রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার পর কোন ব্যক্তি স্বীয় পদে ৫ বছর অধিষ্ঠিত থাকবেন। তবে এর মধ্যে তার মৃত্যূ হলে কিংবা স্বেচ্ছায় পদত্যাগ বা অবসর গ্...
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার পর কোন ব্যক্তি স্বীয় পদে ৫ বছর অধিষ্ঠিত থাকবেন। তবে এর মধ্যে তার মৃত্যূ হলে কিংবা স্বেচ্ছায় পদত্যাগ বা অবসর গ্রহণ করলে কিংবা দোষীকরণ করা হলে কিংবা শারীরিক বা মানসিক দিক দিয়ে অক্ষম হলে ঐ পদ শূন্য হয়ে যাবে। দোষীকরণ বা অভিশংসন এবং অক্ষমতার কারণে অপসারণের বিধান সংবিধানের ৫৩ ও ৫৪ অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
What is the impeachment of the President?
রাষ্ট্রপতির অভিশংসন কি?
বাংলাদেশের সংবিধান লংঘন বা গুরুতর অসাদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে। এর জন্য অন্যূন দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের স্বাক্ষরে এরুপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে। এই নোটিশ জারির তারিখ হতে ১৪ দিনের আগে বা ৩০ দিনের পরে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে না। সংসদ অধিবেশন না থাকলে স্পীকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন। [৫৩(১) অনুচ্ছেদ]
এরুপ অভিযোগ Investigation এর জন্য পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কোন ট্রাইব্যুনালের নিকট রাষ্ট্রপতির আচরণ সম্পর্কে অবহিত করবেন। [৫৩(২) অনুচ্ছেদ]
অভিযোগ বিবেচনাধীন সময়ে রাষ্ট্রপতির উপস্থিতি বা প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। [৫৩(৩) অনুচ্ছেদ]
অভিযোগ বিবেচনার পরে, সংসদের মোট সসদ্য সংখ্যার তিন-চতুর্থাংশ ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোন প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাবটি গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাবে। [৫৩(৪) অনুচ্ছেদ]
অসামর্থের কারণে রাষ্ট্রপতির অপসারণ
শারীরিক বা মানসিক অসামর্থের কারণে রাষ্ট্রপতিকে তার পদ হতে অপসারণ করা যায়। সংসদের মোট সদস্যের অন্যূন দুই-তৃতীয়াংশের স্বাক্ষরসহ কথিত অসামর্থের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে। [৫৪(১) অনুচ্ছেদ]
সংসদ অধিবেশনরত না থাকলে নোটিশ প্রাপ্তিমাত্র স্পীকার সংসদের অধিবেশ আহ্বান করবেন ও একটি চিকিৎসা বোর্ড গঠনের প্রস্তাব আহ্বান করবে। প্রয়োজনীয় প্রস্তাব গৃহীত হবার পর স্পীকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন এবং ১০ দিনের মধ্যে বোর্ডের নিকট পরীক্ষার জন্য উপস্থিত হতে অনুরোধ করবেন। [৫৪(২) অনুচ্ছেদ]
অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদানের পর হতে ১৪ দিনের পূর্বে ৩০ দিনের পর প্রস্তাবটি ভোটে দেয়া যাবে না। অনুরুপ মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানরে প্রয়োজন হলে স্পীকার সংসদ আহ্বান করবেন। [৫৪(৩) অনুচ্ছেদ]
প্রস্তাবটি বিবেচিত হবার সময় রাষ্ট্রপতি নিজে উপস্থিতি থাকতে পারেন অথবা তার প্রতিনিধি প্রেরণ করতে পারেন। [৫৪(৪) অনুচ্ছেদ]
প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি মেডিক্যাল বোর্ড দ্বারা পরীক্ষিত হবার জন্য উপস্থিত না হয়ে থাকলে প্রস্তাবটি ভোটে দেয়া যাবে এবং সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন তিন-চতুর্থাংশ ভোটে তা গৃহীত হয়ে থাকলে ঐ তারিখেই রাষ্ট্রপতি পদ শূন্য হবে। [৫৪(৫) অনুচ্ছেদ]
অপসারণের জন্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হবার পূর্বে রাষ্ট্রপতি মেডিক্যাল বোর্ডের নিকট পরীক্ষিত হবার জন্য উপস্থিত হয়ে থাকলে সংসদের নিকট বোর্ডের মতামত পেশ করার সুযোগ না দেয়া পর্যন্ত প্রস্তাবটি ভোটে দেয়া যাবে না। [৫৪(৬) অনুচ্ছেদ]
সংসদ কর্তৃক প্রস্তাবটি এবং মেডিক্যাল বোর্ডের রিপোর্ট বিবেচিত হবার পর সংসদের মোট সদস্য সংখ্যার তিন-চতুর্থাংশ ভোটে প্রস্তাবটি গহীত হলে ঐ সময় হতেই রাষ্ট্রপতির পদ শূন্য হবে। [৫৪(৭) অনুচ্ছেদ]
COMMENTS