“কোয়ান্টাম মেরিট” মতবাদের মূল উৎস ইংল্যান্ডের কমন ল’। যেহেতু, বাংলাদেশী চুক্তি আইন, ১৮৭২ ইংল্যান্ডের কমন ল’ এর নীতিগুলির উপর ভিত্তি করে গঠি...
“কোয়ান্টাম মেরিট” মতবাদের মূল উৎস ইংল্যান্ডের কমন ল’। যেহেতু, বাংলাদেশী চুক্তি আইন, ১৮৭২ ইংল্যান্ডের কমন ল’ এর নীতিগুলির উপর ভিত্তি করে গঠিত। ফলে, এই মতবাদটি বাংলাদেশের চুক্তি আইনে স্থান পেয়েছে। চুক্তি ভঙ্গের সাধারণ প্রতিকারসমূহের মধ্যে কোয়ান্টাম মেরিট (Quantum Meruit) উল্লেখযোগ্য একটি প্রতিকার।
নিম্নে কোয়ান্টাম মেরিট এর পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো।
The scope and importance of Quantum Meruit
কোয়ান্টাম মেরিট এর পরিধি ও গুরুত্ব
চুক্তি ভঙ্গ করলে ক্ষতিগ্রস্থ পক্ষ সাধারণ ক্ষতিপূরণ পেয়ে থাকে। কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী সে যদি ইতিমধ্যেই কিছু করে থাকে, তবে উক্ত কাজের পারিশ্রমিক বা মূল্য সে দাবী করতে পারে। কাজের অনুপাতে প্রদানকে কার্যানুপাতিক মূল্য প্রদান বলা হয়। এক পক্ষের চুক্তি ভঙ্গের কারণে কিংবা উত্তরকালীন অসম্ভবতার (Supervening impossibility) ফলে বা অন্য পক্ষ কোন কারণে যখন চুক্তি বাতিল হয়ে যায়, তখন নির্দোষ পক্ষ তার সম্পাদিত কাজের বা যে পরিমাণ মালামাল সরবরাহ করেছে তার মূল্য দাবী করলে এ মতবাদটি প্রযোজ্য হয়।
কোয়ান্টাম মেরিট এ পরিধি ও গুরুত্ব নিম্নরুপঃ
কোয়ান্টাম মেরিটের পরিধি
নিম্নোক্ত ক্ষেত্রে কার্যানুপাতিক মূল্য প্রদান মতবাদ প্রয়োগ করা হয়ঃ
(ক) এক পক্ষ চুক্তি ভঙ্গ করলে অপর পক্ষ তার ন্যায্য পাওনা দাবী করলে। প্ল্যানচি বনাম কলবার্ণ মামলায় প্রকাশ বাদী, বিবাদীর পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশের জন্য একটি পুস্তক রচনা করেন। কয়েকটি সংখ্যা প্রকাশিত হবার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। আদালতের সিদ্ধান্ত হয় যে, যে কয়টি সংখ্যা প্রকাশিত হয়েছে তার জন্য বাদী পারিশ্রমিক পাবে। [Palnche Vs. Colbum (1831) 8 bing 14]
(খ) কোন আইনগত কারণে যদি একটি চুক্তি অবলবৎযোগ্য বিবেচিত হয়, তাহলে ঐ চুক্তি অনুসারে এক পক্ষ কিছু কাজ করে থাকলে তার জন্য ন্যায্য পাওনা পাবার সে অধিকারী। ক্র্যাভেল এলিন বনাম ক্যানন্স লিমিটেড মামলার বাদী, বিবাদী কোম্পানীর পরিচালকমন্ডলী কর্তৃক চুক্তি মূলে ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হন এবং কিছু সময় উক্ত পদে কাজ করেন। কিন্তু উক্ত পরিচালকমন্ডলীর বাদীকে নিযুক্ত করার আইনগত ক্ষমতা ছিল না বিধায় এই নিয়োগ বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে যে সময়কাল বাদী কাজ করেছে সে সময়ের পারিশ্রমিক বাদী পাবার অধিকারী বলে আদালত রায় দেন। বাংলাদেশ চুক্তি আইন, ১৮৭২ এর ৬৫ ধারায় বর্ণিত হয়েছে যে, যখন কোন সম্মতি বাতিল হবে বলে প্রকাশ পায়, অথবা কোন চুক্তি বাতিল হয়, তখন উক্ত সম্মতি বা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি কারো নিকট হতে কোন সুবিধা লাভ করেন, তিনি সে ব্যক্তিকে তা প্রত্যার্পণ করতে বা তার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকবে। [Craren Ellis Vs. Canons Ltd (1936) 2K.B. 403]
(গ) বিনা চুক্তিতে কার্য বা পণ্য সরবরাহঃ বাংলাদেশ চুক্তি আইনের ৭০ ধারায় বিধান মতে যদি কোন ব্যক্তি অপর ব্যক্তির জন্য আইনসঙ্গতভাবে কিছু কার্য করে, অথবা বিনা মূল্যে না করার উদ্দেশ্য নিয়ে যদি কোন দ্রব্য সরবরাহ করে থাকে এবং যদি উক্ত অপর ব্যক্তি এর সুবিধা গ্রহণ করে থাকে, তাহলে উক্ত সুবিধাপ্রাপ্ত ব্যক্তি প্রথমোক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে অথবা সম্পাদিত বা সরবরাহকৃত দ্রব্য ফেরৎ দিতে বাধ্য থাকবে।
(ঘ) উত্তরকালীন অসম্ভবতার দরুন নৈরাশ্য মতবাদ প্রয়োগে কোন চুক্তি বাতিল হলে সংশ্লিষ্ট পক্ষ তার কাজের আনুপাতিক পারিশ্রমিক দাবী করলে এই মতবাদ প্রয়োগ করা হয়।
ইংল্যান্ডের আদালতের সিদ্ধান্ত অনুসারে নিম্নোক্ত ক্ষেত্রে কার্যানুপাতিক মূল্য প্রদান মতবাদ করা হয় নাঃ
- যে ক্ষেত্রে চুক্তির সমগ্র কাজের জন্য অর্থের পরিমাণ নির্দিষ্ট থাকে কিন্তু অসম্পাদিত কার্য হতে বিচ্ছিন্ন করা যায় না, অর্থাৎ অসম্পাদিত কার্য সমগ্র কাজের গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হয়, তবে এ মতবাদ প্রয়োগ করা যাবে না।
- যে ক্ষেত্রে পূর্বে সম্পাদিত কাজের জন্য কোন ব্যক্ত বা অব্যক্ত প্রতিশ্রুতির প্রমাণ পাওয়া যায় না।
- এ মতবাদ মূলে মূল্য বা পারিশ্রমিকের দাবীদার যদি নিজেই চুক্তি ভঙ্গের জন্য দায়ী হয়।
কোয়ান্টাম মেরিট এর গুরুত্ব
যখন পক্ষগুলি কোন চুক্তিতে আবদ্ধ হয়, তখন চুক্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকা স্বাভাবিক ব্যাপার। আর একটি চুক্তি বিভিন্ন কারণে চুক্তি ভঙ্গ হতে পারে। তবে, চুক্তি যেভাবেই ভঙ্গ হোক না কেন, চুক্তি ভঙ্গের একটি আইনগত প্রতিকার থাকা জরুরী। ফলশ্রুতিতে, চুক্তি আইনে সংক্ষুব্ধ ব্যক্তির জন্য পাঁচ ধরণের প্রতিকার বিদ্যমান তন্মধ্যে কোয়ান্টাম মেরিট একটি।
মতবাদটি এটি নিশ্চিত করতে সহায়তা করে যে, কোন ব্যক্তি যদি কোন পরিষেবা বা মাল সরবরাহ করে থাকে তবে সে চুক্তির সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু যদি সেই ব্যক্তি কোন কিছুই না পান তবে সেই ব্যক্তি মামলা দায়ের করে প্রতিকারটি গ্রহণ করতে পারবেন। সুতরাং চুক্তি ভঙ্গ হতে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠ সমাধানে কোয়ান্টাম মেরিট এর গুরুত্ব অনস্বীকার্য।
COMMENTS