সংবিধান এবং কংগ্রেসের প্রতিষ্ঠিত এখতিয়ারের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচার পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় অনুচ্ছেদের অধীনে মার্কিন আদালত...
সংবিধান এবং কংগ্রেসের প্রতিষ্ঠিত এখতিয়ারের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচার পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় অনুচ্ছেদের অধীনে মার্কিন আদালত তৈরি করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান বিচার ব্যবস্থায় দু’টি ধারার সমন্বয় দেখা যায়- (১) অঙ্গরাজ্য সমূহের বিচার ব্যবস্থা (Federal Courts) এবং (২) যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা (State Courts)। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত সুপ্রীম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র বিচার প্রশাসন সুপ্রীম কোর্ট ও এর অধঃস্তন কোর্টের (Subordinate Courts) উপর ন্যস্ত রয়েছে।
নিম্নে ফেডারাল আদালতসমূহের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হলো।
Structure of the US Federal courts
মার্কিন ফেডারাল আদালতের কাঠামো
সংবিধানের ৩(১) অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান শুধু সুপ্রীম কোর্টের ব্যবস্থা করেছে এবং অন্যান্য ফেডারেল কোর্ট স্থাপনের ভার কংগ্রেসের উপর ন্যস্ত করেছে। এই ক্ষমতাবলে কংগ্রেস বিভিন্ন ফেডারেল কোর্ট বা কেন্দ্রীয় আদালত স্থাপন করে।
অপরদিকে, অঙ্গরাজ্যগুলোও নিজ নিজ সংবিধানবলে তাদের নিজস্ব বিচার ব্যবস্থা গড়ে তুলে। ফেডারেল কোর্টগুলো তিন ভাগে বিভক্ত। যথাঃ
- ফেডারাল সুপ্রীম কোর্ট (Federal Supreme Court);
- ফেডারাল আপীল আদালত (Federal Courts of Appeal); এবং
- ফেডারাল জেলা আদালত (Federal District Court)।
ফেডারাল জেলা আদালত
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০০টি ডিস্ট্রিক্ট আদালত রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে, যুক্তরাষ্ট্রের কোন কোন স্টেটে একটি আবার কোন কোন স্টেটে একাধিক ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। ফলে, সেখানে প্রায় ৬৫০ জন জজ নিযুক্ত রয়েছেন।
ফেডারাল আপীল আদালত
ডিস্ট্রিক্ট আদালতসমূহের জাজমেন্টের বিরুদ্ধে আপীলের জন্য মোট ১২ টি আপীল আদালত রয়েছে, যেগুলো পূর্বে ভ্রাম্যমাণ আপীল আদালত বা Circuit Courts of Appeal বলা হতো। এই কোর্টে মোট ১৬৮ জন জজ নিযুক্ত আছেন। এখানে তিনজন বিচারক মোকদ্দমা শুনানী করেন এবং কেসের রায় প্রদান করেন। এই কোর্টের বিচারকগণকে সিনেটের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি নিয়োগদান করে থাকেন।
ফেডারাল সুপ্রীম কোর্ট
সুপ্রীম কোর্ট, ১৭৯০ সালের ১ ফেব্রুয়ারী নিউ ইউর্কের ওয়াল স্ট্রীটে প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে একজন প্রধান বিচারপতি ও পাঁচজন বিচারপতির সমন্বয়ে সুপ্রীমের কোর্টের কার্যক্রম চালু হয়েছিল। কালাবর্তে বিচারপতি সংখ্যা বৃদ্ধি পায়। ১৮০৭ সালে সাত জন এবং ১৮৬৬ সালে বিচারপতি সংখ্যা ৯ জনে উন্নিত করা হয়।
বর্তমানে সিনেটের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রধান বিচারপতি এবং ৮ জন বিচারপতি (মোট ৯ জন) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট গঠিত। একবার নিযুক্ত হলে একমাত্র ইমপিচমেন্ট ছাড়া কোন বিচারপতিকে পদচ্যূ করা যায় না।
সুপ্রীম কোর্টের বিচারপতিগণ অসাধারণ ব্যক্তিত্ব ও মর্যদার অধিকারী। তাই বিচারপতি নিয়োগের সময় তাদের জ্ঞান, অভিজ্ঞতা, সততা, ব্যক্তিত্ব ইত্যাদি বিবেচনা করা হয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে।
সুপ্রীম কোর্টের মূল বিচারের ও আপীল বিচারের এখতিয়ার আছে। তবে মূল বিচারের চেয়ে আপীল বিচারের পরিধি ও সংখ্যা বেশি। মূল এখতিয়ার সমূহ নিম্নরুপঃ
- রাষ্ট্রদূত সম্পর্কিত মামলা;
- অঙ্গরাজ্যের মধ্যে বিরোধ সংক্রান্ত মামলা;
- কেন্দ্রের সাথে অঙ্গরাজ্যের বিরোধ সংক্রান্ত মামলা।
যুক্তরাষ্ট্র সংক্রান্ত মামলার বিচার করতে হয় বিধায় সুপ্রীম কোর্টে অনেক আন্তর্জাতিক আইনের ব্যাখ্যার প্রয়োজন হয়। সুপ্রীম কোর্টের আপীল এখতিয়ার বেশ গুরুত্বপূর্ণ। কেণনা, এই এখতিয়ার প্রয়োগ করেই সুপ্রীম কোর্ট তার একচ্ছত্র ক্ষমতা প্রদর্শন করতে সমর্থ হয়েছে।
এছাড়া, কাজের চাপ সীমিত করার জন্য ১৯২৫ অধ্যাদেশের মাধ্যমে কেস আপীলযোগ্য কিনা তা বিবেচনার এখতিয়ার (Power of descretion) বিচাপতিগণকে প্রদান করা হয়েছে।
ফেডারেল কোর্টের বিচারের এখতিয়ার কোথাও সংবিধানে ব্যক্ত রয়েছে এবং কোথাও তা অনুমিত (Implied) হয়েছে। তবে কংগ্রেস আইনের মাধ্যমে স্থির করে দেয় কোন বিষয়গুলো সম্পর্কে ফেডারেল কোর্ট একচ্ছত্রভাবে এখতিয়ার প্রয়োগ করবে।
COMMENTS