বিয়ের উদ্দেশ্য স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা। হিন্দু আইন অনুসারে, বিয়ে একটি পবিত্র বন্ধন এবং দশটি প্রথার সর্বশেষ যা কখনও ভাঙা যায়...
বিয়ের উদ্দেশ্য স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা। হিন্দু আইন অনুসারে, বিয়ে একটি পবিত্র বন্ধন এবং দশটি প্রথার সর্বশেষ যা কখনও ভাঙা যায় না। এছাড়াও একজন মহিলাকে তার স্বামীর অর্ধেক হিসাবে বিবেচনা করা হয়। তবে, বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু বাধা-নিষেধ রয়েছে।
সুতরাং হিন্দু আইনে যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ তা নিম্নে আলোচনা করা হলো।
The prohibited degrees of marriage in Hindu law
হিন্দু আইনে বিয়ের নিষিদ্ধ স্তর
বিভিন্ন মুনি ঋষি নানা প্রকার নিয়ম বিধি প্রণয়নের মাধ্যমে হিন্দু বিয়েতে কতিপয় বাধা নিষেধ আরোপ করেছেন। হিন্দু আইনে নিম্নোক্ত বিয়ে নিষিদ্ধ করা হয়েছেঃ
(১) একজন হিন্দু পুরুষ তার নিজ গোত্রের বা প্রবরের কোন মহিলাকে বিয়ে করতে পারে না। তবে শুদ্রদের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। কারণ শুদ্রগণ প্রকৃত পক্ষে কোন গোত্রেরই অন্তর্ভূক্ত নয়।
(২) একজন হিন্দু পুরুষ সপিন্ডভূক্ত কোন নারীকে বিয়ে করতে পারে না। ইহা দায়ভাগ ও মিতাক্ষরা উভয় মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে সপিন্ডের ক্ষেত্রে এই উভয় মতবাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
দায়ভাগ মতে, একজন পুরুষ কোন মহিলাকে বিয়ে করতে পারে না-
- যদি সেই মহিলা তদীয় পিতৃকূলের সপ্তম পুরুষানুবর্তী অথবা তদীয় পিতৃকূলের যষ্ঠ পুরুষ পূর্ববর্তী কোন মহিলার পর্যায়ভূক্ত হয়;
- অথবা, যদি সেই মহিলা তদীয় মাতৃকূলের পঞ্চম পুরষানুবর্তী অথবা তদীয় মাতৃকূলের চতুর্থ পূর্ববর্তী কোন মহিলা পর্যায়ভূক্ত না হয়;
- যদি সেই মহিলা তদীয় পিতৃকূলের সপ্তম পুরুষানুবর্তীদের মধ্য থেকে উল্লেখিত ত্রিবিধ বন্ধু এবং তদীয় ষষ্ঠ পিতৃকূলের পূর্ববর্তী কারো সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। এখানে পিতৃবন্ধু বলতে পিতামহের বোনের পুত্র, পিতামহীর বোনের পুত্র, এবং পিতামহীর ভাই এর পুত্রকে বুঝায়;
- অথবা, যদি সেই মহিলা তদীয় মাতৃকূলের পঞ্চম পুরুষানুবর্তী হতে মাতৃকূলের উল্লেখিত ত্রিবিধ বন্ধু এবং তদীয় চতুর্থ পুরুষের কারো সাথে সেই মহিলার কোন আত্মীয়তার সম্পর্ক থাকে। এখানে মাতৃবন্ধু বলতে মাতামহের বোনের পুত্র, মাতামহীর বোনের পুত্র এবং মাতামহীর ভাই এর পুত্রকে বুঝায়।
মিতাক্ষরা মতে, একজন হিন্দু পুরুষ কোন মহিলাকে বিয়ে করতে পারে না-
- যদি তারা তাদের পিতৃকূলের সপ্তম পুরুষের মধ্যে সপিন্ডজনিত কারণে বাধাপ্রাপ্ত হয়;
- অথবা, যদি তাদের মধ্যে কেউ মাতৃকূলের পঞ্চম পুরুষের মধ্যে সপিন্ড মতে অযোগ্য হয়।
COMMENTS