কর দেওয়া একটি মহৎ কাজ হলেও কষ্টে উপার্জিত অর্থের একটি মোটা অংক কর খাতে প্রদান করতে অনেককে চিমটি দেয়। ফলশ্রুতিতে, দেশের অনেক নাগরিক কখনও কখন...
কর দেওয়া একটি মহৎ কাজ হলেও কষ্টে উপার্জিত অর্থের একটি মোটা অংক কর খাতে প্রদান করতে অনেককে চিমটি দেয়। ফলশ্রুতিতে, দেশের অনেক নাগরিক কখনও কখনও সমস্ত আয় প্রকাশ না করা এবং কম কর প্রদানসহ বিভিন্ন অন্যায় উপায় অবলম্বন করে থাকে।
এই নিবন্ধে, আমি আয়কর এড়ানো ও তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনি উপকৃত হবেন।
What is tax escaping in the Income Tax Ordinance?
আয়কর অধ্যাদেশে কর এড়ানো কি?
করের মাধ্যমে সরকার যে রাজস্ব সংগ্রহ করে থাকে তা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু মনস্তাত্ত্বিক কারণে হোক বা অন্য কোন কারণে হোক অধিকাংশ লোকই কর প্রদানের স্বাচ্ছন্দ বোধ করেন না কিংবা করলেও কম কর প্রদান করতে সচেষ্ট থাকেন। কর এড়ানোর এ প্রবণতা সব দেশেই কমবেশি রয়েছে এবং সরকারের প্রচেষ্টা সত্ত্বেও এর সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব হয়নি। বিভিন্ন অপকৌশলের মাধ্যমে কর প্রদান হতে এড়িয়ে যাওয়া কিংবা যথার্থ পরিমাণ কর প্রদান না করে কম কর দেয়াকে কর এড়ানো বলে।
কর এড়ানো দু’ভাবে হতে পারে। যথাঃ
- Tax avoidance বা কর পরিহার; ও
- Tax evasion বা কর ফাঁকি।
Tax avoidance (কর পরিহার)
কর পরিহার বা আইনের আওতায় থেকে কর এড়ানো হচ্ছে করদাতা কর্তৃক তার লেনদেন এমনভাবে পরিকল্পনা করা ও সংঘটিত করা যেনো কম করভার হয়। স্বাভাবিকভাবে লেনদেন করলে যে করভার হতো কর এড়ানোর উদ্দেশ্যে বিশেষভাবে তা সংঘটিত করায় আইনসঙ্গতভাবে এক্ষেত্রে কম কর প্রদান করা হয়। একে ইংরেজিতে Tax avoidance বলে।
এটা আইনগত অপরাধ না হলেও নৈতিক অপরাধ। কেণনা, করদাতা আইন ভঙ্গ না করে কৌশলে কম কর দেয়ায় সরকার ন্যায্য রাজস্ব হতে বঞ্চিত হয়।
Tax evasion (কর ফাঁকি)
আইনকে ফাঁকি দেয়ার উদ্দেশ্যে মিথ্যা বা জালিয়াতির আশ্রয় নিয়ে কর এড়িয়ে যাওয়া বা কম কর প্রদান করা হচ্ছে Tax evasion। এটা নৈতিক ও আইনগত উভয় প্রকার অপরাধ।
উভয় ক্ষেত্রে করদাতার উদ্দেশ্য থাকে করা না দেয়া কিংবা কম দেয়া। কিন্তু কর ফাঁকি দেয়া আয়কর অধ্যাদেশ অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু কর পরিহার শাস্তিযোগ্য অপরাধ নয় তবে নৈতিকতার দৃষ্টি ভঙ্গিতে এটা অন্যায়।
যে সকল পরিস্থিতিতে কর এড়ানো হয়
নিম্নোক্তভাবে সাধারণতঃ কর এড়ানো হয়ঃ
- কম আয় প্রদর্শন করে আয়কর প্রদান করা;
- যথার্থ আয় প্রদর্শন করে কম হারে আয়কর প্রদান করা;
- অতিরিক্ত রেয়াত বা ছাড়পত্র পাওয়া;
- অতিরিক্ত কর ফেরত পাওয়া; ও
- অন্য কোন কারণে কম কর প্রদান করা।
এড়িয়ে যাওয়া কর আয়করের আওতায় আনা
কর উপ-কমিশনার যদি মনে করেন যে, কোন ব্যক্তি কোন বিশেষ আয় বর্ষে বা বর্ষসমূহে তার আয় বা মুনাফার উপর যে কোন কারণে কর এড়িয়ে গেছেন, বা কম আয় দেখিয়েছেন কিংবা কম হারে কর প্রদান করেছেন বা অতিরিক্ত ছাড়প্রাপ্ত হয়েছেন, বা অতিরিক্ত কর ফেরত পেয়েছেন; তাহলে তিনি উক্ত বর্ষ বা বর্ষসমূহের কর পুননির্ধারনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
নিম্নলিখিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির এবং কোম্পানির ক্ষেত্রে প্রধান কর্মকর্তার উপর অধ্যাদেশের ৯৩ ধারা অনুযাায়ী নোটিশ জারি করতে পারেনঃ
- যদি কর উপ-কমিশনারের নিকট প্রতীয়মান হয় যে, করদাতা বা তার পক্ষ হতে অন্য কেউ অধ্যাদেশের ৭৫ ও ৭৭ ধারা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করেননি।
- করদাতা আয়ের বিবরণে কিছু গোপন করেছেন; অথবা
- ইচ্ছাকৃতভাবে ভূল তথ্য পরিবেশন করেছেন; অথবা
- সকল প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেননি বা করতে ব্যর্থ হয়েছেন।
এ সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর নির্ধারণী বর্ষের ৮ বছরের মধ্যে এই নোটিশ জারি করতে হবে। অন্য সকল ক্ষেত্রে ২ বছরের মধ্যে নোটিশ জারি করতে হবে। যে সকল বর্ষে কর এড়ানো হয়েছে ঐ সকল বর্ষে প্রযোজ্য কর হার অনুসারে কর দাতার উপর কর ধার্য করা হবে।
আরোও উল্লেখ্য যে, যেক্ষেত্রে কর উপ-কমিশনার কর এড়ানো সংক্রান্ত সকল তথ্য পেয়েছেন সেক্ষেত্রে তিনি নিজ কর ধার্য করণের ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু তিনি সঠিক তথ্য না পেয়ে থাকলে পরিদর্শী যুগ্ম কর কমিশনারের অনুমতিক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
COMMENTS