দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের চুক্তি সম্পাদন করে থাকি, যা চুক্তি আইন, ১৮৭২ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত চুক্তিকালে নিশ্চুপ থাকা প্রত...
দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের চুক্তি সম্পাদন করে থাকি, যা চুক্তি আইন, ১৮৭২ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত চুক্তিকালে নিশ্চুপ থাকা প্রতারণা নয়, তবে ক্ষেত্র বিশেষ নীরবতা প্রতারণা হতে পারে।
তাই, আসুন নিশ্চুপ থাকা কখন প্রতারণা হতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক।
Does silence amount to fraud?
নিশ্চুপ থাকা প্রতারণা কি না?
সাধারণতঃ মিথ্যাকে সত্য বলে ইঙ্গিত করা অথবা কোন তথ্যকে ইচ্ছাকৃত গোপন করাকে প্রতারণা বলে। চুক্তি আইন, ১৮৭২ এর ১৭ ধারায় এই মর্মে ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে, যদি অবস্থার পরিপ্রেক্ষিতে কোন ব্যক্তির কথা বলার কর্তব্য না হয়, অথবা যদি তার মৌনতা কথার বলার সামিল হয়, তবে চুক্তিতে সম্মত হতে কোন ব্যক্তির ইচ্ছাকে প্রভাবান্বিত করতে পারে, এই প্রকার কোন তথ্য সম্পর্কে নিছক মৌনতা অবলম্বন প্রতারণা নয়।
অতএব, উক্ত ধারাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে, নিম্নলিখিত ক্ষেত্রে মৌনতা অবলম্বন প্রতারণার সামিলঃ
প্রকাশ করা যেখানে আইনগত কর্তব্য
নীরবতা যদি দায়িত্ব লঙ্ঘন (Breach of duty) করে। অর্থাৎ লেনদেনের প্রকৃতি এবং উহার অবস্থাসমূহ বিবেচনা করে যদি মনে হয় যে, সেই ব্যক্তির কথা বলা কর্তব্য ছিল কিন্তু সে চুপ থাকে, তবে এই ধরণের নীরবতা প্রতারণা হিসেবে বিবেচিত হবে।
এছাড়া, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির প্রকৃতি বা মূল্য বা স্বত্ব সম্পর্কিত তথ্য প্রকাশ করা বিক্রেতার কর্তব্য। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ৫৫(১) ধারায় বর্ণিত হয়েছে যে, বিক্রেতা ক্রেতার নিকট তার সম্পত্তির সকল প্রকার গুরুত্বপূর্ণ ত্রুটি বা স্বত্বের কোন ত্রুটি, যা বিক্রেতা জানে, কিন্তু ক্রেতার পক্ষে সাধারণত প্রচেষ্টায় জানা সম্ভব নয়, তা প্রকাশ করতে বাধ্য। যদি তা না করে, তবে প্রতারণা হবে।
উদাহরণঃ ‘ক’ জানে যে, তার বাড়ির ভিত্তিতে একটি ফাটল রয়েছে। সে এই বাড়িটি ‘খ’ এর নিকট বিক্রি করে, কিন্তু এই ত্রুটি ‘খ’ এর কাছে প্রকাশ করেনি। এটি প্রতারণা।
নীরবতা যেখানে কথা বলার সামিল
ক্রেতা যদি বিক্রেতাকে বলে-“আপনি যদি অস্বীকার না করেন, তবে আমি ধরে নিবো যে, আপনার ঘোড়াটি সুস্থ”। বিক্রেতা কিছুই বললো না। এ ক্ষেত্রে বিক্রেতার মৌনতা কথা বলারই সমার্থক। তাই ঘোড়াটি যদি ত্রুটিযুক্ত হয়, তবে তা প্রতারণা।
সদ্বিশ্বাসের চুক্তির ক্ষেত্রে
- বীমা চুক্তি;
- জামিনের চুক্তি;
- অংশীদারিত্বের চুক্তি;
- শেয়ার ক্রয়ের চুক্তি;
- বিবাহের চুক্তি; ও
- অন্যান্য।
COMMENTS