চুক্তি দ্বারা সংশ্লিষ্ট পক্ষের মধ্যে অধিকার ও দায়ের সৃষ্টি হয়, যখন এই অধিকার বা দায়ের অবসান ঘটে, তাকে চুক্তির পরিসমাপ্তি (Termination of Con...
চুক্তি দ্বারা সংশ্লিষ্ট পক্ষের মধ্যে অধিকার ও দায়ের সৃষ্টি হয়, যখন এই অধিকার বা দায়ের অবসান ঘটে, তাকে চুক্তির পরিসমাপ্তি (Termination of Contract) বা দায়মুক্তি বা অব্যহতি বলে। যেমন- ‘ক’, ‘খ’ কে ১০০০ টাকার পণ্য সরবরাহের চুক্তি করে। পণ্য প্রদান এবং টাকা পরিশোধের সাথে সাথে চুক্তির পরিসমাপ্তি হবে।
চুক্তি পরিসমাপ্তির কতগুলি পদ্ধতি রয়েছে। তন্মধ্যে উত্তরকালীন অসম্ভবতা (Supervening imposibility) অন্যতম। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
What is supervening impossibility?
উত্তরকালীন অসম্ভবতা কি?
অসম্ভব কোন কাজ করার চুক্তি শুরুতেই বাতিল। অর্থাৎ (void ab initio) সূচনাতেই বাতিল। কেণনা, চুক্তি আইন, ১৮৭২ এর ৫৬ ধারাতে বলা হয়েছে যে, যখন একটি চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিদাতার নিয়ন্ত্রণ বহির্ভূত কোন ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাড়ায়, তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায়। একে ‘Doctrine of Fraustration’ বা নৈরাশ্য মতবাদ বলা হয়।উদাহরণঃ ‘ক’, ‘খ’ এর সাথে এই মর্মে সম্মত হয় যে, সে ম্যাজিকের দ্বারা সোনা তৈরি করবেন। এই ধরণের সম্মতি বাতিল। কারণ যাদুবলে সোনা তেরী করা প্রকৃতিবিরুদ্ধ কাজ যা সম্ভব নয়।
তবে, চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতীয়মান হয় কিন্তু পরবর্তীকালে কোন অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন যদি অসম্ভব হয়ে পড়ে, তবে পক্ষগণকে উক্ত চুক্তির দায়দায়িত্ব হতে রেহাই দেয়া হয় এবং চুক্তিটি বিলুপ্ত হয়েছে বলে গণ্য করা হয়। এই অপ্রত্যাশিত ঘটনাকে বলে উত্তরকালীন অসম্ভবতা (Supervening impossibility) বলে। [(1995) DLR 430]
উত্তরকালীন অসম্ভবতা বিভিন্নভাবে হতে পারে। তন্মধ্যে নিম্নলিখিতগুলি উল্লেখযোগ্যঃ
- চুক্তির মূল বিষয়বস্তুর ধ্বংস (Destruction of Subject-Matter);
- চুক্তিভূক্ত পক্ষের মৃত্য বা অক্ষমতা (Death or Personal Incapacity);
- আইনের পরিবর্তন (Change of Law);
- চুক্তির উদ্দেশ্য ব্যর্থ হলে (Cessation of a state of things);
- যুদ্ধ ঘোষণা (Declaration of War);
চুক্তির মূল বিষয়বস্তুর ধ্বংস
চুক্তি পালনের জন্য কোন উপাদানের উপস্থিতি একান্ত দরকার হলে এবং কোন পক্ষের দোষ ছাড়া তা ধ্বংস হলে চুক্তি বাতিল। কোন পক্ষের দায় থাকে না। যেমন, মালামাল পুড়ে যাওয়া, জাহাজ ডুবে যাওয়া, পোকায় বীজ নষ্ট ইত্যাদি।
উদাহরণঃ ‘ক’ একটি বাড়ী বিক্রি করার জন্য ‘খ’ এর সহিত চুক্তিবদ্ধ হয়। কিন্তু হঠাৎ বাড়ীটি ভূমিকম্পে ধ্বংশ হয়ে যায়। এ ক্ষেত্রে স্থাবর সম্পত্তিটি হস্তান্তরে চুক্তি উত্তরকালীন অসম্ভবতা হিসেবে বিবেচিত হবে।
চুক্তিভূক্ত পক্ষের মৃত্য বা অসুস্থতা
যে ক্ষেত্রে চুক্তি একপক্ষের দক্ষতা, যোগ্যতা, নৈপুণ্যের দ্বারা সৃষ্টি হয় সেক্ষেত্রে ঐ পক্ষের অক্ষমতা বা মৃত্যূ দ্বারা চুক্তির পরিসমাপ্তি ঘটে।
উদাহরণঃ ‘ক’ একজন শিল্পী। সে ‘খ’ এর সাথে তার হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে গান করার জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু দুর্ঘটনাবশতঃ সে অসুস্থ্য হয়ে পড়েন। এমতাবস্থায় চুক্তিটি বাতিল।
আইনের পরিবর্তন
চুক্তি সম্পাদনের পর আইনের পরিবর্তন দ্বারা কোন চুক্তি বেআইনী হতে পারে বা চুক্তি পালন অসম্ভব হতে পারে। এরুপ চুক্তি বাতিল এবং কোন পক্ষই দায়ী থাকে না।
উদাহরণঃ একটি বনের গাছ বিক্রির চুক্তি হয়েছিল। পরে সংসদে একটি আইন পাস করে বনটি সরকার অধিগ্রহণ করে। এ ক্ষেত্রে, চুক্তিটি সম্পাদন করা অসম্ভব।
চুক্তির উদ্দেশ্যের ব্যর্থতা
যে কোন ক্ষেত্রে কোন বিশেষ অবস্থার অবিরাম উপস্থিতি বা ঘটনা সংঘটনের উপর ভিত্তি করে চুক্তি সম্পাদিত হয়, যেক্ষেত্রে উক্ত অবস্থা বিদ্যমান না থাকলে বা ঐ ঘটনা না ঘটলে চুক্তির পরিসমাপ্তি ঘটবে। যেমন-
- ‘ক’ এর সাথে ‘খ’ এর বিয়ে হবার কথা, কিন্তু নির্দিষ্ট দিনের পূর্বেই ‘ক’ পাগল হয়ে গেল।
- ‘ক’, ‘খ’ কে বিয়ে করলে ‘গ’ ৫০ হাজার টাকা দিবে। কিন্তু বিয়ে না করলে ঐ টাকা পাবে না।
যুদ্ধ ঘোষণা
দুই দেশের মধ্যে যুদ্ধ ঘোষিত হবার পর বিদেশী শত্রুর সাথে চু্ক্তি শুরুতেই বাতিল।
COMMENTS