মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত গুরুতপূর্ণ দলিল হলো- স্বাধীনতার ঘোষণা, সংবিধান এবং বিল অফ রাইটস। তন্মধ্যে বিল অফ রাইটস ব্রিটিশ শাসন থ...
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত গুরুতপূর্ণ দলিল হলো- স্বাধীনতার ঘোষণা, সংবিধান এবং বিল অফ রাইটস। তন্মধ্যে বিল অফ রাইটস ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা ঘোষণার জন্য ১৩ টি আমেরিকান উপনিবেশ কর্তৃক গৃহীত (Ratified) একটি সরকারী আইন ছিল।
নিম্নে যুক্তরাষ্ট্রের বিল অব রাইটস সম্পর্কে আলোচনা করা হলো।
What is the bill of rights?
যুক্তরাষ্ট্রের সংবিধানে বিল অফ রাইটস কি?
১৭৮৭ সালে ফিলাডেলফিয়ার সম্মেলনে (The Philadelphia Convention of 1787) যে সংবিধান গৃহীত হয় তাতে কিছু কিছু অধিকারের কথা উল্লেখ থাকলেও এতে বিস্তৃতভাবে অধিকারসমূহকে অন্তর্ভূক্ত করা হয় নি। এর ফলে, সেখানে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং আশংকা প্রকাশ করা হয় যে, যুক্তরাষ্ট্রীয় সরকার সাধারণের অধিকারের উপর হস্তক্ষেপের সুযোগ পাবে।
এই অবস্থা নিরসনের জন্য কংগ্রেসের প্রথম সভায় ২২ টি সংশোধনের প্রস্তাব করা হয় এবং এগুলোর মধ্যে ১০ টি সংশোধন অধিকারের সহিত সংশ্লিষ্ট যা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অধিকারের বিল’ নামে অভিহিত। এগুলো নিম্নরুপঃ
প্রথম সংশোধন
বাক-স্বাধীনতা প্রকাশের স্বাধীনতা, ধর্মীয়-স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হবার স্বাধীনতা এবং সরকারের নিকট আবেদন পেশ করার অধিকার;
দ্বিতীয় সংশোধন
অস্ত্র বহন করার অধিকার;
তৃতীয় সংশোধন
কোন ব্যক্তিগত গৃহে সৈন্য অবস্থানের ব্যবস্থা করা যাবে না;
চতুর্থ সংশোধন
হুকুমনামা ব্যতীত কোন ব্যক্তিকে আটক করা যাবে না কিংবা তার ঘরবাড়ি, জিনিসপত্র ও কাগজপত্র তল্লাশী করা যাবে না;
পঞ্চম সংশোধন
বড় ধরণের মামলা জুরির সাহায্যে করতে হবে। একই অপরাধের জন্য একাধিকবার বিচার করা যাবে না, আইনের যথাযথ প্রক্রিয়া ব্যতীত কাউকে শাস্তি প্রদান করা যাবে না, কোন ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না, এবং উপযুক্ত ক্ষতিপূরণ ব্যতীত কারো সম্পত্তি অধিগ্রহণ করা যাবে না;
ষষ্ট সংশোধন
ফৌজদারী অপরাধের জন্য প্রকাশ্য আদালতে সত্বর বিচার, জুরির সাহায্যে বিচার, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক আইনজীবীর সমর্থনের সুযোগ, এবং অভিযুক্ত ব্যক্তির পক্ষের সাক্ষীদের আদালতে উপস্থিতিত করানোর অধিকার;
সপ্তম সংশোধন
২০ ডলারের অধিক মূল্যের মামলায় জুরির সাহায্যে বিচার;
অষ্টম সংশোধন
অত্যাধিক জামিন, জরিমানা বা কঠোর শাস্তি প্রদান নিষিদ্ধ;
নবম সংশোধন
সংবিধানে বর্ণিত অধিকারগুলো বাইরেও বিভিন্ন অধিকার হতে জনগণকে বঞ্চিত করা যাবে না;
দশম সংশোধন
যে সকল ক্ষমতা রাষ্ট্রের হাতে অর্পণ করা হয়নি এবং অঙ্গরাজ্য সমূহের উপর ঐগুলো সম্পর্কে নিষেধাজ্ঞাও নাই সেগুলো সকলই রাজ্যের বা জনগণের হাতে সংরক্ষিত থাকবে।
এটা স্পষ্ট যে, সংবিধান ব্যক্তি, সম্পত্তি এবং স্বাধীনতার মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। তবে এটি লক্ষণীয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ঘোষণা ও কার্যকর হওয়ার পর সংশোধনীর মাধ্যমে সংবিধানে এ অধিকারগুলি সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের মূল খসড়াতে তাদের সন্নিবেশিত করা হয়নি। কিন্তু পরবর্তী সংশোধনীগুলির দ্বারা পৃথক স্বাধীনতা কার্যকরভাবে রক্ষিত হয়েছে। সংবিধানে এই অধিকারগুলি সংঘবদ্ধ রাষ্ট্রগুলির জোরের ভিত্তিতে প্রবর্তন করা হয়েছিল এবং মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত করার জন্য প্রথমে ১০ টি সংশোধনী আনা হয়েছিল। নাগরিকের অধিকার বিচার বিভাগের আশ্রয় নিয়ে প্রয়োগযোগ্য। সাংবিধানিক সংশোধনী ব্যতীত এই অধিকারগুলি সংশোধন বা স্থগিত করা যাবে না।
1789 should be included first. Perhaps its a good and effective rights.
ReplyDelete