বাংলাদেশ স্বাধীনতা পূর্ববর্তী তৎকালীন পাকিস্থানে তীব্র শ্রমিক অস্থিরতার প্রত্যক্ষ ফল হিসাবে ১৯৬৯ সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশের (Industrial R...
বাংলাদেশ স্বাধীনতা পূর্ববর্তী তৎকালীন পাকিস্থানে তীব্র শ্রমিক অস্থিরতার প্রত্যক্ষ ফল হিসাবে ১৯৬৯ সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশের (Industrial Relations Ordinance, 1969) মাধ্যমে একটি প্রক্রিয়া হিসাবে যৌথ দরকষাকষির প্রবর্তন করা হয়। এর উদ্দেশ্য ছিল মূলতঃ দেশের শিল্প সম্পর্ক ব্যবস্থাকে নতুন গতি দেয়া।
নিম্নে শিল্প আইন, ২০০৬ এর আলোকে যৌথ দরকষাকষি প্রতিনিধি সম্পর্কে আলোচনা করা হলো।
What does Collective Bargaining Agent mean?
যৌথ দরকষাকষি প্রতিনিধি বলতে কি বুঝায়?
কোন শিল্প বা প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকগণের স্বার্থ সম্পর্কিত বিষয়ে নিয়োগকর্তা এবং শ্রমিকদের স্বার্থে যৌথ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলাপ-আলোচনার দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তাকে যৌথ দরকষাকষি প্রতিনিধি (Collective Bargaining Agent) বলা হয় ।“যৌথ দরকষাকষি প্রতিনিধি” অর্থ কোন প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানপুঞ্জের এমন কোন ট্রেড ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন ফেডারেশন যা ত্রয়োদশ অধ্যায়ের অধীন উক্ত প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানপুঞ্জে যৌথ দরকষাকষির ব্যাপারে শ্রমিকগণের প্রতিনিধি।
সি. বি. এ. নির্বাচন
শ্রম আইন, ২০০৬ এর ২০২ ধারায় সি. বি. এ. (C.B.A) নির্ধারণ সম্পর্কে বিধান রয়েছে।
যে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকে সে ক্ষেত্রে কোন ট্রেড ইউনিয়ন অথবা মালিক এতদুদ্দেশ্যে দরখস্ত করলে শ্রম পরিচালক দরখস্ত প্রাপ্তির ১২০ দিনের মধ্যে প্রতিষ্ঠানে কোন ট্রেড ইউনিয়ন যৌষ দরকষাকষি প্রতিনিধি হবে, ইহা নির্ধারণের জন্য গোপন ভোটের ব্যবস্থা করবেন।
যৌথ দরকষাকষি প্রতিনিধি নির্ধারণের জন্য গোপন ভোট গ্রহণের উদ্দেশ্যে শ্রম পরিচালক নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করবেনঃ
- ভোট গ্রহণের তারিখ ঠিক করবেন, এবং ইহা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী ট্রেড ইউনিয়নকে এবং প্রত্যেক মালিককে প্রদান করবেন;
- ভোট গ্রহণের জন্য নির্দিষ্ট তারিখে প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রদানের জন্য ব্যালট বাক্স স্থাপন করবেন, এবং উহা প্রতিদ্বন্দ্বী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিগণের উপস্থিতিতে, যদি থাকেন, সীল করবেন;
- ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ পরিচালনা করবেন, এবং উক্ত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিগণকে উপস্থিত থাকবার সুযোগ দিবেন;
- ভোট গ্রহণ শেষ হওয়ার পরে, যদি উক্ত প্রতিনিধিরা উপস্থিত থাকেন, তা হলে তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলবেন এবং উহাতে প্রাপ্ত ভোট গণনা করবেন; এবং
- ভোট গণনা শেষে, যে ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ সংখ্যক ভোট প্রাপ্ত হবে, একে যৌথ দরকষাকষি প্রতিনিধি (C.B.A) বলে ঘোষণা করবেন।
তবে, শর্ত থাকে যে, কোন ট্রেড ইউনিয়নকে উক্তরুপ যৌথ দরকষাকষি প্রতিনিধি ঘোষণা করা যাবে না, যদি না এর প্রাপ্ত ভোটের সংখ্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত সকল শ্রমিকের মোট সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ হয়।
সি. বি. এ. এর ক্ষমতা ও কার্যাবলী
একজন যৌথ দরকষাকষি প্রতিনিধির ক্ষমতা ও কার্যাবলী (Power and Functions) সম্পর্কে শ্রম আইন, ২০০৬ এর ২০২(২৪) ধারায় বিধান রয়েছে। সুতরাং উক্ত বিধান অনুসারে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর যৌথ দরকষাকষি প্রতিনিধির ক্ষমতা ও কার্যাবলী নিম্নরুপঃ
- শ্রমিকদের চাকুরি না থাকা (Jobless) কর্মহীনতা, চাকুরির শর্তাবলি অথবা কাজের পরিবেশ সমন্ধে মালিকের সঙ্গে যৌথ দরকষাকষি করতে পারবেন;
- যে কোন কার্যক্রমে সকল বা যে কোন শ্রমিকের প্রতিনিধিত্ব করতে পারবেন;
- এই অধ্যায়ের বিধান অনুযায়ী ধর্মঘটের ডাক দেয়ার, এবং ধর্মঘট অব্যহত রাখার ঘোষণা করতে পারবেন;
- কোন কল্যাণ প্রতিষ্ঠানে অথবা ভবিষ্যৎ তহবিলে এবং পঞ্চদশ অধ্যায়ের অধীন প্রতিষ্ঠিত শ্রমিকগণের অংশগ্রহণ তহবিলের ট্রাস্টি বোর্ডে শ্রমিকগণের প্রতিনিধি মনোনয়ন করতে পারবেন; এবং
- এই আইনের আওতায় কোন একক ও দলবদ্ধ শ্রমিকের পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন।
COMMENTS