ইদ্দত মুসলিম আইনে বিবাহ-পরিসমাপ্তির সাথে সম্পর্কিত একটি অ্যারাবিক শব্দ। এর অর্থ হচ্ছে Waiting time বা অপেক্ষাধীন কাল। ইদ্দত মূলতঃ কুরআন প্রণ...
ইদ্দত মুসলিম আইনে বিবাহ-পরিসমাপ্তির সাথে সম্পর্কিত একটি অ্যারাবিক শব্দ। এর অর্থ হচ্ছে Waiting time বা অপেক্ষাধীন কাল। ইদ্দত মূলতঃ কুরআন প্রণীত একটি বিধান যা মুসলিম মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য।
নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Why is the waiting period observed?
ইদ্দত কেন পালিত হয়?
ইদ্দত এর শাব্দিক অর্থ যাই হোক না কেন ইহাকে অপেক্ষাধীন কাল বলে অভিহিত করা হয়। মৃত্যূ, তালাক বা অন্যভাবে বিবাহের পরিসমাপ্তি ঘটলে সংশ্লিষ্ট মহিলাকে পুনরায় স্বামী গ্রহণ করার পূর্বে যে সময়-কাল অপেক্ষা করতে হয়, তাকেই ইদ্দত বলে। ইদ্দত পালন করার উদ্দেশ্য হলো পিতৃত্ব স্থাপন করা। সেই মহিলা গর্ভধারণ করেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এরুপ অপেক্ষা করতে হয়।
স্বামীর মৃত্যূর কারণে বিয়ের পরিসমাপ্তি ঘটলে দাম্পত্য মিলন হোক বা না হোক বিধবাকে অবশ্যই ইদ্দত পালন করতে হবে। তালাক দ্বারা বিবাহ-বিচ্ছেদ ঘটলে একমাত্র দাম্পত্য মিলনের ক্ষেত্রে ঐ মহিলাকে ইদ্দত পালন করতে হবে অন্যথায় নয়।
ইদ্দত পালনের সময়কাল
ইদ্দত পালনের সময়কাল সকল ক্ষেত্রে এক নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। এগুলি নিম্নরুপঃ
(১) সহিহ বিয়ের ক্ষেত্রেঃ
(ক) মৃত্যূর কারণে বিয়ের পরিসমাপ্তি হলে ইদ্দতের সময়কাল হচ্ছে ৪ মাস ১০ দিন।
(খ) তালাক দ্বারা পরিসমাপ্তি হলেঃ
- স্ত্রী ঋতুমতী (Menstruating) হলে ৩টি ঋতুকাল।
- স্ত্রী ঋতুমতী না হলে ৩টি চান্দ্রমাস হচ্ছে ইদ্দতকাল।
- স্ত্রী যদি ঋতুমতী হয়, ৩টি ঋতুকাল;
- স্ত্রী যদি ঋতুমতী না হয়, ৩টি চান্দ্রমাস হচ্ছে ইদ্দতকাল।
- উভয় প্রকার বিয়ের (সহিহ ও ফাসিদ) ক্ষেত্রে স্বামীর মৃত্যূর পর ৪ মাস ১০ দিন বা সন্তানের ভূমিষ্ট পর্যন্ত এ দুয়ের মধ্যে যে সময়টা বেশি তা হচ্ছে ইদ্দতকাল।
- তালাকের মাধ্যমে বিয়ের পরিসমাপ্তি ঘটলে সন্তানের ভূমিষ্টকাল পর্যন্ত বা গর্ভপাত পর্যন্ত হচ্ছে ইদ্দতকাল।
COMMENTS