দেওয়ানী আদালতে বহুল প্রচলিত একটি মামলা হলো ঘোষণামূলক মামলা (Declaratory suit)। ঘোষণামূলক মামলা বলতে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা সাপেক্ষে কোন বৈধ...
দেওয়ানী আদালতে বহুল প্রচলিত একটি মামলা হলো ঘোষণামূলক মামলা (Declaratory suit)। ঘোষণামূলক মামলা বলতে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা সাপেক্ষে কোন বৈধ স্বত্বাধিকারীর স্বপক্ষে স্বত্ব প্রতিষ্ঠা মামলা বুঝায়। এই মামলাকে বিজ্ঞাপনী মামলাও বলা হয়ে থাকে।
নিম্নে ঘোষণামূলক মামলার প্রকৃতি ওপরিধি আলোচনা করা হলো।
The nature and scope of the declaratory suit
ঘোষণামূলক মামলার প্রকৃতি ও পরিধি
ঘোষণামূলক প্রতিকারের উদ্দেশ্যে হচ্ছে বাদীর স্বত্বকে রক্ষা করা এবং অধিক মামলা প্রতিহত করা। কোন পদ বা সম্পত্তিতে বাদীর আইনগত স্বত্ব বা অধিকার বিঘ্নিত হলে বাদী ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন।
এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৪২ ধারায় বলা হয়েছে যে, আইনগত পরিচয় (Legal character) বা কোন সম্পত্তির উপর অধিকার (Right to property) সম্পন্ন কোন ব্যক্তি এমন কোন লোকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে যে ঐরুপ মর্যদা বা অধিকার সম্পর্কে তার স্বত্ব অস্বীকার করছে বা অস্বীকার করতে আগ্রহ প্রকাশ করছে এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে উক্ত মামলায় একটি ঘোষণা দিতে পারেন যে, সে এরুপ অধিকারী। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে বাদী কেবলমাত্র স্বত্বের ঘোষণা ব্যতীত আরো প্রতিকার দাবী করতে সমর্থ অথচ তা করা হতে বিরত থাকে, সেক্ষেত্রে কোর্ট এরুপ ঘোষণা প্রদান করবেন না।
উদাহরণঃ
ধরুন, একটি গ্রামের বাসিন্দারা পাশ্ববর্তী গ্রামের জনৈক ব্যক্তি ‘ক’ এর জমির উপর দিয়ে একটি পথের অধিকার দাবী করলে তারা এরুপ দাবীর অধিকারী নয় এই মর্মে ঘোষণার জন্য ‘ক’ মামলা দায়ের করতে পারে। কেণনা, এক্ষেত্রে ‘ক’ এর অধিকার বিবাদীরা অস্বীকার করতে চাই।
ঘোষণামূলক মামলার প্রকৃতি (Nature) ও পরিধি (Scope) নিম্নরুপঃ
ঘোষণামূলক মামলার প্রকৃতি (Nature)
সুনির্দিষ্ট প্রতিকার আইনে দুই ধরণের প্রতিকার আছে। যেমন-
- রক্ষামূলক (Protective); এবং
- প্রতিকারমূলক (Remedial)।
ঘোষণামূলক মামলা (Declaratory suit) প্রতিকারমূলক অর্থাৎ ক্ষতিগ্রস্থ হলে তার স্বত্বের ঘোষণা দ্বারা প্রতিকার দেওয়া হয়, কোনরুপ আর্থিক ক্ষতিপূরণ বা অন্যরুপ প্রতিকার দেয়া হয় না।
ঘোষণামূলক মামলার পরিধি (Scope)
ঘোষণামূলক মামলার পরিধি বলতে সাধারণতঃ ঘোষণামূলক মামলার অনুশীলন বা প্রয়োগক্ষেত্রকে (Fields of declaratoy suit practice) বোঝায়। ঘোষণামূলক মামলার ব্যবহারিক বা প্রায়োগিক দিক নিয়েই এর পরিধি নির্ধারিত হয়। তাই এর পরিধি ব্যপক ও বিস্তৃত। ঘোষণামূলক মামলার প্রায়োগিক ক্ষেত্রসমূহ নিম্নরুপঃ
- বৈবাহিক বিষয়ে (Matrimonial matters);
- বিরুদ্ধ দখল (Adverse possession);
- সন্তানের বৈধতা (Legitimacy of the child);
- মৃত ব্যক্তির উত্তরাধিকার বিষয়ে (Inheritance of the deceased);
- ভোটাধিকার (Suffrage);
- ধর্মীয় অধিকার (Religious rights);
- চাকুরি (Job);
- বেনামী কারবার (Anonymous business);
- বৌদ্ধিক সম্পত্তি (Intellectual property) ইত্যাদি।
ঘোষণামূলক মামলায় আনুষঙ্গিক প্রতিকার না চাওয়ার ফল
ঘোষণামূলক মামলার ক্ষেত্রে ৪২ ধারায় যে শর্ত আরোপ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে, যেক্ষেত্রে বাদী কেবলমাত্র স্বত্বের ঘোষণা ব্যতীত আরো প্রতিকার দাবী করতে সমর্থ অথচ তা করা হতে বিরত থাকে, সেক্ষেত্রে কোর্ট এরুপ ঘোষণা প্রদান করবেন না।
এতে প্রতীয়মান হয় যে, আনুষঙ্গিক প্রতিকারের (Consequential relief) সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ উক্ত প্রতিকার না চায়, তবে শুধু ঘোষণার আদেশ প্রদান করা যায় না এবং ঘোষণার আদেশ দিলেও তা অকার্যকর ও নিষ্ফল হবে। বেদখল হবার পর যদি কেউ উদ্ধারের প্রার্থনা ছাড়াই শুধু স্বত্ব ঘোষণার মামলা দায়ের করে তাহলে উক্ত মামলায় ডিক্রি পেলেও তা অর্থহীন এবং নিষ্ফল হবে।
COMMENTS