটি সামাজিক ব্যবস্থায় জীবনের একটি...
প্রথাকে এমন একটি সাংস্কৃতিক ধারণা হিসাবে বর্ণনা করা যেতে পারে যা নিয়মিত আচরণের ধরণকে সংজ্ঞায়িত করে, যা একটি সামাজিক ব্যবস্থায় জীবনের একটি বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয়। প্রথা আইনের অন্যতম প্রাথমিক উৎস। সমাজে ভারসাম্য ও শান্তি বজায় রাখার জন্য প্রথা গুরুত্বপূর্ণ।
নিম্নে আমি কিভাবে একটি প্রথা আইনের মর্যদা অর্জন করতে পারে সে ব্যাপারে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
How does a custom attain the force of law?
কিভাবে একটি প্রথা আইনের মর্যদা লাভ করে?
Cutom বা প্রথা হচ্ছে এমন কোন নিয়ম-কানুন বা রীতি-নীতি যা দীর্ঘকাল ধরে মানুষ পালন করে আসছে। হিন্দু আইনে প্রথা হচ্ছে এ সকল রীতি-নীতি যা সমাজ জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত এবং যাকে পরিহার করে চলা সম্ভব নয়। ফলে, ইহা অবশ্য পালনীয় হয়ে পড়ে এবং আইনের মর্যদা লাভ করে। তখন প্রথা লঙ্ঘন করার অর্থ হচ্ছে আইন লঙ্ঘন করা। তাই প্রথা হিন্দু আইনের এক অন্যতম প্রধান উৎস। প্রথা তিন প্রকার। যথাঃ
- স্থানীয় প্রথাঃ বিশেষ কোন অঞ্চলের লোকদের মধ্যে প্রচলিত প্রথাকে বলা হয় স্থানীয় প্রথা।
- শ্রেণী ভিত্তিক প্রথাঃ হিন্দু সমাজে বিভিন্ন সম্প্রদায় রয়েছে। যে সকল প্রথা কোন বিশেষ সম্প্রদায় বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ তাকে শ্রেণী ভিত্তিক প্রথা বলে।
- পারিবারিক প্রথাঃ যে সকল প্রথা একটি বিশেষ পরিবারে স্মরণাতীত কাল হতে চালু রয়েছে তা হচ্ছে সেই পরিবারের পারিবারিক প্রথা।
আইনের মর্যদা
একটি প্রথাকে আইনের মর্যাদা অর্জন করতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবেঃ
- প্রাচীনত্ব (Antiquity): একটি প্রথাকে আইনের মর্যাদ পেতে হলে তা সুপ্রাচীন হতে হবে। সাধারণতঃ শতাব্দীকাল বা তার চেয়ে প্রাচীন প্রথাকে সুপ্রাচীন বা স্মরণাতীত কালের বলা যায়।
- অবিচ্ছিন্নতা (Continnuity): প্রথাকে হতে হবে নিরবচ্ছিন্ন বা ধারাবাহিক। কোন কারণে তা বিচ্ছিন্ন হয়ে গেলে তা আইনের মর্যদা হারাবে।
- যুক্তিযুক্ততা (Reasonableness): প্রথাকে অবশ্যই যুক্তিযুক্ত হতে হবে। অযৌক্তিক প্রথা কখনো গ্রহণযোগ্য নয়।
- নির্দিষ্টতা (Certainty): প্রথা অবশ্য যথার্থ ও নির্দিষ্ট হতে হবে। দ্ব্যার্থবোধক বা অস্পষ্ট প্রথা অচল।
- নৈতিকতা বা জননীতির বিরোধী না হওয়া (Not opposed to morality or public policy): কোন প্রথা যদি সাধারণতঃ নৈতিকতা বিরোধী বা সরকার প্রণীত আইনের বিরোধী হয় তবে তা বাতিল হয়ে যাবে।
- প্রণীত আইন দ্বারা নিষিদ্ধ না হওয়া (Must not be forbidden by Legislature): আইনসভা যদি কোন প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করেন তাহলে সে প্রথা আইনের মর্যদা হারাবে। যেমন, সতীদাহ প্রথা ভারতবর্ষের আইনসভা নিষিদ্ধ করায় এই প্রথা এখন অবৈধ।
সর্বোপরি, একটি প্রথা কেবল তখনই একটি বৈধ আইন হিসাবে বিবেচিত হবে যখন উপরোক্ত শর্তাবলী উহার মধ্যে পাওয়া যাবে।
COMMENTS