দায়বদ্ধতার ভিত্তিতে কর মূলতঃ দুই ধরণের; প্রত্যক্ষ ও পরোক্ষ। তন্মধ্যে মূল্য সংযোজন কর বা (VAT) একটি পরোক্ষ কর, যা ভোক্তার (Consumer) কাছ থেকে...
দায়বদ্ধতার ভিত্তিতে কর মূলতঃ দুই ধরণের; প্রত্যক্ষ ও পরোক্ষ। তন্মধ্যে মূল্য সংযোজন কর বা (VAT) একটি পরোক্ষ কর, যা ভোক্তার (Consumer) কাছ থেকে আদায়যোগ্য। এই কর বাংলাদেশে ব্যবহৃত পণ্য বা পরিষেবা মূল্যের উপর ১৫% হারে আরোপিত হয়।
নিম্নে এ সম্পর্কে আইনী আলোচনা করা হলো।
What is value added tax?
মূল্য সংযোজন কর বা VAT কি?
মূল্য সংযোজন কর বলতে বুঝায় কোন দ্রব্যের যে মূল্য সংযোজন করা হয় তার উপর যে কর ধার্য করা হয় তা। জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী মূল্য সংযোজন বলতে বুঝায় সেই মূল্য, যা উৎপাদক তার কাঁচামাল বা ক্রীত পণ্যের সাথে বা উন্নতর পণ্য বিক্রয় করার পূর্বে যুক্ত করে।
কোন কাঁচামালকে বা কেনা পণ্যকে বিক্রয়যোগ্য করার জন্য আরো কিছু খরচ করতে হয় যেমন মজুরি, পরিবহন, সজ্জিতকরণ ইত্যাদি। এই অতিরিক্ত খরচ সংযোজন করাকে বলা হয় মূল্য সংযোজন এবং এর উপর আরোপিত করকে বলা হয় মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ দ্বারা পরিচালিত হয়।
মূল্য সংযোজন করের নিরুপণ
মূল্য সংযোজন করের জন্য মূল্য নিরুপণ বিষয়ে এই আইনের ৫ ধারায় বিধান রয়েছে। এগুলি নিম্নরুপঃ
(১) আমদানী পণ্যের ক্ষেত্রে যে মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হবে তা নিরুপণ করা হবে কাস্টমস আইনের অধীনে আমদানী শুল্ক আরোপণীয় মূল্যের সহিত আমদানী শুল্ক, অন্যান্য শুল্ক, আগাম আয়কর ব্যতীত, মূল্য যোগ করে।
(২) সরবরাহকৃত পণ্যের ক্ষেত্রে পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, অন্যান্য ব্যয়, প্রদত্ত কমিশন, চার্জ, ফি, সকল শুল্ক মূসক ব্যতীত অন্যান্য কর এবং মুনাফা যোগ করে যে মূল্য হবে তার উপর মূল্য সংযোজন কর প্রদেয় হবে।
(৩) খুচরা পণ্যের ক্ষেত্রে সরকার, গেজেট নোটিশ দ্বারা মূল্য সংযোজন কর স্থির করবেন এবং এই কর আরোপের ক্ষেত্রে উক্ত পণ্যের খুচরা মূল্য হবে প্রস্তুতকারক বা উৎপাদক কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদনক্রমে নির্ধারিত সেই মূল্য যাতে সকল প্রকার ব্যয়, কমিশন, চার্জ, শুল্ক ও কর অন্তর্ভূক্ত থাকবে এবং উক্ত পণ্যের বিশেষ কোন ব্রান্ড যুক্ত করে যে মূল্যে ভোক্তাদের নিকট বিক্রয় করা হবে।
(৪) সেবা প্রদানের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্য করা হবে সর্বমোট প্রাপ্তির উপর। তবে শর্ত থাকে যে, কোন নির্দিষ্ট সেবার ক্ষেত্রে বোর্ড আদেশ দ্বারা প্রকৃত মূল্য সংযোজনের বা মূল্য সংযোজনের নির্ধারিত হারের ভিত্তিতে মূল্য সংযোজন কর ধার্য করতে পারবে।
(৫) যে পণ্যের ক্ষেত্রে বাটা () প্রদান করা হয় সে পণ্যের ক্ষেত্রে, মূল্য সংযোজন করা আরোপযোগ্য হবে বাটা প্রদানের পর যে মূল্য সরবরাহ করা হয় সে মূল্যের উপর।
(৬) উপ ধারা বিলুপ্ত।
(৭) জনস্বার্থের গুরুত্ব বিবেচনা করে এবং যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক যদি কেউ সন্তুষ্ট হয় যে, কোন করযোগ্য পণ্য বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমতে এর সাথে সম্পূরক কর ধার্য করার নিমিত্তে এর ট্যারিফ মূল্য নির্ধারণ করা সমীচীন, তাহলে বোর্ড, গেজেট নোটিশ দ্বারা উক্ত করযোগ্য পণ্য বা সেবার ট্যারিফ মূল্য নির্ধারণ করতে পারবে।
পরিশোধের সময় ও পদ্ধতি (ধারা ৬)
- (ক) যখন পণ্য অর্পণ বা সরবরাহ করা হয়;
- (খ) যখন পণ্য সরবরাহ সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়;
- (গ) যখন কোনো পণ্য ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় কিংবা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়;
- (ঘ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়।
- (ক) যখন সেবা প্রদান করা হয়;
- (খ) যখন সেবা প্রদান সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়;
- (গ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়।
COMMENTS