ঐতিহাসিকভাবে, কমন ল’ পক্ষগুলিকে সামগ্রিক পরিস্থিতিতে তাদের আইনী অধিকার প্রয়োগ করার অনুমতি দেয়। কিন্তু এটি যখন আদালতের নিকট অত্যাধিক কঠোর হয়...
ঐতিহাসিকভাবে, কমন ল’ পক্ষগুলিকে সামগ্রিক পরিস্থিতিতে তাদের আইনী অধিকার প্রয়োগ করার অনুমতি দেয়। কিন্তু এটি যখন আদালতের নিকট অত্যাধিক কঠোর হয়েছিল, তখন আদালতকে আরও বিচক্ষণতার জন্য বিভিন্ন ‘ন্যায়সঙ্গত’ মতবাদ তৈরী করতে হয়েছিল, তন্মধ্যে Estoppel অন্যতম।
এই মতবাদটিকে যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপমহাদেশ সহ সাধারণ আইন ভিত্তিক প্রচলিত বিচার ব্যবস্থায় দেখা যায়।
What is Estoppel in contract law?
চুক্তি আইনে Estoppel কি?
Estoppel শব্দটি মূলতঃ ফ্রেঞ্চ শব্দ ‘Estoupail’ অথবা ‘Estoup’ থেকে উদ্ভূত। যার অর্থ- ‘মুখ বন্ধ কর’। এই মতবাদটি সর্ব প্রথম ১৮৭৭ সালে ইংল্যান্ডের কোর্টে Hughes V. Metropolitan Railway Co. মামলায় প্রয়োগ করা হয়েছিল।
এটি সাক্ষ্য আইনের একটা মতবাদ। The Evidence Act, 1872 এর ১১৫ ধারা অনুসারে, যদি কেউ কোন ঘটনা বা তথ্যকে বর্ণনা করে আদালতকে তা বিশ্বাস করতে আশা করে বা প্ররোচিত করে তাহলে পরে উক্তিটি মিথ্যা বলে দাবী করতে পারে না। উদাহরণস্বরূপ, একটি মামলায় অভিযুক্ত ‘ক’ চুরির কথা স্বীকার করেছে। পরে যদি সে তা অস্বীকার করে তবে তাকে বাধা দেওয়া হবে। (অর্থাৎ, তাকে অস্বীকার করতে দেওয়া হবে না বা তার পরবর্তী বিবৃতি গ্রাহ্য হবে না) এটিই মূলতঃ ইস্টোপেল।
অনুরুপভাবে, কোন ব্যক্তি যদি মিথ্যা জেনেও নিজেকে কারো প্রতিনিধি বা মালিক হিসেবে প্রকাশ করে, তাহলে পরে সে ব্যক্তি আর তা অস্বীকার করতে পারবে না।
মালিকের (Authority) বা প্রাধিকার ছাড়াই যদি প্রতিনিধি মালিকের পক্ষে কোন কাজ করে এবং মালিকের আচরণ দ্বারা তৃতীয় পক্ষকে এটা বিশ্বাস করতে প্রলুব্ধ করে যে, উক্ত কাজ প্রতিনিধির (Authority) বা প্রাধিকারের আওতাভূক্ত তবে চুক্তি আইন, ১৮৭২ এর ২৩৭ ধারা অনুযায়ী তাদের মধ্যে Estoppel বা নিবৃত্তি দ্বারা প্রতিনিধিত্বের সৃষ্টি হয়েছে বলে গণ্য করা হয়।
উদাহরণ
‘ক’ এর সামনেই তার ঘোড়াটি ‘খ’, ‘গ’ এর নিকট বিক্রয় করে। ‘ক’ এতে কোন আপত্তি করেনি। পরে ‘ক’ আর ‘খ’ এর (Authority) বা প্রাধিকারের অজুহাত উত্থাপন করতে পারবে না। কেণনা, Estoppel বা নিবৃত্তি দ্বারা ‘ক’ ও ‘খ’ এর মধ্যে প্রতিনিধিত্বের সৃষ্টি হয়েছে।
COMMENTS