মুসলিম আইনের অধীনে মোহরানা বিবাহের একটি গুরুত্বপূর্ণ উপাদান ও অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দুর্ভাগ্যক্রমে, ইসলামিক ধারণা ‘মোহর’ নিয়ে ব্যাপকভাবে ...
মুসলিম আইনের অধীনে মোহরানা বিবাহের একটি গুরুত্বপূর্ণ উপাদান ও অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দুর্ভাগ্যক্রমে, ইসলামিক ধারণা ‘মোহর’ নিয়ে ব্যাপকভাবে ভুল ধারণার সৃষ্টি হয়েছে।
ফলে, মোহরানা বিনিময় মূল্য কিনা সে প্রসঙ্গে নিম্নে আলোচনা করা হলো।
Is Dower consideration or not?
মোহরানা বিনিময় মূল্য কিনা?
মুসলিম আইন অনুযায়ী বিবাহ হচ্ছে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সম্পাদিত একটি চুক্তি যদ্বারা উভয়ের মধ্যে সম্ভোগ ও সন্তান লাভ চিরস্থায়ীভাবে বৈধকরণ করা হয়। সংজ্ঞার আনুষ্ঠানিকতায় যদিও বিবাহকে একটি বিধানিক চুক্তি বলা হয়, তবুও প্রকৃতপক্ষে ইহা নিছক একটি চুক্তি নয়।
কারণ, যে কোন চুক্তি সাময়িককালের জন্য হতে পারে, কিন্তু বিবাহের চুক্তি যাবজ্জীবনের জন্য। এছাড়া প্রত্যেক চুক্তিতে পূর্বাহ্নেই প্রতিদান স্থির করা হয়। কিন্তু বিবাহের সময় স্থিরকৃত না হলেও তা অসিদ্ধ হয় না। পরবর্তীকালেও তা স্থির করা যায়। এমনকি দেন-মোহর প্রদান করা হবে না বলে স্থির করা হলেও বৈধ বিবাহে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
আব্দুল কাদির বনাম সালিমা [(১৮৮৬) ৮ এলাহাবাদ, ১৪৯] মামলায় বিচারপতি মাহমুদ বলেন, “দেন মোহরকে বিক্রয় চুক্তির বিনিময় মূল্যের সঙ্গে তুলনা করা হয় এজন্য যে, বিবাহ যেহেতু একটি অধিকার সম্পর্কিত চুক্তি, সেহেতু মুসলিম আইনবিদগণ এর সাথে বিক্রয় চুক্তির তুলনা করতে অভ্যস্ত। দেন-মোহর কন্যার মূল্য নয়, যদি তাই হতো তাহলে বিবাহের পরে দেন-মোহর ধার্য করা বিনিময় মূল্য হিসেবে বাতিল হতো, কিন্তু মুসলিম আইনে তা বৈধ।”
আবার হিন্দু বা খ্রিষ্টান বিবাহের মত এটা একটা ধর্মীয় সংস্কারও নয়। ধর্মীয় বিধানাবলীর অন্তর্ভূক্ত না হলেও বিবাহকে ইবাদতের শামিল বলে গণ্য করা হয়। যাতে মানুষ অপবিত্রতা ও ব্যভিচার হতে নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হয় তজ্জন্য বিবাহ একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এতে শুধু ধর্মীয় তাৎপর্যই নয়, সামাজিক তাৎপর্যও রয়েছে।
তাই বলা যায় যে, মুসলিম বিবাহ-
- শুধুমাত্র বিধানিক চুক্তি নয়, একটি ধর্মীয় অনুষ্ঠান ও পবিত্র বন্ধনও বটে। অন্যান্য বিবাহ যাকে ধর্মীয় অনুষ্ঠান বলা হয় তার সাথে এটার পার্থক্য হচ্ছে এই যে, মুসলিম বিবাহ ইচ্ছাকৃতভাবে ভেঙ্গে দেয়া যায় কিংবা স্বামীর মৃত্যূর পর তা ভেঙ্গে যায়।
- এর মধ্যে কর্তব্যবোধ ও ধর্মীয় বোধ রয়েছে।
- যদিও সম্ভোগ ও সন্তান উৎপাদনই বিবাহের প্রাথমিক উদ্দেশ্য বলা হয় ইহা জীবনে শান্তি ও স্বস্তি বিধানে সহায়ক বলে গণ্য করা হয়।
- ইহা কোন শর্ত সাপেক্ষ না, সঙ্গে সঙ্গেই কার্যকরী হয়।
মোটকথা, মুসলিম আইনের অধীনে মোহরানা হলো এমন অর্থ বা সম্পত্তি যা স্ত্রী বিবাহের প্রতিদানস্বরুপ স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকারী, তবে এই প্রতিদান দেওয়ানী চুক্তির মতো নয়। স্ত্রীকে সম্মানের চিহ্ন হিসাবে স্বামীর উপরে আরোপিত দায়বদ্ধতা। মোহরানার প্রধান উদ্দেশ্য হলো স্ত্রীকে তার বিবাহ বিচ্ছেদের পরে তার জীবন-যাপনের জন্য সরবরাহ করা যাতে স্বামীর মৃত্যুর পরেও সে নিঃস্ব না হয়।
COMMENTS